নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবচেয়ে বড় ন্যাচারাল ফুলের বাগান।

০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৮:১৮

ফুলের কাছে মানুষের ঋণ চিরন্তন। সৌন্দর্যে-সৌরভে মানুষকে সর্বদা অনাবিল আনন্দ দিয়ে আসছে ফুল। মানুষ তার মেধা, রুচি আর মনের আকাংখা দ্বারা যখন সেই ফুলকে সাজায় তখন তার আবেদন হয় ভিন্নধর্মী। রূপপিয়াসী মানুষ বরাবরই ফুলের সেই মনমোহিনী আবেদনের কাছে নিজকে সপে দিয়েছে বারবার। আজ সকালে আমাদের সকলের পালা ফুলের কাছে নিজকে সপে দেবার। আসুন দেখি সেরকম কিছু দৃশ্য।





বাগানটি পৃথিবীর সবচেয়ে বড় ন্যাচারাল ফুলের বাগান। এই বাগানে রং বেরং এর যত ফুল ফুটে আছে তা দেখলে যে কারও মনে হতে পারে যে কৃত্রিম ফুল দিয়ে এটাকে সাজানো হয়েছে।





কিন্তু এই ধারণাটি একদম সত্যি নয়। ঐ যে বললাম ফুল ফুটে প্রকৃতির আপন খেয়ালে। আর মানুষ তার রুচিবোধের প্রকাশ টায় সেগুলোকে

মনের মতো করে সাজিয়ে।





সেরকমই প্রকৃতির খেয়ালের সাথে মানুষের সৌন্দর্যপিয়াসী মনের সমন্বয়ে গড়ে উঠেছে এই বাগানটি। এর ঠিকানা মধ্যপ্রাচ্যের একটি ধনী দেশে, দুবাই এ।





৭২,০০০ বর্গমিটার এলাকাজুড়ে অবস্থিত বাগানটি পৃথিবীর সবচেয়ে বড় ন্যাচারাল ফুলের বাগান। দুবাইবাসীর গর্বের একটি জায়গা নিঃসন্দেহে।





দুবাইল্যান্ডে অবস্থিত এই বাগানটি যে কোন পর্যটকের কাছে অত্যন্ত আকর্ষণীয়। নির্দিষ্ট হারে টিকেটের বিনিময়ে পর্যটকরা ইচ্ছে করলে এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারে।





প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের বেলায় এই বাগানে প্রবেশ করতে হলে খরচ করতে হবে মাথাপিছু ২০ দিরহাম বা ৫.৫০ মার্কিন ডলার।





তবে তিন বছরের কম বয়সী শিশুরা বিনা পয়সায় এই বাগানে প্রবেশ করতে পারে। শিশু আর ফুলের মধ্যকার সম্পর্ক অত্যন্ত কাছাকাছি বলেই হয়তো এই ব্যবস্থা করা হয়েছে।





এই বাগানটিকে বলা হয় মিরাকল অব দ্যা গার্ডেন। সৌন্দর্যপিয়াসী মানুষ মাত্রই যদি একবার এই বাগানে প্রবেশ করার সুযোগ পান তাহলে বুঝতে পারবেন এই ধরনের নামকরণের পেছনের কারণ।





প্রকৃতির অবারিত এই স্যেন্দর্য উদ্যানে যদি কোনদিন প্রবেশ করার সুযোগ পাই, মায়াময় সুন্দরকে কাছ থেকে দেখার সৌভাগ্য যদি কোনদিন হয় তাহলে নিজকে অত্যন্ত ভাগ্যবান মনে করব।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৪

ঢাকাবাসী বলেছেন: পুরোটাই মেশিন দিয়ে ছেটে সুন্দর করা হয়েছে, মানুষের লাগানো গাছই বেশী। প্রকৃতি এখানে খুব পাত্তা পয়না! এটাকে ন্যাচারাল বলা ঠিক হবেনা। ধন্যবাদ।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৪

সুফিয়া বলেছেন: আমি যতটুকু বুঝেছি সেটা হলো এই বাগানের ফুলগুলো আর্টিফিশিয়াল বা কৃত্রিম নয়। তাই এটাকে ন্যাচারাল ফুলের বাগান বলা হয়ে থাকে। ফুল গাছ তো মানুষই লাগাবে, এগুলোর পরিচর্যাও মানুষই করবে। এটা তো খুবই স্বাভাবিক কর্ম প্রক্রিয়া।

