নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

আমারও একটা স্বর্ণালী-বর্ণালী সময় ছিল।

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৮:১৫

ওগো গোধূলী বেলার পথিক

আমাকে তুচ্ছ ভেবে বিপন্ন সময়ের কাছে রেখে

এভাবে চলে যেওনা তুমি।



শুনে যাও কিছু তো আমার কথা।



সময়ের সাথে টিকে থাকার যুদ্ধে

আজ আমি পিছুহাঁটা সৈনিক। তাতে কি ?



আমারও একটা সুখময় শৈশব ছিল

স্বর্ণালী-বর্ণালী সময়কে আকীর্ণ করে।

প্রজাপতির রঙিন পাখায় আমার স্বপ্নকে

উড়িয়েছি কত ! বুনেছি স্বপ্ন কত !

পলাশ-শিমুলের মাঠে

মোঠেপথের বাঁকে

নীরুদের পুকুর পাড়ে

বরইতলীর হাটে

বাঁশঝাড় কিংবা উঠোন কোণে।



সেই সময়ের সাথে আলাপনে

খুঁনসুটি আর অভিমানে

কত যে ফুটিয়েছি ফুল

কোনদিন যাবেনা ঝরে।



অবাক হচ্ছো তুমি পথিক ?

চলে যাবে ভাবছো এখনও ?

কিন্তু যাবে কি করে ?

আমার বলার যে আরও রয়েছে বাকী !



আমার একটা দূরন্ত কৈশোরও ছিল।

ডানপিটে ছিল সময় যতটা

সে ছিল তার চেয়েও ডানপিটে ততটা।



অন্যের বাগানের ফল চুরি, ফুল চুরি

মাছ ধরা কিংবা পাখির ছানা চুরি

আরও কত কি !

আমার কৈশোর যেখানে, সেখানে

এসবের পদাংক এসেছি একেঁ রেখে।



ওরা আজও কাছে ডাকে মোরে

তাদের স্মৃতিমুখর অবারিত বাতায়নে।



সেই ফুল-ফল-পাখিডাকা মাঠ

সেই পানাপুকুর আর শাপরা ঢাকা পুকুর ঘাট

সেই বন-বাদাড় ঝোপ-ঝাড়

কিংবা গোধূলী বেলার হাট।



সেই রাখালিয়া গান আর

ভাটিয়ালী সুরে হারিয়ে যাওয়া গ্রামান্তর।

এসবই আমার স্বর্ণালী-বর্ণালী জীবনের

সুখ ভরপুর উপচেপড়া সময়ের প্রতিচ্ছবি।



তাহলে বুঝলে তো ফেরারী পথিক তুমি

কিছুতেই নই বিপন্ন আমি।

কিংবা নই কোন জীর্ণ সময়ের প্রতিচ্ছবি।



মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৩৫

রাজিব বলেছেন: আপনার কবিতা পড়ে খুব ভাল লাগলো। শৈশব ও কৈশোরে অনেক অভাব দেখেছি, দারিদ্র দেখেছি কিন্ত সত্যিই সে সময়ের মত নির্মল আনন্দ আর ফিরে আসে না। মাঠে খেলা, স্কুলে পড়া, সন্ধ্যায় টিভি দেখা এসব এখন অনেক মনে পড়ে।

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫২

সুফিয়া বলেছেন: আমাদের ছোটকালে আমাদের বাড়িতে টিভিও ছিলনা। এমনকি এখনও আমাদের গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি। এছাড়া যা যা করেছি তার অনেক কিছুই উঠে এসেছে কবিতায়। তবে পুতুল খেলার কথাটা নেই। এ নিয়ে আমার আলাদা একটি কবিতা আছে।

সত্যি বলতে কি শৈশবের সময়ের মতো মধুময় সময় বোধহয় মানুষের জীবনে আর কখনও আসেনা।

ধন্যবাদ আপনাকে।

২| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৯

তোমোদাচি বলেছেন: অসাধারন!

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৩

সুফিয়া বলেছেন: খুব ভালো লাগল আপনার ভালো লাগা দেখে।

ধন্যবাদ আপনাকে।

৩| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার আপনার স্বর্ণালী বর্ণালী সময় ।

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৬

সুফিয়া বলেছেন: আমার শৈশবের দিনগুলো আমাকে আজও বড় কাঁদায়, খুব করে কাছে ডাকে। বার বার ফিরে যেতে ইচ্ছে করে সেইসব দিনে। তাই তো কথার মালা গেঁথে স্মৃতি হাতরাই সেখানে। অস্থির এই সময়ে যদি সেখান থেকে সামান্য নির্মল সুখের রেণু তুলে আনা যায় !

ধন্যবাদ আপনাকে আনোয়ার ভাই। ভালো থাকবেন।

৪| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৯

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৫| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

আরজু মুন জারিন বলেছেন: আমারও একটা সুখময় শৈশব ছিল
স্বর্ণালী-বর্ণালী সময়কে আকীর্ণ করে।
প্রজাপতির রঙিন পাখায় আমার স্বপ্নকে
উড়িয়েছি কত ! বুনেছি স্বপ্ন কত ! ++++++

আমার শৈশব এর কথা মনে পড়ে গেল। ধন্যবাদ বোন সুফিয়া শৈশব এর বর্ণালী কথায় লেখা কবিতাটির জন্য। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৩৬

সুফিয়া বলেছেন: আপনার জন্যও রইল অনেক অনেক শুভ কামনা। ভালো থাকবেন সতত।
আমাকে উৎসাহিত করার জন্য আরও একবার ধন্যবাদ।

৬| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:০০

স্বপ্নছোঁয়া বলেছেন: শৈশবের স্মৃতি কম বেশী সবাইকে কাঁদিয়ে যায়, ফল চুরির মজার ব্যাপারটা আমার কখনো করা হয়নি আমার দাদু বাড়িতে সব ফলের গাছ ছিল তারা নেই সেই ফলের গাছগুলো ও আর সেভাবে নেই ....
ভালো লাগলো আপনার স্বর্ণালী বর্নালী সময়|

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৪২

সুফিয়া বলেছেন: তখন যখন এসব দস্যিপনা করে আব্বা-আম্মার কাছে বকা খেতাম, ক্ষণিকের জন্য মনে হতো খুব বড় অপরাধ করে ফেলেছি। কিন্তু পরক্ষণে সেটা ভুলে িগয়ে নতুন কিছু করার ফন্দি করতাম। অথচ আজ মনে হয় এগুলো করে নির্মল সুখের বীজ বপন করে এসেছি শৈশবে, যেখান থেকে মুঠি মুঠি সুখ কুড়িয়ে যাব আমৃত্যু।

ধন্যবাদ আপনাকে আমার সাথে থাকার জন্য।

৭| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৯

চড়ুই বলেছেন: চমৎকা। 8-| 8-|

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৪৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.