![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
মহাকাশ ছাপিয়া মহাকাল ব্যাপিয়া
যে মহাকবি সর্বত্র আছে নিজকে নিয়া
সেই মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মদিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি তাকে।
রবীন্দ্রনাথ ও স্ত্রী মৃণালীনি দেবী, কোলে কন্যা বেলা।
শান্তিনিকেতন থেকে শেষ বারের মতো কলকাতায় আসার পথে অশতীপর বৃদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুর।
৭০তম জন্মদিনে কবিগুরু। ছবিটি মে ১৯৩১ সালে তোলা।
স্ত্রী মৃণালীনি দেবীর সাথে কবিগুরু। ১৮৮৩ সালে তোলা ছবি।
১৯৭০ সালে সিঙঘুয়া ইউনিভার্সিটিতে রবি ঠাকুর।
কন্যা বেলা (বামে) ও পুত্রবধূ প্রতিমা দেবী(ডানে)র সংগে রবীন্দ্রনাথ ঠাকুর।
বিজ্ঞানী আইনষ্টাইনের সঙ্গে কবিগুরু ১৯৩০ সালে।
ভ্রাতৃষ্পুত্র ইন্দিরা দেবীর সঙ্গে বাল্মিকী প্রতিভা নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮১ সালে।
মহাত্মা গান্ধীর সঙ্গে ১৯৪০ সালে।
শান্তি নিকেতনে মহাত্মা গান্ধী ও কস্তুরী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর।
১৯৩২ সালে তেহরানে একটি অনুষ্ঠানে কবিগুরু।
০৮ ই মে, ২০১৪ দুপুর ২:২২
সুফিয়া বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। অনেকদিন পর আমার ব্লগে আপনাকে পেলাম। সেজন্যে আরও একবার ধন্যবাদ।
২| ০৮ ই মে, ২০১৪ সকাল ১১:০৩
আশার বাপ বলেছেন: ভাল লাগলো + + +
০৮ ই মে, ২০১৪ দুপুর ২:২২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ০৮ ই মে, ২০১৪ সকাল ১১:০৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলী!! চমৎকার পোষ্ট সেই সংগে দুর্লভ যত সব ছবি। আপনাকে অনেক ধন্যবাদ।
০৮ ই মে, ২০১৪ দুপুর ২:২৩
সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ০৮ ই মে, ২০১৪ সকাল ১১:২৩
আমি গাঙচিল বলেছেন: ভাল লাগলো +++++++
০৮ ই মে, ২০১৪ দুপুর ২:২৪
সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৫| ০৮ ই মে, ২০১৪ সকাল ১১:২৪
আদরসারািদন বলেছেন: কৃতজ্ঞতা গ্যাপনের তরে লগইন করলুম
০৮ ই মে, ২০১৪ দুপুর ২:২৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। জেনে খুশী হলাম।
৬| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৫
শ্রাবণধারা বলেছেন: শিরোনামে শ্রদ্ধাঞ্জলি বানানটা ঠিক করে নিন, নইলে এত শ্রদ্ধার চোটে মৃত কবি বেত হাতে কবর থেকে উঠে আসতে পারেন
০৮ ই মে, ২০১৪ দুপুর ২:২৫
সুফিয়া বলেছেন: বানান এর ভুল ধরে ঠিক করতে বলেছেন সেটা আপনার বদান্যতা। কিন্তু এই বদান্যতাটুকু বোধহয় আর একটা সফটভাবে প্রকাশ করা যেত।
ধন্যবাদ।
৭| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১:২৫
অন্বেষা নিরন্তর বলেছেন: সুন্দর পোস্ট
০৮ ই মে, ২০১৪ দুপুর ২:২৬
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
৮| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১:৪৮
সোহানী বলেছেন: অসাধারন ছবি পোস্ট............
০৮ ই মে, ২০১৪ দুপুর ২:২৭
সুফিয়া বলেছেন: ভালো লাগছে আপনার অনুভূতির প্রকাশ দেখে।
ধন্যবাদ আপনাকে।
৯| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কবিগুরুর ছবিগুলো যেন এককেটি পূর্ণাঙ্গ কবিতা ।
০৮ ই মে, ২০১৪ বিকাল ৪:০৭
সুফিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন। কে যেন বলেছিল যে ছবি হচ্ছে নিরব কবিতা। আপনার এই মন্তব্যটি দেখে সেই কথাটি আবারও মনে পড়ে গেল। সবার ক্ষেত্রে প্রযোজ্য কি-না জানিনা। তবে এক্ষেত্রে এই কথাটি একশ ভাগেরও বেশী সত্যি। একশ ভাগেরও বেশী বললাম তার একটি কারণ আছে। সেটা হলো কবি গুরুর ছবিগুলোকে নিরব কবিতা বলা যাবে না কিছুতেই। আপনার মন্তব্যের সাথে আর একটি বিশেষণ যোগ করে বলতে চাই যে, কবি গুরুর এক একটি এক একটি মুখর কবিতা, যে কবিতাগুলো নিজের স্বরে নিজেই বাজে সতত ।
ধন্যবাদ আপনাকে।
১০| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৪:১৮
সকাল রয় বলেছেন: ১০০০০০০০০০০০০০০০০০০০০০+
অনেক ভালো লাগলো
০৮ ই মে, ২০১৪ বিকাল ৫:০১
সুফিয়া বলেছেন: ওরে বাপরে ! এ তো দেখছি সাংঘাতিক ভালো লাগা ! কোন ছোটকালে অংক করেছিলাম, এখন আপনার এতগুলো শূণ্য ঘুণে গুণে প্লাস এর সংখ্যা বের করতে পারব না। তবে আপনার জন্যেও ঠিক অতগুলো ধন্যবাদ রইল।
ভালো থাকবেন।
১১| ০৮ ই মে, ২০১৪ রাত ৮:৪০
বলাকা মন বলেছেন: দারুন কাজ
১১ ই মে, ২০১৪ সকাল ৯:৪১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১২| ০৮ ই মে, ২০১৪ রাত ১০:৪০
গোঁফওয়ালা বলেছেন: দারুণ !
১১ ই মে, ২০১৪ সকাল ৯:৪২
সুফিয়া বলেছেন: আপনার ভালো লেগেছে দেখে আমারও অনেক ভালো লাগছে। ধনৗবাদ আপনাকে।
১৩| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৫
নীল জোসনা বলেছেন: অসাধারন সব ছবি দেবার জন্য আপনাকে ধন্যবাদ ।
১১ ই মে, ২০১৪ সকাল ৯:৪৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৪ সকাল ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট।দারুন একটি আয়োজনের জন্য ।