ধন্যবাদ আপনাকে।

২| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৫

যেনী বলেছেন: সব ছবি গুলোই অনেক সুন্দর----অনেক ধন্যবাদ সকাল বেলা মনটা ভালো করে দেওয়ার জন্য----

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৫

সুফিয়া বলেছেন: ছবিগুলো দেখে আমার মনটাও এক ধরনের ভাল লাগায় ভরে গিয়েছে।

ধন্যবাদ আপনাকে।

৩| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর ভাল লাগায় ভরপুর পোষ্ট

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৬

সুফিয়া বলেছেন: সুন্দরকে উদার মনে গ্রহণ করতে পেরেছেন আপনার মনের সৌন্দর্যবোধের কারণে। অনেকে তাও কিন্তু পারেনা। যাক সে কথা।

অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৯

মুদ্‌দাকির বলেছেন: কোন ধারনাই ছিলনা !! সুন্দর , কিন্তু এই বাগান ন্যাচারাল বিশ্বাস করলাম না !!!!!

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৭

সুফিয়া বলেছেন: কি করে প্রমাণ দিব বলুন ? আমার তো সুযোগ হয়নি গিয়ে দেখে আসার। ওয়েবসাইটে যেভাবে তথ্য দেয়া আছে তাই আপাতত বিশ্বাস করতে হলো। তবে এ নিয়ে মিথ্যাচার করার কোন কারণও তো দেখছিনা।

ধন্যবাদ আপনাকে।

৫| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৭

আদম_ বলেছেন: মোটেই ভালো লাগলোনা কেন জানি। হয়তো বন্যেরা বনে সুন্দর তাই।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৪

সুফিয়া বলেছেন: হতে পারে। সবার পছন্দ এক হতে হবে এমন তো কোন কথা নেই।

ধন্যবাদ আপনাকে আমার ব্লগে সময় দেয়ার জন্য।

৬| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর পোস্ট।+++

একবার যাইতে মুঞ্চাইতাছে।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৫

সুফিয়া বলেছেন: মন তো আমারও চাইছে একবার স্বচক্ষে দেখে আসতে বাগানটি। কোনদিন সুযোগ হবে কি-না কে জানে।

ধন্যবাদ আপনাকে।

৭| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০১

রাজিব বলেছেন: সাড়ে সাত কোটি ফুল আছে এ বাগানে এবং এর একটিও কৃত্তিম নয়।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৭

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে তথ্যটি দেয়ার জন্য।

সত্যি ভাবতে অবাক লাগে কিভাবে সুবিন্যস্ত আকারে ফুল ফুটিয়ে এমন দৃষ্টিনন্দন একটি বাগান তৈরী করা হয়েছে। উদ্যোক্তাদের রুচিবোধের প্রশংসা না করলেই নয়।

৮| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৫

জাফরুল মবীন বলেছেন: এতো দেখি ফ্লোরাল আইল্যান্ড!!!প্রাকৃতিক ফুল গাছ ও ফুল দিয়ে যে এরকম শৈল্পিক বাগান সৃষ্টি করা সম্ভব তা জানা ছিলো না।অভিনন্দন সেই নাম না জানা স্বপ্ন শিল্পীকে।আর আপনাকে ধন্যবাদ তা শেয়ার করার জন্য।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৯

সুফিয়া বলেছেন: আপনার সাথে আমিও একমত। প্রাকৃতিক ফুল গাছ ও ফুল দিয়ে যে এরকম শৈল্পিক বাগান সৃষ্টি করা সম্ভব তা জানা ছিলো না।অভিনন্দন সেই নাম না জানা স্বপ্ন শিল্পীকে।

আপনাকেও ধন্যবাদ আমার ব্লগে সময় দেয়ার জন্য।

৯| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৩

মুক্তাদীর বলেছেন: যেতে হবে....

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩১

সুফিয়া বলেছেন: আমিও বলি যেতে হবে। কবে যে আবার সুযোগ হবে কে জানে। গতবছর গিয়েছিলাম দুবাই এ। তখন এই বাগানের কথা জানা ছিলনা। জানলে যে কোন উপায়ে দেখে আসতাম।

ধন্যবাদ আপনাকে।

১০| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৫৮

ক্যপ্রিসিয়াস বলেছেন: ভাল লাগল। কবে যে যাব :)

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৩৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

কামনা করি আপনার যাওয়ার আশা পূরণ হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.