নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

ইউনেস্কোর তালিকাভূক্ত দক্ষিণ এশিয়ার বিশ্ব ঐতিহ্যসমূহ(World Heritage)। ১ম পর্ব

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৬



আগ্রা ফোর্ট, ভারত (কালচারাল,১৯৮৩)



ইউনেস্কো এ পর্যন্ত দক্ষিণ এশিয়ার ৫৩টি স্থানকে বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভূক্ত করেছে।এই ছয়টি দেশ হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও নেপাল।





অজন্তা কেভ, ভারত (কালচারাল, ১৯৮৩)



ভূটান দক্ষিণ এশিয়ার অর্ন্তভূক্ত হলেও দেশটির এ ধরনের কোন সাইট বা স্থাপনা নেই।





প্রাচীন শহর পুলুন্নারুয়া, শ্রীলংকা(কালচারাল, ১৯৮২)



এই ৫৩টি বিশ্ব ঐতিহ্যের মধ্যে ৩০টি রয়েছে ভারতে। তারপরই শ্রীলংকার স্থান। রয়েছে ৮টি বিশ্ব ঐতিহ্য।





প্রাচীন শহর সিজিরিয়া, শ্রীলংকা(কালচারাল, ১৯৮২)



এরপর যথাক্রমে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও আফগানিস্তানের স্থান।



মহেনজুদারু, পাকিস্তান (কালচারাল, ১৯৮০)



সাধারণত দুটি ক্যাটাগরি অর্থাৎ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ক্যাটাগরির উপর নির্ভর করে এ তালিকা করা হলেও এই দুটির মিশ্রণে আর একটি ক্যাটাগরি রয়েছে। তবে এই মিক্সড ক্যাটাগরিতে দক্ষিণ এশিয়ার কোন স্থাপনা তালিকাভূক্ত হয়নি।





শানচির বৌদ্ধ মন্দির, ভারত (কালচারাল, ১৯৮৯)



কোন স্থাপনা বা সাইটকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভূক্ত হওয়ার জন্য ১০টি পূর্ব শর্ত পূরণ করতে হয়।



তাখত-ই - বাহী, পাকিস্তান(কালচারাল, ১৯৮০)



এই দশটি শর্তের মধ্যে প্রাকৃতিক বা ন্যাচারাল ক্যাটাগরির জন্য ৬টি এবং সাংস্কৃতিক ক্যাটাগরির জন্য ৪টি পূর্বশর্ত পূরণ করতে হয়।



সেন্ট্রাল হাইল্যান্ড, শ্রীলংকা (ন্যাচারাল, ২০১০)



ইউনেস্কো প্রতি বছর এই তালিকাভূক্তির কাজ করে থাকে। আবার পূর্বে তালিকাভূক্ত কোন বিশ্ব ঐতিহ্য শর্তসমূহের যে কোন ১টির বরখেলাপ করলে সেটাকে তলিক থেকে বাদ দিয়ে থাকে।



চাম্পানের পাভাগাদ পার্ক, ভারত (কালচারাল, ২০০৪)



বর্তমানে তালিকাভূক্ত ৪টি বিশ্ব ঐতিহ্য এ কারণে ইউনেস্কোর পর্যবেক্ষণে রয়েছে। হচ্ছে আফগানিস্তানের বামিয়ান ভেলী, পাকিস্তানে শালিমার গার্ডেন ও আর্কিওলজি অব জাম এবং নেপালের কাঠমুন্ডু ভেলী।



ছত্রপতি শিবাজী টার্মিনাস, মুম্বাই, ভারত(কালচারাল, ২০০৪)





চিত্তান ন্যাশনাল পার্ক, নেপাল(ন্যাচারাল, ১৯৮৪)





চার্চ এন্ড কনভেন্ট, গোয়া, ভারত(কালচারাল, ১৯৮৬)





বামিয়ান ভেলী, আফগানিস্তান(কালচারাল, ২০০৩)





এলিফ্যান্ট কেভ, মহারাষ্ট্র, ভারত (কালচারাল, ১৯৮৭)





ইলোরা কেভ, মাহারাষ্ট্র, ভারত (কালচারাল, ১৯৮৩)





ফতেহ পুর সিক্রী, আগ্রা, ভারত(কালচারাল, ১৯৮৬)





শালামার গার্ডেন, পাঞ্জাব, পাকিস্তান (কালচারাল, ১৯৮১)

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার পোষ্ট!!



তয় বাংলাদেশের কোন স্থান নেই?

