![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
এই বরষা, সেই বরষা
এই ঝিরিঝিরি বরষায়
মন ছুটে যায় ছোট্ট বেলায়
মেঘ গুড়– গুড়– দুপুরে
সাতারকাঁটা পুকুরে
এক হয়ে সব দুষ্ট ছেলে ভাসত মনের খেয়ায়।
এই ঝরো ঝরো বরষায়
মন ছুটে যায় হেথায়।
ক্ষেতের পাশে ডুবো আইলে
মাছেদের সাথে খেলায় মেতে
মনের রঙিন পাখায় চড়ে
কত যে হারিয়েছি পথ মেঘলা-মতির দেশে
সব বন্ধুরা মিলে ।
আজ মন ছুটে যায় সেথায়
এই ভিজে বরষায়।
কদম ফুলের গন্ধে মাতাল
মন হতো উথাল পাতাল
ঘ্যাঙর ঘ্যাঙ ব্যাঙের ডাকে
ঘুম টুটে যেত গভীর রাতে
সেই ঘুমের কোলে আর একবার
ফিরে যেতে মন চায়
এই ঝম ঝমাঝম বরষায়।
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:১১
সুফিয়া বলেছেন: ঠিক তাই। ছোটকালে গ্রামে বর্ষাকে যেভাবে দেখে এসেছি তা মনে পড়ে গেল। তাই মনের অনুভূতির প্রকাশ ঘটালাম। এই আর কি !
ধন্যবাদ আপনাকে।
২| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কদম ফুলের গন্ধে মাতাল
মন হতো উথাল পাতাল
ঘ্যাঙর ঘ্যাঙ ব্যাঙের ডাকে
ঘুম টুটে যেত গভীর রাতে
এই অংশটুকু বেশি ভাল লাগলো ।
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৪০
সুফিয়া বলেছেন: খুব ভালো লাগছে এ কারণে যে আমার কবিতার কিছু অংশ আপনার ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে।
৩| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:১৯
দৃষ্টিসীমানা বলেছেন: বর্ষার কবিতা ভাল লাগল ।শুভ কামনা রইল ।
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৪০
সুফিয়া বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ।
৪| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:৪৪
হালি্ বলেছেন: ফিরে যেতে মন চায়
এই ঝম ঝমাঝম বরষায়।
আমারো যাইতে মনে চায় ++++্
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:৩৮
সুফিয়া বলেছেন: এই যাওয়াটা যদি বাস্তবে টত তাহলে খুব ভালো হতো তাই না ? ইচ্ছে করলেই বোধহয় সেটা হতে পারে।
ধন্যবাদ আপনাকে।
৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১২:৩৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো লাগলো।
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:৩৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন।
৬| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৭
রাজিব বলেছেন: হায় বর্ষা কাল। এখন ঢাকাতে গরমের ভাপে বৃষ্টির সুখানুভূতি খুঁজে পেতে অনেক কষ্ট হয়।
০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৬
সুফিয়া বলেছেন: তাছাড়া নগরবাসীর দুর্দশার কথা ভাবলে বর্ষা নিয়ে কাব্য করাকে কেমন যেন বিলাসীতা মনে হয়। তবু বর্ষা বর্ষাই।
ধন্যবাদ।
৭| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩০
চড়ুই বলেছেন: কদম ফুলের গন্ধে মাতাল
মন হতো উথাল পাতাল
ঘ্যাঙর ঘ্যাঙ ব্যাঙের ডাকে
ঘুম টুটে যেত গভীর রাতে
সেই ঘুমের কোলে আর একবার
ফিরে যেতে মন চায়
এই ঝম ঝমাঝম বরষায়।
ভালো লাগলো।
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৫১
সুফিয়া বলেছেন: আমারও অনেক ভালো লাগল আপনার ভালো লাগা দেখে।
ধন্যবাদ আপনাকে।
আপনার মন্তব্যটি দুইবার পোস্ট হয়ে িগয়েছিল। তাই একটি মুছে দিলাম।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:০৭
হাসান বিন নজরুল বলেছেন: ভালো বরষানুভুতি