নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

আমাদের বর্তমান দাঁড়িয়ে আছে যে অতীতের উপর (একটি ছবি ব্লগ)

১৯ শে জুন, ২০১৪ সকাল ৭:০৪



১৯৬০ সালে তোলা সংসদ ভবনের ছবি। তখন সংসদ ভবনের লেকে ধোপারা কাপড় কাঁচত।





গাবতলীর গরুর হাট। ১৯৬৬ সালে তোলা ছবি।





স্বাধীন বাংলাদেশের প্রথম সকাল। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর তোলা ছবি।





১৯৪১ সালে কবি কাজী নজরুল ইসলামের স্বহস্তে লেখা কবিতা।





১৯৫৮ সালে আয়োজিত ঢাকার একটি ফ্যাশন শো।





১৯৬০ সালে তোলা ঢাকার কাকরাইল এলাকার ছবি।





১৯৬১ সালে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের ঢাকা সফর।





১৯৬৪ সালে তোলা শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের ছবি।





আমাদের অতি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিন। ছবিটি ১৯১২ সালে তোলা।





ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাসরুম। ১৯৪০ সালে তোলা ছবি।





ঢাকা কেন্দ্রীয় কারাগার, ১৯৫০ সালের ছবি।





ঢাকার তেজগাও এলাকা, ১৮৮০ সালে।





বিখ্যাত সেইন্ট গ্রেগরী স্কুল, ১৮৮২ সালে।





সোনারগাঁও এর পানাম নগরীতে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানীর এই কুটিরটি। ১৮৭২ সালে ছবিটি তোলা হয়েছিল।





শাহবােগ অবস্থিত বর্তমান ঢাকা ক্লাব, ১৮৯০ সালের ছবি। তখন এটি ছিল ব্যাংক অব বেঙ্গল।





১৯৬৬ সালে তোলা ধানমন্ডি এলাকার ছবি।





১৯৭০ সালে তোলা ছবি, ধানমন্ডির পুরাতন ঈদগাহ মাঠ।





১৮৮০ সালে ফুলবাড়িয়া রেলস্টেশনের ছবি। বর্তমানে এটা ফুলবাড়িয়া বাস ষ্ট্যান্ড।





লালবাগ কেল্লা, ১৮৭২ সালে।





১৯০৪ সালে তোলা মিটফোর্ড হাসপাতালের ছবি।





ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদ। ছবিটি ১৯৮২ সালে তোলা।





বঙ্গবন্ধু এভিনিউ। তখন এর নাম ছিল জিন্নাহ এভিনিউ। ছবিটি ১৯৬৯ সালে তোলা হয়েছিল।





উনিশ শতকে ঢাকা ে৯গট, বর্তমানে দোয়েল চত্বর।





১৯৫৪ সালে ঢাকার রাস্তায় পর্দানশীল নারীরা এভাবে চলাফেরা করত। এ দৃশ্য এখনও আমাদের কোন কোন গ্রামে দেখা যায়।





১৮৮৭ সালে ভয়াবহ টর্নেডোর পর ঢাকার ছবি।



সূত্র ঃ অনলাইন ঢাকা গাইড।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ সকাল ৯:১১

খালেদা আকতার বলেছেন: সুন্দর!

১৯ শে জুন, ২০১৪ রাত ৯:০০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

২| ১৯ শে জুন, ২০১৪ সকাল ৯:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ছবিগুলো আগে দেখলেও প্রথম দিকের বেশ কয়েকটি ছবি এই প্রথম দেখলাম।
সবগুলো ছবিতে সুন্দর ক্যাপশান দেয়াতে পোষ্টটি খুব আকর্ষনীয় হয়েছে।

প্রিয়তে রাখার মত পোষ্ট!

১৯ শে জুন, ২০১৪ রাত ৯:০১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনাদের ভালো লাগা দেখে আমারও খুব ভালো লাগছে।

৩| ১৯ শে জুন, ২০১৪ সকাল ৯:১৮

সোহানী বলেছেন: অসাধারন......

