নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

বাদল দিনের প্রথম কদম ফুল-- বর্ষার প্রথম দিনের শুভেচ্ছা।

১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৫



বাদল দিনের প্রথম কদম ফুল। কার না ভালো লাগে পেতে সে ফুল।

আজ বর্ষার প্রথম দিন। কদম ফুলের সময় এসেছে বলছে সে। কিন্তু বাইরে কাঠফাটা রোদের দিকে তাকালে কদম ফুল নিয়ে আমাদের মনে যা কিছু কবিত্ব সব যেন ধুয়ে মুছে যায়। অঝোর ধারা বর্ষার জন্য মনের ভিতর প্রতীক্ষা বাসা বাঁধতে থাকে শক্ত আবরণে।





আমাদের প্রতীক্ষার শেষ হবে সে আমরা জানি। বর্ষা নামবে তার কূল ভাসানো রূপে। গাছে গাছে কদম ফুল ফুটবে তার মনোমোহিনী রূপে। কাব্য প্রেমিক মানুষদের মনে জাগবে বর্ষার ধারার মতো কবিত্বরস। কদম ফুল হয়ে উঠবে সেই কবিত্ব শক্তির প্রধান অনুষংগ, যেমন হয়ে আসছে চিরদিন।





একথা বলার অপেক্ষা রাখেনা যে, আমাদের দেশে বর্ষা যতই তার রং-ঢং দেখিয়ে আসুক না কেন কদম না ফুটলে সেই বর্ষার রূপ থাকবে অপূর্ণ। তাই তো বর্ষা আর কদম ফুল যেন পরস্পরের যুগলবন্দী।



ছোটকালে এতকিছু না ভেবেই বর্ষা আসলে কদম ফুলের জন্য উন্মুখ হয়ে থাকতাম। বাড়ির পেছনে কদম গাছটার দিকে সতর্ক দৃষ্টি রাখতাম যেন প্রথম ফোটা কদম ফুলটা শুধু আমার হয়, আর কারও না। যখন সত্যিই গাছে ফোটা প্রথম কদম ফুলটার অধিকারী হতে পারতাম তখন বিজয়ের গর্ব অনুভব করতাম। সবাইকে কদম ফুলটা দেখিয়ে আনন্দ পেতাম।



আজ সেই সুযোগ নেই যে গাছ থেকে নিজ হাতে কদম ফুল ফিঁড়ে আনব। এই আফসোস কিছুটা পূরণ হয় যদি প্রিয়জন নিজহাতে একগুচ্ছ কদম এনে হাতে তুলে দেয়। সত্যি এই উপহারের তুলনা হয়না।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৩

সুমাইয়া আলো বলেছেন: শুভেচ্ছা আপি তোমাকেউ :)

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:২১

সুফিয়া বলেছেন: তোমাকেও অনেক শুভেচ্ছা জানালাম। ভালো থেকো। ফুলের মতো প্রাণবন্ত থেকো সব সময়।

২| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৭

ঢাকাবাসী বলেছেন: রাজধানীর কোথাও মনে হয় কদম ফুলের গাছ নেই!

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৩

সুফিয়া বলেছেন: আমারও মনে হয় তাই। অন্তত আজ পর্যন্ত কোথাও দেখিনি।

তবে একটি কথা। আর কয়দিন পরই দেখা যাবে ফুল কুড়োনি ছোট ছোট বাচ্চারা কদম ফুল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে বিক্রি করার জন্য। ওরা ঐ ফুলগুলো পায় কোথায় ?

৩| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আষাঢ়ের বাদল দিনের কদম ফুলের শুভেচ্ছা রইল আপনার প্রতি।

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৪

সুফিয়া বলেছেন: শুভেচ্ছা গ্রহণ করলাম। সেই সাথে আপনার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ।

৪| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:১০

নীল জোসনা বলেছেন: আপনার প্রতি ও শুভেচ্ছা রইলো ।

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৫| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৫

সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো .........

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভেচ্ছা রইল ---

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৯

সুফিয়া বলেছেন: আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।

ধন্যবাদ আপনাকে।

৭| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৪৭

রাজিব বলেছেন: একটানা ২-৩ দিন বৃষ্টি আর হয়না অন্তত ঢাকাতে না। বর্ষায় বৃষ্টিতে ভেজার কি যে মজা।

০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৫৮

সুফিয়া বলেছেন: সে কথা আর বলতে ? দিনের পর দিন বৃষ্টি। ঘর থেকে বাহির হওয়া হতনা নিতান্ত কোন প্রয়োজন ছাড়া। আমি গ্রামাঞ্চলের কথা বরছি। ছোটকালে বর্ষাটা সেখানে মনের মতো করে উপভোগ করেছি কি-না। কিন্তু ঘরের ভিতর আর ক'দিন বন্দী হয়ে থাকা যায় ? ছাতা নিয়ে বের হলে মায়ের কাছে ধরা পড়ে যাব। তাই বড় মান কচুর পাতাকে ছাতা বানিয়ে গুড়ি গুড়ি বৃষ্টিতে বের হয়ে যেতাম পুকুর পাড়ে কিংবা ক্ষেতের আইলে। সেই বের হওয়ার যে কত আনন্দ তা কাউকে বলে বুঝানো যাবেনা।

তারপর আরও আছে। পুকুর তখন পানিতে টই টুম্বুর। পাড় উপচে ক্ষেতের সাথেপ্রায় একাকার। আর রঙিন সব মাছেরা লফিয়ে লাফিয়ে
পড়ছে পুকুড়ের পানিতে। সেই কি দৃশ্য ! উফ ! বলে শেষ করা যাবেনা।

ধন্যবাদ আপনাকে।

৮| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার বর্ষার প্রথম কদম ফুলের অধিকারী হয়েছিল কয়েকজন।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০

সুফিয়া বলেছেন: সেই কয়েকজনের জন্য রইল আমার অভিবাদন।

আর আপনার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.