![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
বলার ছিল যে কথাটি হয়নি বলা তা
পূর্ণিমার চাঁদ মেঘে ঢেকে গিয়েছিল বলে।
তবুও আমি একটি তিথীর প্রতীক্ষায় ছিলাম।
এমন সময় তুমি এসে বললে
চলনা, দু'জনে মিলে একটি কবিতার লাইন লিখি
খোলা আকাশের বুকে।
আমি বললাম, এ কেমন কথা ?
দু'জনে মিলে একটি কবিতার লাইন লিখব
তা-ও খোলা আকাশের বুকে ?
কেন বলতো ?
আমাদের বুকে লালিত স্বপ্ন আছে
চোখে সেই স্বপ্নের ভাষা আছে।
তাহলে কেন সবাইকে জানিয়ে দিব আমাদের কথা ?
তুমি বললে, আমি চাই
প্রকৃতি হোক আমাদের মাঝে সেতুবন্ধান।
আকাশে ভেসে বেড়ানো পূর্ণিমার চাঁদ
ঝলমলে তারা
পাখির কন্ঠের সুর
বাতাসের বুকে শব্দহীন ব্যাকুলতা
ফুলের বনে মৌমাছির গুঞ্জরণ
সবাই জানুক তোমার আমার না বলা মনের কথা।
যে প্রহরে তুমি বলতে পারনি তোমার মনের কথা
সে কথা প্রতি প্রহরে মুখরিত কবিতা হয়ে
ফুটক তোমার আমার মাঝে।
আমি দেখলাম আমার না বলা কথা
আর নেই আমার মাঝে।
আমার অলক্ষ্যে তা বলা হয়ে গেছে সবার মাঝে।
যে বলেছে সে আমার প্রাণের কবি
মনের মাঝে দেখেছি তার ভালোবাসার ছবি।
©somewhere in net ltd.