নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

ঝড় এলো ঝড়/ আম পড়, আম পড়

২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৫





লাইন দুটো মনে পড়লেই আমাদের ছোটবেলার বৈশাখী দিনগুলোর কথা মনে পড়ে যায়। বৈশাখ মানেই ঘন কালো মেঘে আকাশ ছেয়ে প্রচন্ডবেগে বৃষ্টি নেমে আসা। সাথে প্রচন্ড ঝড়। যাকে আমরা চিনি কাল বৈশাখী ঝড় হিসেবে। বৈশাখ মাসের সাথে এই ঝড়ের সম্পর্ক যেন পরিপূরক। রোদের প্রচন্ড দাবদাহে যখন হাসফাস অবস্থা নেমে আসত প্রকৃতিতে এবং মানুষের মাঝে তখনি বৈশাখের এক পশলা বৃষ্টি সেই তপ্তদাহে নিয়ে আসত স্বস্তির ভালোলাগা। আর বৈশাখ মাসে বৃষ্টি মানেই ঝড়ো হাওয়া। সেই ঝড় কখনও আসত ভয়ংকর প্রলয়ংকরী রূপে কখনওবা শুধুমাত্র গছিপালার থরো থরো কাঁপুনিতে। যেভাবেই আসুক বৈশাখের সাথে প্রকৃতির এই রূপ যেন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ঝড়-ঝাপটা ছাড়া বৈশাখকে যেন ঠিক মানায় না।







বৈশাখকে নিয়ে এতগুলো কথা বললাম। তার পেছনে কারণ একটাই। আমরা এখন বৈশাখের প্রচন্ড খরতাপের মধ্য দিয়ে অতিবাহিত করছি সময়। আজ বৈশাখের ১১ তারিখ। প্রচন্ড তাপদাহে পুড়ছে দেশ। কিন্তু এখন পর্যন্ত দেখা নেই বৈশাখী ঝড়ের। এই বৈশাখ যেন আমাদের শৈশবের সেই বৈশাখ নয়, যখন বৈশাখ মাস মানেই নিয়মিত ব্যবধানে ঈশান কোণ কালো করে আসত ঝড়। আকাশে এই ঝড়ের পূর্বাভাস দেখে মনে হতো যেন পৃথিবীকে ভাসিয়ে নিয়ে যাবি কোন এক অন্ধকার গহবরে। তার উপর ঝড়ের সাথে সাথে আম পড়ার দুপদাপ শব্দ, নেশা জাগাত মনে। কিসের ঝড় ! কিসের কি ! ছুটে যেতাম আমতলায়। বৃষ্টির প্রচন্ড তোড়ে শরীর ভিজে একসার না হওয়া পর্যন্ত ঘরে ফিরতাম না। যখন ফিরতাম তখন আধা ভেজা জামায় কুচভর্তি গুটি গুটি আম। বৃষ্টিতে ভেজার ফলটা কি হতে পারে সেই চিন্তা মোটেও মনে জাগতনা। তার চেয়ে মরিচ-নুন মাখিয়ে কাঁচা আমের ভর্তা কখন খাওয়া যাবে সেই সুযোগের জন্য অস্থির হয়ে উঠত মন। তবে আসল ঝক্কিটা সামলাতে হতো মাকে যখন বৈশাখী বৃষ্টিতে ভেজার ছোবলটা শরীরে ঝেঁকে বসত।







আজ কোথায় গেল সেই বৈশাখী ঝড় ? ঈশান কোণ কালো করে আসা বৃষ্টি ? আমরা আমাদের শৈশবকে হারিয়ে এসেছি বহুদূর। কিন্তু বৈশাখ তো হারিয়ে যায়নি ঋতু পরিবর্তনের পালাবদল থেকে। আজ হয়তো বৈশাখী মেঘে ভিজে কুচ ভরে আম কুড়াতে পারবনা আমরা। কিন্তু তাই বলে বৈশাখের বৈশাখী রূপ হারিয়ে যাবে আমাদের জীবন থেকে এমনটা তো হতে পারেনা। তাই প্রতিদিন তৃষিত মনে অপেক্ষায় থাকি কখন দিকবেদিক কালো করে কূল ছাপিয়ে আসবে বৈশাখী ঝড়। শৈশবের দূরন্তপণার দিনে যখন বৈশাখী ঝড়ের মুখে ছুটে যেতাম আম কুড়াতে তখন কিন্তু কবিতার এই লাইনের কথা একবারও মনে পড়ত না, জানতামই না তখন এই কবিতার কথা। আজ যখন সেই হারিয়ে যাওয়া তান্ডব রূপের মাঝে বৈশাখকে খুঁজছি অথচ পাচ্ছিনা তখন বার বার মনে পড়ছে কবিতার লাইন দুটি। ঝড় এলো, এলো ঝড়/ আম পড়, আম পড়। কি জানি ! হয়তো এমন দিন আসবে যখন কবিতার এই দুটি লাইনের মাঝেই সীমাবদ্ধ হয়ে পড়বে আমাদের চিরচেনা রুদ্র-তান্ডবী বৈশাখ।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.