১৯ শে জুন, ২০১৪ রাত ৯:০৩

সুফিয়া বলেছেন: সত্যি অসাধারণ ছবিগুলো। আমরা চারপাশে যা যা নিয়ে আছি সেগুলোর অতীত যেন সামনে এসে হাজির হয়েছে।

ধন্যবাদ আপনাকে।

৪| ১৯ শে জুন, ২০১৪ সকাল ৯:২৭

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: অনেকগুলো ছবি একসাথে দেখার সুযোগ হলো।

১৯ শে জুন, ২০১৪ রাত ৯:০৪

সুফিয়া বলেছেন: অনেক ভালো লাগার ছবি একসাথে দেখতে পেলে মনে একটি পরিতৃপ্তির ভাব কাজ করে।

ধন্যবাদ আপনাকে।

৫| ১৯ শে জুন, ২০১৪ সকাল ৯:৫১

শাহ আজিজ বলেছেন: জাতীয় সংসদ ভবন ১৯৬১তে শুরু হয় তৎকালীন সামরিক শাসক আইউব খানের উদ্যোগে । স্থপতি মাযহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয় কিন্তু তিনি মুল আর্কিটেক্ট হিসাবে থাকতে রাজি নাহয়ে আরও দুজনের নাম প্রস্তাব করেন । তারা ব্যাস্ত থাকায় তিনি ইয়েলে তার প্রাক্তন শিক্ষক লুইস কানের নাম প্রস্তাব করেন । এরা সবাই আমেরিকান এবং শ্রেষ্ঠ তালিকায় ছিলেন ।

গাবতলি সাভার থানার অন্তর্ভুক্ত ছিল ।১৯৭৮/৭৯ তে তা ঢাকা নগরের সাথে যুক্ত হয় ।

লালবাগ কেল্লার এই দৃশ্যটি আমি ১৯৭৬ এ পেয়েছি । এখন ওটাকে আমুল পরিবর্তন করে স্বেচ্ছাচার সংস্কৃতির রুপান্তর হয়েছে ।

ভালো লাগল আরও একদফা পুরনো ছবি দেখে ।

১৯ শে জুন, ২০১৪ রাত ৯:০৬

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরও অনেক তথ্য দিয়ে আমার এই ব্লগটাকে সমৃদ্ধ করার জন্য।

ভালো থাকবেন।

৬| ১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:০৩

হাসান ইফহাজ বলেছেন: ভাল লাগলো .....

১৯ শে জুন, ২০১৪ রাত ৯:০৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আমারও ভালো লাগছে আপনাদের ভালো লাগা দেখে।

৭| ১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:০০

সুজাহায়দার বলেছেন: ভাল লাগলো ....

আরো ভাল লাগত, যেসব স্থানের ছবি দিয়েছেন পাশাপাশী বর্তমানের একটা ছবি দিতে পারলে

১৯ শে জুন, ২০১৪ রাত ৯:০৯

সুফিয়া বলেছেন: আপনার প্রস্তাবটা ঠিক আছে। কিন্তু কাজটা কি অত সহজ ? ভেবে দেখুন তো ?

ধন্যবাদ আপনাকে।

৮| ১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:১৭

অবিবাহিত ছেলে বলেছেন: কেমন যেন একটা মায়া আছে ছবিগুলাতে । ভালো লেগেছে ++++

১৯ শে জুন, ২০১৪ রাত ৯:১১

সুফিয়া বলেছেন: অতীত থেকে দৃষ্টি ফেরানো যায়না। সে সব সময় মানুষকে মায়ার বন্ধনে আবদ্ধ করে রাখে। এটা তারই প্রমাণ।

ধন্যবাদ। ভালো থাকেবন।

৯| ১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:২৯

সময়ের ডানায় বলেছেন: সুন্দর কালেকশন।

আপনার পোস্টে অতীত থেকে একবার ঘুরে আসলাম।

১৯ শে জুন, ২০১৪ রাত ৯:১২

সুফিয়া বলেছেন: সেই অতীত নিশ্চয়ই আপনাকে ভালো লাগার আনন্দ দিতে পেরেছে।

ধন্যবাদ।

১০| ১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৪২

বাবলু বাবলু বলেছেন: কেমন যেন একটা মায়া আছে ছবিগুলাতে । ভালো লেগেছে ++++

১৯ শে জুন, ২০১৪ রাত ৯:১৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। অতীত মানেই মনের সাথে মায়াবী বন্ধন। আমরা সবাই সেই বন্ধনে আবদ্ধ।

ধন্যবাদ আপনাকে।

১১| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:০২

নীল জোসনা বলেছেন: পুরোনো সেই দিনের কথা .................

১৯ শে জুন, ২০১৪ রাত ৯:১৩

সুফিয়া বলেছেন: ভুলি কি করে হায়। তাই তো মন আমার বার বার পিছু ছুটে যায়।

ধন্যবাদ আপনাকে।

১২| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: প্রিয়তে রাখার মত পোষ্ট!

