নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

আসছে ঈদকে স্মরণীয় করে রাখতে কেউ কি উদ্যোগ নিবেন ?

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৮:০৭

ঈদ আসছে। আর ক'দিন পরেই ঈদের তোড়জোড় শুরু হয়ে যাবে ঘরে ঘরে। অবশ্য মার্কেটের দিকে তাকালে বুঝা যায় ঈদ এসেই গেছে।



বাঙালীর প্রাণের এই উৎসবের সাথে আমাদের সকলেরই ছোটবেলার অনেক মধুর স্মৃতি জড়িয়ে আছে।



আমরা যারা এই ব্লগে নিয়মিত লেখালেখি করি তারা ইচ্ছে করলেই যার যার ছোটবেলাকার ঈদের মধুর স্মৃতিচারণ নিয়ে লিখতে পারি ঈদকে সামনে রেখে।



এই ব্লগে অনেক সম্মানিত ব্লগার আছেন যারা মাঝে মধ্যেই বিভিন্ন বিষয়ে সংকলন বের করার উদ্যোগ নেন।



তেমনি ঈদকে সামনে রেখে ছোটবেলাকার ঈদ নিয়ে একটি সংকলন করার উদ্যোগ কি কেউ নিবেন ?



সংকলনটির নাম হতে পারে "শৈশবের ঈদ। "



আমি আশা করছি অনেক সুন্দর সুন্দর মধুর স্মৃতিচারণ বেরিয়ে আসবে এসব লেখার মধ্য দিয়ে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫০

তোমোদাচি বলেছেন: ভাল প্রস্তাব

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৩৬

সুফিয়া বলেছেন: জ্বি। দেখি কেউ সাড়া দেয় কি-না এই প্রস্তাবে। আপনিও অংশ ৯গ্রহণ করবেন আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

২| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৬

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: শৈশবের ঈদ নিয়ে অনেক কিছুই মনে পড়ে গেলো, আমারতো এখনি লিখতে ইচ্ছে করছে।

হুম মন্দ হয়না এমন হলে,দেখি লেখা যায় কিনা

ধন্যবাদ

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৪০

সুফিয়া বলেছেন: ঈদের মূল আনন্দ উপভোগ করে শিশরা। শৈশবকালে আমরা ঈদের যে আনন্দ উপভোগ করে এসেছি তা এখন পাচ্ছি না। আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে সেই আনন্দ আমরা চেয়ে চেয়ে দেখি। স্মৃতিচারণের মাধ্যমে আমরা আমাদের শৈশবের ঈদকে তুলে আনতে পারব। এজন্যই প্রচেষ্টা নেয়ার অনুরোধ করছি।

ধন্যবাদ আপনাকে।

৩| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০২

আমিনুর রহমান বলেছেন:




দারুন আইডিয়া ! ভালোই হয় ...

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৪১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই। তাহলে আপনিও একটা লেখা তৈরী করছেন আশা করি।

ধন্যবাদ আপনাকে।

৪| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: নাইস আইডিয়া সুফিয়া...
অপেক্ষায় রইলাম সেধরনের কিছুর...

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৪২

সুফিয়া বলেছেন: আপনাকেও সাথে পাব বলে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

৫| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২০

জাফরুল মবীন বলেছেন: দারুণ আইডিয়া।আমি আপনাকেই অনুরোধ করছি ঈদ গল্পের সংকলনটি করার জন্য।প্রয়োজনে আমরা সবাই আপনাকে হেল্প করব।

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৪৭

সুফিয়া বলেছেন: আপনার প্রস্তাবের জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আমি এই বিষয়ে একেবারেই আনাড়ি। লেখা একটা তৈরী করব সেটা বলতে পারি। কিন্তু সংকলনের কাজটা করতে পারবনা। তাই আমি বরং আপনাকে অনুরোধ করছি। আমরা যারা এ বিষয়ে লেখা পোষ্ট দিবে সেই লেখাগুলো নিয়ে আপনি সংকলনের কাজটা করুন না প্লিজ।

এজন্য একটা সুবিধামতো সময় বেধে দিন লেখা পোষ্ট দেয়ার জন্য। না হয় কিছু লেখা আপনার নজরের বাইরে চলে যেতে পারে।

ধন্যবাদ জাফরুল ভাই আপনাকে।

৬| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৪

জাফরুল মবীন বলেছেন: আপা আপনার দেওয়া দায়িত্ব মাথা পেতে নিলাম।গল্প পাঠান এবং দোয়া করবেন।“সামুর ব্লগারদের শৈশবের ঈদ” সংকলনে আপনার লেখা পাঠান

১৮ ই জুলাই, ২০১৪ সকাল ৮:২৭

সুফিয়া বলেছেন: উফ ! সকালবেলা মনটা ভালো লাগায় ভরে েগল। আমার প্রস্তাবটা গ্রহণ করে আমাকে অনেক সম্মানিত করেছেন মবীন ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার পাশে আছি। আর সকল ব্লগার বন্ধুদের অনেুরোধ করছি এিগয়ে আসতে। এজন্য কাউকে সাহিত্যিক কিংবা লেখক হবার দরকার নেই। আপনি কিভাবে শেশবের ঈদ উদযাপন করতেন সে নিয়ে মধুর কোন স্মৃতি নিজের মতো করে লিখে ফেললেই হবে।

৭| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৭

আবু শাকিল বলেছেন: চমৎকার উদ্যেগ ।

২০ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৩৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। উদ্যোগটা সফল হতে পারে আপনারা সবাই অংশগ্রহণ করলে। কাজেই আপনাদের কাছ থেকে লেখা আহবান করছি।

মবীন ভাই তার ইতোমধ্যে নোটিশ দিয়েছে কিভাবে লেখা দিতে হবে। খেয়াল করেছেন আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.