![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
আঁধারে দুঃসহ পৃথিবী
তোমাতে আলোর পথ খুঁজি
তুমি শক্তি দাও হে সর্বশক্তিমান
আমাদের যা কিছু দীনতা হীনতা
সব যাক, ঘুচে যাক।
পথে পথে দুর্গম বাধা
ফুলদল কাঁটায় ঠাসা
সত্য সুন্দরের উদিত রবি
তবু চির উন্নত শিরে
তোমাতে বহে নিরবধি।
তোমাতে মিশে পাপাত্মারা সব তবু মুক্তি পাক।
তুমি দেখিয়েছো পথ
দিয়েছো অদম্য মনোরথ
যা কিছু মংগল শুভ সুন্দর
চিনিয়েছো সব।
তোমার দেখানো পথে
অন্তরের অর্ঘ্য ঢেলে
আধারে বন্দী মন আলোর পথ খুঁজুক।
তুমি করুণার অসীম সাগর
ক্ষমা দিয়ে দয়া দিয়ে এ বিশ্বে
নিজকে করেছো জয়।
অন্তহীন পাপে ডুবে থাকা এই মন
তোমাতেই আশ্রয় খুঁজে সর্বক্ষণ।
তোমার আলোর দিশায় শুদ্ধতার দুয়ার খুলুক।
তুমি ফিরায়োনা প্রভূ
আমাদের অন্তরের নির্মাল্য সব তোমারই শুধু
তুমি শুদ্ধ করো, পবিত্র করো
ধূয়ে-মুছে সব কালো।
তোমাতেই হোক জয় মোদের তোমাতেই ক্ষয়।
তোমার দুয়ারে মাথা কুটে বারবার
আমাদের অন্ধত্বের মর্ম ঘুচুক।
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:২০
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপনার ভালো লাগার প্রকাশটা ভালো লাগল।
২| ২৮ শে মে, ২০১৪ সকাল ৮:৪৫
সেভেন বলেছেন: তোমাতে মিশে পাপাত্মারা সব তবু মুক্তি পাক।
---------------------------
------------------------------
----------------------------------ভালো লাগল।
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:২১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আমারও ভালো লাগছে আপনার ভালো লাগা দেখে।
৩| ২৮ শে মে, ২০১৪ সকাল ৯:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: তুমি করুণার অসীম সাগর
ক্ষমা দিয়ে দয়া দিয়ে এ বিশ্বে
নিজকে করেছো জয়।
অন্তহীন পাপে ডুবে থাকা এই মন
তোমাতেই আশ্রয় খুঁজে সর্বক্ষণ।
সুন্দর
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:২২
সুফিয়া বলেছেন: সুন্দর মনের মানুষেরাই সুন্দরকে অবলীলায় সুন্দর বলতে পারে। সেজন্যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
৪| ২৮ শে মে, ২০১৪ সকাল ১০:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর প্রার্থনা
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:২৩
সুফিয়া বলেছেন: এখানে কমেন্ট করে আপনারাও কিন্তু এই প্রার্থনায় শরীক হলেন।
ধন্যবাদ।
৫| ২৮ শে মে, ২০১৪ সকাল ১০:৫৬
ভুলনা আমায় বলেছেন: Balo legese aponar kobita
sobessa rohilo
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:২৪
সুফিয়া বলেছেন: আপনার জন্যেও অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।
৬| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৫৯
অন্ধবিন্দু বলেছেন:
তোমাতে আলোর পথ খুঁজি
তুমি শক্তি দাও হে সর্বশক্তিমান
আমাদের যা কিছু দীনতা হীনতা
সব যাক, ঘুচে যাক।
প্রার্থনা রইলো ...
আপনাকে ধন্যবাদ সুন্দর লিখাটির জন্য, সুফিয়া।
ভালো থাকা হোক।
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:২৬
সুফিয়া বলেছেন: চলুন সবাই মিলে এই প্রার্থনা করি।
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ সকাল ৮:১০
ঢাকাবাসী বলেছেন: বাহ সুন্দর!