১৯ শে জুন, ২০১৪ রাত ৯:১৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আমার ভালো লাগার মাত্রা অনেকটাই বেড়ে েগল।

১৩| ১৯ শে জুন, ২০১৪ রাত ৮:৫০

তূর্য হাসান বলেছেন: ‌‌‌‌১৯৬৪ সালে তোলা শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের ছবি।

এই ক্যাপশনটি আসলে কি ঠিক আছে? এটা কি তেজগাঁও বিমানবন্দর হবে?

১৯ শে জুন, ২০১৪ রাত ৯:২১

সুফিয়া বলেছেন: আপনি ঠিকই বলেছেন। ক্যাপশনটা আর একটু বিস্তৃত ও সহজ করে লিখা যেত। যেমন

শাহজালাল বিমান বন্দর বর্তমানে যে জায়গায় অবস্থিত, ১৯৬৪ তোলা সেই জায়গার ছবি।

ধন্যবাদ আপনাকে।

১৪| ১৯ শে জুন, ২০১৪ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হারিয়ে যায় যে সময়
আর ফিরে আসেনা
সোনালী অতীত হয়ে রয়

আজ যেমন আগামীর অতীত ;)

++++

২০ শে জুন, ২০১৪ সকাল ৮:১০

সুফিয়া বলেছেন: সেই আগামীর বুকে সোনালী অতীত হয়ে থাকবে অাজকের দিন। স্মৃতির পত্রকোরক থেকে তুলে আনবে তাকে আমাদের ভবিষ্যত প্রজন্ম।

ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি মন্তব্য করার জন্য।

১৫| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১:২৪

আছিফুর রহমান বলেছেন: অসাধারণ, ক্যামেরারর লেন্সে জীবিত ইতিহাস

২০ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৮

সুফিয়া বলেছেন: ক্যামেরার লেন্সে উঠে এসেছে আমাদের অতীত, যে অতীতের আয়নায় আমরা আজকের বর্তমানকে দেখি।

ধন্যবাদ আপনাকে।

১৬| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১:২৯

চড়ুই বলেছেন: আপু অনেক মূল্যবান জিনিষ পোস্ট করেছেন।

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০০

সুফিয়া বলেছেন: জ্বি। আমাদের অতীতের স্বর্ণালী ইতিহাস উঠে এসেছে এখানে। ইচ্ছে করে সেই সময়টাকে ফিরে পেতে।

ধন্যবাদ আপনাকে।

১৭| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ১০:১৯

রাজিব বলেছেন: মনে হয় একটু ভূল আছে, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিন। ছবিটি ১৯১২ সালে তোলা"
১৯১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়নি। অবশ্য এ বিল্ডিং টি ঢাকার নওয়াবদের স্থাপনা ছিল এবং ১৯০০ সালের আগে বানানো হয়। তাই মনে হয় আপনি ভুল বলেন নি, আমিই ভুল করছি।
অনেক ধন্যবাদ এ ছবি গুলোর জন্য। এগুলো দেখে ১৯৮০ এর দশকের প্রথম দিকের ঢাকার কথা মনে পরে গেল- আমার শৈশব। তখন ঢাকা আসলেই এতটা ফাকা ছিল, ট্র্যাফিক জ্যাম কি ছিল জানতাম না। ঢাকায় তখন অনেক বেশি গাছ ছিল, গরম কম ছিল।

১৮| ০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১:০৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ঢাকার তখনকার দৃশ্যগুলো দেখে আমাদের আজকের অবস্থান থেকে বার বার ইচ্ছে করে ফিরে যেতে সেখানে। তখন ঢাকায় ছিল প্রাণ খুলে নিঃশ্বাস নেবার মতো নির্মল প্রকৃতি, নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করার মতো পরিবেশ। আজা হাজার চেষ্টা করলেও আমরা সেই পরিবেশ ফিরে পাবনা।

১৯| ২০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৩

এইচ তালুকদার বলেছেন: ঢাকা শহরের শৈশব স্মৃতি বলে মন হলো

২১ শে জুলাই, ২০১৪ সকাল ৮:০৮

সুফিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।

২০| ২০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৭

আহমেেদ শাফি খান বলেছেন: অনেক ভালো লাগল পোস্ট টি

২১ শে জুলাই, ২০১৪ সকাল ৮:০৯

সুফিয়া বলেছেন: আপনার ভালো লাগা দেখে আমারও খুব ভালো লাগছে।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.