নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

মুক্তার খোঁজে ঝিনুকের সন্ধানে।

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৩

































































আমার ব্লগে ছবি আপলোডের সমস্যা কেটে গেছে। ধন্যবাদ সামুর মডারেটরদের এবং একই সাথে যে সমস্ত ব্লগার বন্ধুরা এ সময় আমার পাশে ছিলেন তাদেরকে।

মন্তব্য ৪১ টি রেটিং +২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: বাহ! সুন্দর।

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ শরৎ ভাই। আপনি আমাকে সব সময় উদাত্ত মনে অনুপ্রেরণা দিয়ে আসছেন। সেজন্যে অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি।

ভালো থাকবেন।

২| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৬

শাহজাহান আহমেদ বলেছেন: বাহ! চমৎকার পোস্ট। +++

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপনার ভালো লাগা দেখে আমারও বেশ ভালো লাগছে।

ভালো থাকবেন নিরন্তর।

৩| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৪

ঢাকাবাসী বলেছেন: চমৎকার মনে রাখার মতো পোষ্ট। ভাল লাগল।

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপনাদের এরকম সমর্থন আমাকে বরাবরই উৎসাহিত করে।

ধন্যবাদ। ভালো থাখবেন।

৪| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৬

আমিনুর রহমান বলেছেন:





একটা মুক্তা আমারে দিয়েন তো :/

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬

সুফিয়া বলেছেন: যে মুক্তোগুলোর ছবি এখানে দেয়া হয়েছে সেগুলোর যে কোন একটি পেলে তো আমি আগে আমার নিজের কথা ভাববো। তারপর যদি সুযোগ তাহলে তাহলে হয়তো আপনার কথা ভাবতাম। কিন্তু এখন তো আপনিও যেখানে আমিও সেখানে। কাজেই ------

ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৭

শাকিল ১৭০৫ বলেছেন: চমৎকার!
আর ইয়ে কোথায় গেলে পাওয়া যাবে এরাম ঝিনুক বলেন তো :P

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯

সুফিয়া বলেছেন: পাওয়া যায়না কোথায় বলুন তো ? আসল-মুক্তার চেয়ে চাষ করা মুক্তা এখন সর্বত্র পাওয়া যায়।

ধন্যবাদ আপনাকে।

৬| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৪

সীমানা ছাড়িয়ে বলেছেন: খুব সুন্দর!

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯

সুফিয়া বলেছেন: আসলেই খুব সুন্দর। দেখলে পেতে ইচ্ছে করে।

ধন্যবাদ আপনাকে।

৭| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৫

সোহানী বলেছেন: ওফ্ দিলেন তো মেজাজ খারাপ করে... এতা সুন্দর মালা যে আমার চাই ই চাই......

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪০

সুফিয়া বলেছেন: আমারও তো চাই একটি মালা। এখন কি করি বলুন তো ?

ধন্যবাদ।

৮| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯

এম এ কাশেম বলেছেন: ভিন্ন ধর্মী চমৎকার পোস্ট।
অনেক ভাল লাগা।

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা রইল।

ভালো থাকবেন।

৯| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মুক্তা চাই-ই চাই। আমারে মুক্তা দিতেই হবে।

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৮

সুফিয়া বলেছেন: এখানকার সবগুলো মুক্তা ও গয়না আপনাকে দিয়ে দিলাম।

ধন্যবাদ আপনাকে।

১০| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৯

বৃষ্টিধারা বলেছেন: সুন্দর......

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪০

সুফিয়া বলেছেন: আসলেই সুন্দর। আমার মনে হচ্ছে ১৯৯ ডলার মূল্যের মালাটা যদি একবার আপনার গলায় পরিয়ে দেখি। কি যে সুন্দর লাগবে আপনাকে এই মালাটায় !

ধন্যবাদ।

১১| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৮

মাথা ঠান্ডা বলেছেন: ছোট বেলায় মুক্তার খোজে কত ঝিনুকের জীবন যে নস্ট করেছি, পেয়েছিলামও। শুনা কথায় তুলার ভেতর রেখে দিতাম বড় হবে বলে।

আপনার পোষ্ট দেখে স্মৃতিগুলো মনে পরে গেল।

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪২

সুফিয়া বলেছেন: দারুণ তো ! আপনি আমাকেও একটি স্মৃতি মনে করিয়ে দিলেন। পুকুরের শামুককে ঝিনুক ভেবে সেই শামুকের ব্যবচ্ছেদ আমিও করেছি। কিন্তু কখনও কিছু পাইনি।


ধন্যবাদ আপনাকে।

১২| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৯

অদৃশ্য বলেছেন:





মন ভরলো না... ছবির সাথে ডিটেইল থাকলে বেশি ভালো হতো...


দুটো মুক্ত সাথে নিয়ে গেলাম
শুভকামনা...

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৩

সুফিয়া বলেছেন: কি বর্ণনা দিব বলুন। রূপেই যে পাগল করে দেয় সবাইকে তার বর্ণনার আর কি প্রয়োজন ?

