নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতি রং ছড়ায় সুন্দরের। মানুষ ভালোবাসে সেই সুন্দরকে।

১২ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৩

প্রকৃতি রং ছড়ায় সুন্দরের। সেই সৌন্দর্য যে আমাদেরকে কতটা মোহাবিষ্ট করতে পারে কিংবা আমাদের মনকে কতটা ভালো লাগার আমেজে ভরিয়ে তুলতে পারে তার কিছু এই ছবিগুলোর দেখলে বুঝা যায়।





ফুলের মতো সুন্দর এই জলপ্রপাতটি আর্মেনিয়ায় অবস্থিত।





চীনের ইউনান শহরে পাহাড়ের বুকে ঝুম চাষের দৃশ্য।





হিমালয়ের ওপাড়ে মেঘমালার দৃশ্য। ছবিটি ১৮ অক্টোবর ২০০৯ সালে তোলা।





সুন্দর এই ছবিটির নাম ডেথ ভেলী। শুকনো মৌসুমে এই পাহাড়টি রুক্ষ শুস্ক থাকলেও বর্ষায় বৃষ্টির সংষ্পর্শ্ আসার সাথে সাথে এমন মোহময় রূপে সেজে উঠে।





এটা মানুষের আঁকা কোন ছবি নয়, প্রকৃতির নিজের হাতে তৈরী ছবি।





গেলেনডারগন পার্ক, ইউকে।





ছবিটি এক ধরনের ঘাসের। প্রকৃতির আপন নিয়মে বেড়ে উঠে।





প্রকৃতির খেয়ালীপণার আর এক দৃশ্য। গোলাপী বন।





এটা মানুষের তৈরী কোন রঙিন কার্পেট নয়। চীনের গাংসু শহরের একটি পাহাড়ের দৃশ্য এটি।





ইগুয়াজু জলপ্রপাত, ব্রাজিল।





এই ছবিটির শিল্পী প্রকৃতি নিজে।





ছবিটি মাউন্ট রোরাইমার। স্থানীয়দের কাছে এটি টিপুই নামে পরিচিত। এটি ভেনিজুয়েলা, ব্রাজিল ও গায়ানার সীমান্তে অবস্থিত।



:((

মালয়েশিয়ার একটি জঙ্গলের দৃশ্য এটি।





চীনের ধান ক্ষেতের একটি দৃশ্য এটি।





জাপান যখন সাকুরা ফুলে সেজে উঠে।





মাটির নিচের শহর, মাতামাতা, নিউজিল্যান্ড।





ঝলমলে রঙিন এই নদীটির নাম ওয়াইয়ুটাপু নদী। নেদারল্যান্ডে অবস্থিত।

এই নদীর পানি সারা বছর প্রচন্ড গরম থাকে।



মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৫

আ আ খান বলেছেন: ++++

১৩ ই মে, ২০১৪ সকাল ৭:২৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১২ ই মে, ২০১৪ বিকাল ৫:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারন অসাধারন অসাধারন!

১৩ ই মে, ২০১৪ সকাল ৭:৩৩

সুফিয়া বলেছেন: ছবিগুলো সত্যিই অসাধারণ।

মানুষ যেখানে থেমে যায় প্রকৃতি সেখানে নিজের ক্ষমতা নিয়ে সামনে এসে দাড়ায়। এই ছবিগুলো দেখে এমনটি বলা বোধহয় অসংগতিপূর্ণ হবেনা।

ধন্যবাদ আপনাকে।

৩| ১২ ই মে, ২০১৪ বিকাল ৫:৫০

নীল ভোমরা বলেছেন: বাহ্!...রঙের দুনিয়া!

১৩ ই মে, ২০১৪ সকাল ৭:৩৬

সুফিয়া বলেছেন: আর এই রঙের দুনিয়াকে সাজিয়েছে প্রকৃতি নিজে, যা দেখে আমাদের চোখ জুড়িয়ে যায়।

ধন্যবাদ আপনাকে।

৪| ১২ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৬

গোঁফওয়ালা বলেছেন: দূর্দান্ত !!

১৩ ই মে, ২০১৪ সকাল ৭:৩৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ছবিগুলো সত্যিই দূর্দান্ত।

ধন্যবাদ আপনাকে।

৫| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

স্বপ্নছোঁয়া বলেছেন: প্রকৃতি নিজ হাতে যে সুন্দর তৈরী করে তার তুলনা হয়না |
অসাধারণ! !!

১৩ ই মে, ২০১৪ সকাল ৭:৩৮

সুফিয়া বলেছেন: আপনার সাথে একমত। প্রকৃতি নিজে যে সুন্দর তৈরী করে তার তুলনা হয়না।

ধন্যবাদ আপনাকে।

৬| ১২ ই মে, ২০১৪ রাত ৮:১৬

মোকতার বলেছেন: অসাধারন দৃশ্য।

ধন্যবাদ শেয়ার করার জন্য

১৩ ই মে, ২০১৪ সকাল ৭:৩৯

সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবে সতত।

৭| ১২ ই মে, ২০১৪ রাত ১১:৩৮

জেরিফ বলেছেন: চমৎকার ছবিসহ ক্যাপশন ভালো লাগলো

ভাল থাকুন

১৩ ই মে, ২০১৪ সকাল ৭:৪০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন আপনিও।

৮| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:১৭

ড. জেকিল বলেছেন: সুন্দর!!!!!!!

১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপাকে।

৯| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

নীল জোসনা বলেছেন: বরাবরের মতোই +

১৪ ই মে, ২০১৪ সকাল ৯:২৫

সুফিয়া বলেছেন: আজকের সকালের ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.