![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
আজ আষাঢ়ের জন্মদিন
কেমন করে বলি বন্ধু
আজ আমারও জন্মদিন।
তপ্ত খরস্রোতা একটি নদী পেরিয়ে
মা আমাকে জন্ম দিয়েছিল যেদিন
বর্ষা নেমেছিল সেদিন।
বর্ষা নেমেছিল আমার মায়ের বুকের খাদে
মনের গহীনে, শরীরের প্রতিটি অলিন্দে।
বর্ষা নেমেছিল বাড়ির উঠোনে, বাঁশঝাড়ে
কাকডাকা সেই ভোরে।
কিন্তু আমার মায়ের দু'চোখের বর্ষা
ছাপিয়ে গিয়েছিল সব কূল।
আমি তখন সদ্যজাত মেয়েশিশু !
শিশু নই কিন্তু !
তারস্বরে চীৎকার করে সমস্ত বিশ্বকে
জানিয়েছিলাম আমার অস্তিত্বের কথা।
মা ত্রস্তে আমাকে বুকে চেপে ধরে
থামিয়ে দিয়েছিল সেই চীৎকার।
আমি মায়ের বুকের গভীর ওমে মুখে গুজে
আবিস্কার করলাম অন্য একটি দুঃখের সাগর।
আমার মায়ের কষ্টের নুনাজল সেখানে
পাড় ভাঙে অহরহ।
কারণ, মা জন্ম দিয়েছে আমাকে
একটি মেয়ে শিশুকে।
সমাজ ব্যবস্থার প্রাগৈতিহাসিক নিগঢ়ের বিচারে
আমার মা তাই অপরাধী।
বাবা নামক মানুষটি নিজেই সাক্ষী
আবার নিজেই বিচারক হয়ে রায় দিয়েছে
ত্যাগ করেছে আমার মাকে।
হায়রে নিয়তি !
পৃথিবীতে প্রথম আলো দেখার মুহূর্তেই
লিঙ্গভেদের শিকার হলো একটি শিশু
সমাজের কাঠগড়ায় অপরাধী হলো তার মা।
প্রাগৈতিহাসিক নিগঢ়ের সেই সময় আজ
এগিয়ে গিয়েছে অনেকদূর।
কিন্তু বন্ধ হয়েছে কি সেই বিচার ব্যবস্থা ?
বর্ষার প্রথম লগ্নে জন্ম নেয়া মেয়ে শিশুরা
আজও মায়ের দু'চোখে বর্ষা ঝরায় অহরহ।
তাই বলতে দ্বিধা এত যে
তার জন্ম কোন এক বর্ষালগ্নে।
২৭ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫১
আহসানের ব্লগ বলেছেন: +