ধন্যবাদ আপনাকে।

১৩| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৮

টুম্পা মনি বলেছেন: খুব সুন্দর।

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৪

সুফিয়া বলেছেন: সত্যি খুব সুন্দর। ১১৮ ডলার মূল্যের মালাটা আপনার জন্য।

ধন্যবাদ।

১৪| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১০

টুম্পা মনি বলেছেন: :) :) :) :D :D :D :D

১৫| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঝিনুকে মুক্তা থাকে, খুব ছোটোবেলায়ই এটা জেনেছিলাম, এবং মুক্তা যে অনেক মূল্যবান বস্তু, তাও জানতাম। একটু বড় হবার পর আড়িয়াল বিল থেকে ঝিনুক কুড়িয়ে তার ভিতরে মুক্তা খুঁজতাম। এবং খুঁজতে খুঁজতে মুক্তা পেয়েও যেতাম। সাত রাজার ধন পেয়েছি- এমন আনন্দে মায়ের কাছে গিয়ে মুক্তা দেখানোর পর মায়ের রিএ্যাকশন না দেখে মর্মাহত হয়েছিলাম। কিন্তু মা বলেছিল, সর্ষের (বা নারকেল) তেলে ওগুলো ডুবিয়ে রাখতে। অনেক মুক্তা কুড়িয়ে অনেকদিন অব্দি ওগুলো বোতলে ভরে রাখতাম। কিন্তু সেই মুক্তা খেলনার বস্তু হিসাবেই একদিন অনাদরে হারিয়ে যেত।

মুক্তা প্রসেসিঙের পদ্ধতি জানতে পারলে ভালো লাগতো।

ভালো লাগলো পোস্ট।

২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩০

সুফিয়া বলেছেন: আপনার এমন মনখোলা স্মৃতিচারণ দেখে খুব ভালো লাগল। আপনার সেই মুক্তোগুলো অনাদরে হারিয়ে গেছে ঠিকই। কিন্তু এই সুখের স্মৃতি আপনার মনকে ঘিরে রেখেছে এর মূল্য কিন্তু মুক্তোগুলোর চেয়ে কোন অংশে কম নয়। এমন সুন্দর স্মৃতি মোটেও অনাদরের হতে পারেনা।

আমার খুব ভালো লাগে শৈশবের স্মৃতিচারণ করতে এবং অন্যেরটা জানতে। আমার মনে হয় মানুষের জীবনে এর চেয়ে মধুর সময় আর নেই। দোয়া করি বেঁচে থাকুক আপনার স্মৃতির ঝাঁপি আজীবনকাল, বয়ে আনুক আপনার জন্য সুখের দক্ষিণা পরশ।

ধন্যবাদ। ভালো থাকবেন।

১৬| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩২

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার পোষ্ট ।
ছোট বেলা কালেক্ট করা দশটা মুক্ত এখনো আছে আমার কাছে ।
বিষেশ এক কাজের জন্য রেখেছি :P

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৯

সুফিয়া বলেছেন: এগুলো শুধু মুক্তা নয়। আপনার শৈশবের স্বর্ণলী দিনের মধুর স্মৃতি জড়িয়ে আছে এগুলোর সাথে। এর মূল্য অপরিসীম।

ধন্যবাদ আপনাকে।

১৭| ২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০১

ফানার বলেছেন: চমৎকার পোষ্ট.........।
Click This Link

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:১১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার পোস্টটা আমি পরে দেখব এবং মন্তব্য করব।

১৮| ২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

বেলা শেষে বলেছেন: সুফিয়া, hey Lady - super post- now a days i mark your Brain is working as like "IntelligensRobots".....



২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:২০

সুফিয়া বলেছেন: Its a great compliment for me.I really am really feeling so happy. Its also the sign of your great mentality.

Thank you very much.

১৯| ২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

আলোর পরী বলেছেন: মুক্তা এক নরম রত্ন । খুব ভাল লাগলো আপনার পোস্ট । এখন একটা মুক্তার মালা পড়তে ইচ্ছে করছে :)

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৬

সুফিয়া বলেছেন: এই রত্নটা আমার মনে হয় আমাদের কাছে খুবই লোভনীয়। মালাগুলো দেখে অবশ্য আমারও পড়তে ইচ্ছে করছে। আপনার হাতের কাছে থাকলে এক্ষুণি একটি মালা পরে ফেলুন। এই মুহূর্তের সুখের ছোঁয়াটা অন্যরকম হয়ে আপনার মনে জেগে থাকবে।

ধন্যবাদ আপনাকে।

২০| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
নাইস।
একটু কথাবার্তা হলে ভাল হত। তবে ছবিগুলো নিজেরাই কথা বলছে :)

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:১৪

সুফিয়া বলেছেন: ঠিক বলেছেন। কথাবার্তার চেয়ে ছবি দেখাই ভালো। কারণ ছবিগুলো নিজেই কথা বলে।

ধন্যবাদ আপনাকে।

২১| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বেশ তো
পোস্টে প্লাস

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.