নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

এইমাত্র লেখা আমার একটি কবিতা-- ফিরে যাই স্মৃতির কাছে

৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:২৪

ফিরে যাই স্মৃতির কাছে



পলাশতলির হাটের সেই ছায়াঢাকা পথ

বকুলতলির মাঠের সেই মুখর মেঠোপথ

আমার মায়ের ছোঁয়ামাখা স্মৃতির ছোট্ট ঘর

আমার সইয়ের সাথে গড়া পুতুল খেলার ঘর।

কোথায় হারিয়ে গেছে আজ জানিনা

কতদূর গেলে পাব এর ঠিকানা, জানিনা।



সেই শান বাধানো ঘাটে

সেই ঘু ঘু ঢাকা মাঠে

সেই যে লক্ষী পেঁচার ডাকে

সন্ধ্যা নামত বাঁশ ঝাড়ের আড়ালে

সেই ছায়াঢাকা সবুজে আঁকা আমার প্রাণের ঠিকানা

কোথায় হারিয়ে গেছে আজ জানিনা।



মটরশুটির বাঁক পেরিয়ে

দুর্বা সবুজ ঘাসের টানে

পলাশ শিমুলের রংমাখা রোদেলা দপুরে

হাওয়ায় ভেসে যাওয়া চৈতালী রোদের কাছে

আমার মনের খাতায় লেখা সে গান

কোথায় হারিয়ে গেছে আজ জানিনা।



বধূর কাখে কলসির পানিতে

আলতাপরা বালিকার পায়ের নুপুরে

রাখালের হাতে গোধূলী বেলার বাঁশীর সুরে

বাড়ির পাশে নদীর ঘাটে

মাঝির কন্ঠে ভাটিয়ালী সুরে

যে মন আমার উঠত নেচে ময়ূর পেখম মেলে

সে মন আজ হারিয়ে গেছে কোথায় জানিনা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৩

প্রথম বাংলা বলেছেন: সকাল শিশির রোদ্র দুপুর ক্লান্তি বিকেল ধূলো
হারিয়ে যাওয়া ছেলে বেলার আমার স্মৃতি গুলো
আমায় ডাকে একটু ফাকে একলা হলে পরে-
একলা মনে ছেলে বেলার বন্ধু খেলা করে।

৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:৫১

সুফিয়া বলেছেন: একলা মনে ছেলেবেলার বন্ধু খেলা করে।

অপূর্ব হয়েছে লাইনটা। এ ধরনের আরও অনেক কবিতা চাই।

ধন্যবাদ আপনপকে।

২| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৫

প্রথম বাংলা বলেছেন: ভালো লিখেছেন!!

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

সুফিয়া বলেছেন: প্রশংসা করার জন্য আর একবার ধন্যবাদ।

৩| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:২৬

প্রথম বাংলা বলেছেন: আছেতো, আমার ব্লগে গিয়ে ঘুরে আসতে পারেন, ভালো লাগলে লাগতেও পারে। লিখি সব সময়ই।

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

সুফিয়া বলেছেন: মাথার ভিতর কথা ছিল খাতার ভিতর শূণ্য-------

বুঝতেই পারছেন আপনার ব্লগ ভিজিট করে এসেছি। একটি কবিতাসমৃদ্ধ সুন্দর ব্লগ। সময় নিয়ে আবারও ঢু মারব।

ধন্যবাদ আপনাকে।

৫| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

স্বপ্ন কাঠি বলেছেন: পড়লাম কেমন লাগলো তা একটু পরে বলি!!!!!!!!!!!!

০১ লা জুন, ২০১৪ সকাল ৭:৩১

সুফিয়া বলেছেন: ভাবছিলাম চিন্তা-ভাবনা করে কিছু বলবেন। কই বললেন না তো ?

ধন্যবাদ।

৬| ০২ রা জুন, ২০১৪ দুপুর ২:৩২

স্বপ্ন কাঠি বলেছেন: নাহ ভালই তবে আর একটু সময় নিয়ে লিখলে আরও ভাল করবেন।


আর একটা কথা আমি তো কোন বোদ্ধা নই হালকা লেখালেখি করি সে হিসাবেই বললাম !!

০২ রা জুন, ২০১৪ বিকাল ৫:৪৭

সুফিয়া বলেছেন: আপনার পরামর্শকে স্বাগত জানাচ্ছি। কবিতা লেখায় আমারও হাত তেমন পাকা নয়।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.