![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
দিওনা ফিরিয়ে আমায়
মুখর এই বেলায়
পাখিরা গাইছে, ফুলেরা হাসছে
প্রজাপতি নাচছে দেখো রঙিন ডানায়
তুমি দিওনা ফিরিয়ে আমায়
মুখর এই বেলায়।
সোনালী রোদ মেলছে ডানা
মন হারাতে নেই মানা
বাতাস তাই কানে কানে ডেকে কয়
এই মধুক্ষণে ভালবাসা ছাড়া একা থাকা নয়।
গাঙচিলেরা উড়ছে দেখো সুখের ডানায়।
তুমি দিওনা ফিরিয়ে আমায়
মুখর এই বেলায়।
তোমাকে নিয়ে কাব্য করা
তোমাকে নিয়ে স্বপ্ন দেখা
এ মধু লগনে সব হোকনা অমর
তোমাতে-আমাতে কথার আলাপনে
প্রেমের বৃষ্টি ঝরুক অঝর।
শান্ত নদীতে উঠুক ঢেউ সুখের এই মেলায়
তুমি দিওনা ফিরিয়ে আমায়
মুখর এই বেলায়।
০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই। ভালো থাকবেন।
২| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৭
দৃষ্টিসীমানা বলেছেন: সরল সুন্দর কবিতা ।ভাল থাকুন সব সময় ।
০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন।
৩| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৫
কলমের কালি শেষ বলেছেন: ভালো লেগেছে । দিলাম তাই একটা ভালোলাগা সুন্দর এই বেলায় ।
১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৪
সেলিম আনোয়ার বলেছেন: বাহ চমৎকার কবিতা ।
দিওনা ফিরিয়ে আমায় ।