নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

বাংলার মুখ আমি দেখিয়াছি (একটি ছবি ব্লগ)।

০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫১





























































































































































































































মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৭

নীল জোসনা বলেছেন: আপনার ছবির সংগ্রহ সব সময়ই সুন্দর ।
শুভ কামনা ।

০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ।

আসলে আমাদের প্রিয় এই বাংলাদেশের ছবি যেভাবেই তুলে আনা হোক না কেন তা মানুষকে মুগ্ধ করবেই। তার কারণ বাংলাদেশের রূপের সত্যিই কোন তুলনা হয়না।

২| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৭

রফিকুজজামান লিটন বলেছেন: সব গুলো ছবিই বেশ সুন্দর। ধন্যবাদ ছবিগুলি শেয়ার দেয়ার জন্য ।

০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

সুফিয়া বলেছেন: রূপের হাটে আমাদের প্রিয় বাংলাদেশের তুলনা হয়না। এর ছবিগুলো তো সুন্দর হবেই। যতবার দেখি তত আরও দেখতে ইচ্ছে করে। তাই শেয়ার না করে থাকতে পারলাম না।

ধন্যবাদ আপনাকে।

৩| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

মনিরুল হাসান বলেছেন: দারুণ সংগ্রহ, তবে এর মাঝে ৩ নাম্বার ছবিটা না থাকলে ভালো হতো।

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৩

সুফিয়া বলেছেন: ৩ নম্বরটা ছবিটা নিয়ে আপনার আপত্তি কেন বুঝলাম না। ছবিটা কি বাংলার আপামর পরিচয়ের সাথে যায়না ? আমি তো সামগ্রিকভাবে বাংলাকে তুলে ধরতে চেয়েছি।

ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৬

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
আপনার ছবির সংগ্রহ সুন্দর।
ছবিগুলো আর কোথাও দেখি নি

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ছবিগুলো আসলেই খুব সুন্দর। আমি কেবল কালেকশনের কাজটি করেছি।

৫| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১:২১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খুব খুব সুন্দর !!!

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৫

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১:৪১

আমি অপদার্থ বলেছেন: ছবিগুলো কি আপনার তোলা?

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৬

সুফিয়া বলেছেন: ছবিগুলো আমার তোলা নয়। আমি সংগ্রহ করে এখানে পোস্ট দিয়েছি।

ধন্যবাদ আপনাকে।

৭| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩০

ভিটামিন সি বলেছেন: আফা এতো ছবি একদিনে কেরে? কোনডা রাইহা কোনডা দেহি? কাডল গাছটা নিশ্চয়ই আমাদের এলাকার ..

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩০

সুফিয়া বলেছেন: এতডি ছবি একলগে দিলাম যাতে আফনেরা দেখতে দেখতে আরাইয়া যাইতে পারেন এই পথে-প্রান্তরে। সবডি একলগে দেহেন। চোহের পাতা ফালায়েননা কইলাম।

ধন্যবাদ আফনেরে।

৮| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৬

ইছামতির তী্রে বলেছেন: সবগুলো ছবিই অসাধারণ। এর মধ্যে কয়েকটা আগেই ফেবুতে দেখেছি।

অনেক কস্ট করে 'ছবিব্লগ' উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪২

সুফিয়া বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকেবন।

৯| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৩

নাসরীন রহমান বলেছেন: দারুণ সৃজনশীলতা ও প্রশংসনীয় প্রয়াস।

০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ।

১০| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:২১

সোহানী বলেছেন: ওওওওওওওওওও এতো্ সুন্দর ছবি.......... আমি মুগ্ধ.............

