নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম লানতানা (Lantana)

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৭



ঢাকা শহররে বাইরে শহরতলী কিংবা গ্রামে গেলে রাস্তার দুইপাশে এই ফুলটি সহজে আমাদের দৃষ্টি কেড়ে নেয় তার বাহারী রং দ্বারা।





অযত্ন-অবহেলায় রাস্তার দুইপাশে এমনভাবে ফুলগুলো ফুটে থাকে যে আপনি ইচ্ছে করলইে ঐদিকে দৃষ্টি না দিয়ে চলে যেতে পারবেন না।





এই ফুলগুলো মূলত দক্ষিণ আমেরিকার বংশোদ্ভূত। আমরা আমাদের দেশে মাত্র কয়েক রঙের ফুল দেখতে পাই।





ফুলগুলো আসলে ১৫০ প্রজাতির আছে। ফুলগুলো সারা বছর ধরে ফুটে।





অনেক বেশী ফুল যখন একসাথে ফুটে তখন মনে হয় রাস্তাটাই রঙে রঙিন হয়ে আছ।





কিন্তু আফসোসের কথা এই যে আপনি হয়তো লোভাতুর হয়ে রিকশা কিংবা গাড়ি থেকে নেমে ফুলের গন্ধ শুকতে যাবেন।





আর তখনই চরমভাবে নিরাশ হতে হবে আপনাকে। কারণ থরে থরে ফুটে থাকা লানতানা ফুল রাস্তার দুইপাশে একটি রঙিন ভুবন সৃষ্টি করতে পারলেও ওদের কোন সুঘ্রাণ নেই।





তাতে কি হয়েছে ? আমাদের দেখার দৃষ্টিটা যে সার্থক হলো তাই বা কম কিসে ?





তাছাড়া মুগ্ধ মন যে আপনার পথ চলার ক্লান্তি দূর করে দিবে সেটাও কিন্তু কম নয়।











































মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০

সোহানী বলেছেন: অসাধারন..... ফুলটা প্রায় দেখি কিন্তু নাম জানতাম না। অনেক ধন্যবাদ পোস্টের জন্য...............

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৮

সুফিয়া বলেছেন: আমিও এর আগে এই ফুটলার নাম জানতাম না। তবে দেশে যাওয়ার পথে প্রায়ই দেখি।

ধন্যবাদ আপনাকে।

২| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৫

তাওিহদ অিদ্র বলেছেন: ফুলটির নাম-লন্ঠন ।

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২০

সুফিয়া বলেছেন: উচ্চারণটা কি লন্ঠন হবে ? আমি ইংরেজী বানানটা শিরোনামে দিয়ে দিয়েছি। একটু দেখবেন কি ?

ধন্যবাদ।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৮

জাহাঙ্গীর.আলম বলেছেন: বরাবরের মতনই সুন্দর পোষ্ট ৷

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:২৮

সায়েদা সোহেলী বলেছেন: এই ফুলের নাম যে লানতানা আমার জানা ছিল না । এটার কিন্তু বেগুনী রঙের ও হয় , আমার কাছে আছে কিছু ছবি তোলা খুজে পেলাম না ।
ধন্যবাদ সুফিয়া

০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৩

সুফিয়া বলেছেন: আমারও নামটা আগে জানা ছিলনা। তবে অহরহ দেখে আসছি গ্রামের বাড়িতে আসা-যাওয়ার পথে।

তথ্য অনুসারে এই ফুলটির ১৫০ প্রজাতি রয়েছে। কাজেই বেগুনী রং তো হতেই পারে। আমার মনে হয় আরও অনেক কালার কম্বিনেশন আছে এই ফুলের মধ্যে।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮

নীল জোসনা বলেছেন: এত রং এর গুলো কি আমাদের দেশে দেখা যায় ? আমি তো সাদা আর হলুদ ফুল দেখেছি । সবচেয়ে মজা লাগে গ্রামের আনাচে কানাচে পড়ে থাকা ফুল গুলো যখন নার্সারীর লোক গুলো গাল ভরা নামে প্রচার করে বেশী দামে বিক্রি করে ।

০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৫

সুফিয়া বলেছেন: আমি কিন্তু বেশ কিছু রং এর দেখেছি। কিন্তু সাদা রং এরটা দেখিনি। ফুলগুলোর ১৫০টি প্রজাতি রয়েছে বলে জানা গেছে। আমাদের দেশে সম্ভবত এতসব রংএর দেখা যায়না।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.