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৫

সুফিয়া বলেছেন: পোস্টটি শেষ হয়নি। এটা প্রথম পর্ব। বাংলাদেশের স্থানও আছে। অপেক্ষা করুন।

ধন্যবাদ।

২| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ ও তথ্যবহুল পোস্ট।

পরবর্তী পোস্টের অপেক্ষায়.........

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৩| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৩

রমিত বলেছেন: সুন্দর পোস্ট!!!

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঢুকেই দারুন একটা পোষ্ট পেলাম। ধন্যবাদ।

সিরিয়াল ষ্টাইলে ঝুলায়া রাখলেন!!! ;):):)

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০২

সুফিয়া বলেছেন: ঝুলিয়ে রাখার ইচ্ছে আমার মোটেও ছিলনা বিশ্বাস করুন। কিন্তু এই কয়টা ছবি আপলোড করতে সময় লেগেছে তিন ঘন্টার মতো। ৫৩টি ছবি কি করে একসাথে আপলোড করি বলুন ? তাই ছেড়ে দিতে হলো এখানে। সেজন্যে আমারও খারাপ লাগছে।

ধন্যবাদ।

৫| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৯

বাঁশ বলেছেন: চ্মত্কার

২৬ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১১

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট। তবে ছবির কোয়ালিটি খুব খারাপ।

২৬ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৯

সুফিয়া বলেছেন: আপনি ঠিকই বলেছেন। আমি উইকিপিডিয়া থেকে ছবিগুলো নিয়েছি। সমস্যাটা কোথায় ঠিক বুঝতে পারিনি।

ধন্যবাদ আপনাকে।

৭| ২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্ট। ভাল লেগেছে।

২৬ শে মার্চ, ২০১৪ সকাল ৯:০১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮| ২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১০

নীল ভোমরা বলেছেন: ২য় পর্বে নিশ্চয়ই বাংলাদেশের কিছু থাকবে?

২৬ শে মার্চ, ২০১৪ সকাল ৯:০২

সুফিয়া বলেছেন: জ্বি। দক্ষিণ এশিয়ার বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের তিনটি সাইট আছে। ওগুলো অবশ্যই থাকবে।

ধন্যবাদ আপনাকে।

৯| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৫

শাকিল ১৭০৫ বলেছেন: দারুন পোস্ট! যদিও ছবি গুলা তত একটা ভালো আসেনি , তবুও ভালো!
আর আশা করবো পোস্ট টি খুব দ্রুত শেষ করবেন!

২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৫

সুফিয়া বলেছেন: পোস্টাটা শেষ করে দিয়েছি। ধন্যবাদ আপনাকে।

১০| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
গুড পোস্ট ||

২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১১| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৭

মিলন হোসেন১৫৮ বলেছেন: Valo laglo

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লাগা দেখে অনুপ্রাণিত হলাম।

১২| ২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৯

শুঁটকি মাছ বলেছেন: পোস্টটা খুবই ভাল হয়েছে।
ছবির মান ভালো হলে আরো ভালো লাগত। :)
যা হোক, শুভকামনা রইল। :)

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৯

সুফিয়া বলেছেন: আসলে ছবিগুলো যে কেন এমন হলো আমিও বুঝতে পারছি না। উইকিপিডিয়া থেকে নিয়েছি। সেখানে তো রেজুলেশন ঠিকই আছে।

ধন্যবাদ আপনাকে।

১৩| ২৬ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো পোস্ট। বাংলাদেশের অংশের জন্য অপেক্ষায় থাকলাম।

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩০

সুফিয়া বলেছেন: আমার পোস্টে দ্বিতীয় পর্ব দেখুন।

ধন্যবাদ আপনাকে।

১৪| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:১০

আনোয়ার ভাই বলেছেন: দেশেরটা আগে নয় কেন ?

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩১

সুফিয়া বলেছেন: আমি আগে-পিছে কিছু করিনি। উইকিপিডিয়াতে যেভাবে ছিল সেভাবেই এখানে আপলোড করেছি। অবশ্য আমাদের দেশেরগুলো এগিয়ে আনলেও তেমন ক্ষতির কিছু ছিলনা। তবে আমি মনে করি এভাবেও তেমন ক্ষতির কিছু নেই।

ধন্যবাদ আপনাকে।

১৫| ২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: পোস্টে প্লাস
শুভেচ্ছা রইলো নিরন্তর

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩২

সুফিয়া বলেছেন: আপনার জন্যেও অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.