![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
১)
এই ছবি থেকে সাতটি ঘোড়া খুঁজে বের করতে হবে। আমি কিন্তু পারিনি।
২)
ছবিতে কয়জন মানুষ আছে খুঁজে বের করতে হবে।
৩)
ছবিটিতে কি কি আছে দেখুন তো চেস্টা করে বের করতে পারেন কি না।
৪)
এখানে লুকানো ছবিগুলো কি কি ?
৫)
এ্ই ছবিতে কয়টি প্রাণী আছে ?
৬)
এই ছবি থেকে ২৪টি প্রাণীর ছবি খুঁজে বের করতে হবে।
২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৩
সুফিয়া বলেছেন: আমি অবশ্য কিছু পেরেছি। অনেক মনযোগ, ধৈর্য আর সময়ের দরকার।
ধন্যবাদ আপনাকে।
২| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৪
জমরাজ বলেছেন: সময় কাটানোর জন্য ভাল জিনিস দিছেন।
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫৮
সুফিয়া বলেছেন: আমি তো সময় কাটিয়েও সবগুলো সমাধান বের করতে পারিনি।
ধন্যবাদ আপনাকে।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৫
দালাল০০৭০০৭ বলেছেন: এক সাথে এতগুলো দেওয়া ঠিক হয়নি।
আমি ফটোশপ পারি না , না হলে গোল চিন্হ দিয়ে কয়েকটি বলতে পারতাম।
১/ ওকে ৭টিই আছে ।
২/ শিশু সহ ৪জন।
৩/..........
৪/ ১.আকাশে ভালু, ২পাখি ৩. মেয়ের ছবি৪.ঘোড়া ৫.শিয়াল/কুকুর
৫.পাখি, কুকুর, মানুষ,শেয়াল, বাঘ মোট ৫টি
৬/ নিচ থেকে ১ক্যাঙাগারু, ২ভালু, ৩ময়ুর, ৪তিমি মাছ, ৫তিমির পাশে বাজ পাখি, ৬নাক খরগোস, ৭ ডান গাল কাছিম,৮বাম গাল ঘোড়া ,৯মুছ বাঘ,১০চোখের ডান ভুরু ডলফিন,১১.বাম ভুরু ধনেষ পাখি ১২.মাথা হাতি১৩.হাতির সুড়ের কাছে সিংহ ১৩, ডান কান পাখি, ১৪ বাম কান ঘাস ফড়িং ১৫.ময়ূরের পাশে বানর ১৬.ডান কান পাখির নিচে শিয়াল
১৭.বাম ভুরু উপরে গিরগিটি ১৮.ডান গাল কাছিমের পাশে বানর
আর পার লাম না
২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৮
সুফিয়া বলেছেন: বাপরে ! কি করে পারলেন ?
আমি তো প্রথম ছবিতে অনেক খুঁজে তিনটি ঘোড়ার সন্ধান পেয়েছি।
দ্বিতীয় ছবিতে অবশ্য শিশুসহ সাত জন মানুষকে পেয়েছি।
তৃতীয়টিতে ঘোড়া, মানুষ ও কিছু অদ্ভূত ধরনের প্রাণীকে দেখা যাচ্ছে।
৪ নং ছবিতে অবশ্য পেছনে একটি মেয়ের ছবি দেখাযাচ্ছে।
৫ নং ছবিতে একটি মেয়ের মাথার উপর একটি সাদা পাখিকে উড়তে দেখা যাচ্ছে।
৬ নং ছবিতে অনেকগুলো প্রাণীকে দেখা যাচ্ছে। কিন্তু গুণতে গেলেই গুলিয়ে যাচ্ছে।
তবে আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবেনা।আমার এই পোস্টে সময় দেয়ার জন্য।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
ডার্ক ম্যান বলেছেন: সামুতে দেখি সিরিয়াস ব্লগারের অভাব নেই।
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫৯
সুফিয়া বলেছেন: এত মানুষের পদচারণা সামুতে সিরিয়াস ব্লগার থাকাই স্বাভাবিক। উনাদের ইতিবাচক চেষ্টাকে সাধুবাদ জানাই আমি।
ধন্যবাদ আপনাকে।
৫| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:৫৫
ইউসুফ জাহিদ বলেছেন: সুন্দর।
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫৭
সুফিয়া বলেছেন: সুন্দর তবে জটিল।
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩২
সোহানী বলেছেন: একটা ও পারলাম না....