০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪

সুফিয়া বলেছেন: ছবিগুলো আসলেই মনোমুগ্ধকর।

ধন্যবাদ আপনাকে।

১১| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৪

সিফাত সারা বলেছেন: অনেক ভাল লাগল । এতো সুন্দর পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।

কিন্তু আমি আমার ব্লগ এ ছবি দিতে পারছিনা। একটু হেল্প করবেন প্লিজ । 8-|

০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার পোস্ট আপনার ভালো লেগেছে দেখে আমারও খুব ভালো লাগছে।

আপনি কি এই প্রথম ছবি আপলোড করতে চাচ্ছেন ? নাকি আগেও করেছেন ? যদি আগে করে থাকেন এবং এখন সমস্যা হচ্ছে তাহলে মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এমন সমস্যা আমার ব্লগে প্রায়ই হয়।

আর যদি প্রথম আপলোড করতে চান তাহলে নিয়মাবলীতে গিয়ে দেখুন ছবি আপলোড এর নিয়ম দেয়া আছে।

১২| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার ছবি পোস্ট দেখে সাবিনা ইয়াসমিনের (গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার, সুরকারঃ সত্য সাহা, এ্যালবামঃ হারজিৎ) নিচের গানটির কথা মনে হল।

যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও
যদি আমাকে বুঝতে মন চায়
এ মাটির শ্যামলিমায় এসো প্রিয়।।

এখানে বৃষ্টি ঝরে রিমঝিম শ্রাবণের সেতারে
কুমারী নদীর বুক কেঁপে ওঠে প্রণয়ের জোয়ারে।

যদি কখনও দেখতে সাধ হয়।
আমার মনের চঞ্চলতা
তবে বরষার কোন নদী দেখে নিও।।

শাপলা ফোঁটে যখন ঝিলের জলে
পাখিরা কুজন করে বনতলে।
মনে করো সে আমার হাসি সে আমার গান

এখানে ঝর্না যেন যেতে চায় সুদূরে হারিয়ে
পাহাড়ি সবুজ মায়া ডাক দেয় দু’টি হাত বাড়িয়ে।

যদি কখনও পড়তে সাধ হয়।
আমার হারাবার ঠিকানা
তবে নিজের হৃদয় তুমি দেখে নিও।।

গানটির লিংকঃ যদি আমাকে জানতে সাধ হয়..........

আর কিছু বলার নাই। অসাধারণ।

০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৪

সুফিয়া বলেছেন: সত্যি আমার কি যে ভালো লাগছে আমার এই পোস্ট আপনার এমন সপ্রতিভ অংশগ্রহণ দেখে ! আপনার জন্য রইল আমার আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা।

আর একটি কথা। প্রখ্যাত কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া এই বিখ্যাত গানটি আমার খুব প্রিয়। কিন্তু হুবহু গানের লাইনগুলো মনে রাখতে পারব এমন কিন্তু নয়। আপনি সেটা পেরেছেন। সেজন্যে আপনাকে আর একবার ধন্যবাদ।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৬

প্রিয় সবুজ বলেছেন: বেশ চমৎকার ছবি ব্লগ। আমার ও আশা আছে ছবি তোলার । ইতিমধ্যে সুরু করেছি । আপনার দোয়া কামনা করছি, যেন আপনার মত ছবি তুলতে পারি ।

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৭:১২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার একটি ভুল ধারণা ভেঙে দিতে চাই। সেটা হলো ছবিগুলো আমার তোলা নয়। তবে হ্যাঁ, আমি ছবি কিন্তু খারাপ তুলি না।

আপনার জন্য অনেক শুভকামনা রইল।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৫

মনিরুল হাসান বলেছেন: ৩ নাম্বার ছবিটা দেখে দেশকে একটু গরীব মনে হচ্ছে। সেই জন্যে ৩ নম্বর ছবিটা না থাকলে ভালো হতো।

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৫

সুফিয়া বলেছেন: আর আমার ধারণা হলো যে এদের সবাইকে নিয়েই আমার এই বাংলাদেশ। কাজেই সত্যিকারের বাংলাদেশের চিত্র যেখানে থাকবে সেখানে এই ছবিটাও জায়গা পাবার দাবী রাখে।

ধন্যবাদ আপনাকে।

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫২

বনসাই বলেছেন: আমি মুগ্ধ, আমি আপ্লুত!

কেতলির ছবিটির কেতলির খোঁজে আমাকে ঠিক কোথায় যেতে হতে পারে?

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৯

সুফিয়া বলেছেন: কেতলীর খুঁজে সম্ভবত আপনাকে সিলেট অঞ্চলের দিকে যেতে হতে পারে। আমি একেবারে নিশ্চিত নই। তবে আপনার জন্য খুঁজে বের করার চেষ্টা করব জায়গাটি।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.