নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

আসুন, এই বর্ষায় আমরা একটি করে হলেও গাছ লাগাই-- ঘরে অথবা বাইরে। একটি ছবি ব্লগ।

২০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:০৮





























































ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০৪

আলম 1 বলেছেন: চমৎকার উদ্যোগ।

২১ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৫৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৩

সোহানী বলেছেন: গাছতো লাগাই বাট এত্তো যত্ব আত্বি করার পরও বাচাঁতে পারি না। গতকাল ও দু'টো ক্যাকটাস মারা গেল..... খুবই দু:খে আছি।

২১ শে জুলাই, ২০১৪ সকাল ৮:০১

সুফিয়া বলেছেন: আপনার বেলায় কেন এমন হচ্ছে সে তো বুঝলাম না। আমিও তো আমার নয় তলার ফ্ল্যাটের বারান্দায় ছিমছাম একটা বাগান করেছি। ক্যাকটাস আমারও ভীষণ পছন্দের। তাই আমার ছোট্ট বাগানে ৫ ধরনের ক্যাকটাস লািগয়েছে। বেশ তো ভালই আছে। একটা ক্যাকটাস গাছে ফুলও ফুটেছিল কিছুদিন হলো। তখন বাগানের ছবিসহ ফেইসবুকে ষ্ট্যাটাস দিয়েছিলাম। অনেকেই তো পছন্দ করল আমার বাগানটা।

আপনি আশা হারাবেন না। এক সময় দেখবেন সব ঠিক হয়ে েগছে। তখন আনন্দে আপনার মনটা ভরে যাবে।

৩| ২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৭

বোকামানুষ বলেছেন: দারুন লাগলো ছবিগুলো সেই সাথে আপনার আহ্বান তাও

২১ শে জুলাই, ২০১৪ সকাল ৮:০২

সুফিয়া বলেছেন: আমি জানি গাছ লাগাতে বা বাগান করতে অনেকের ভালো লােগ। তাদেরকে একটু মনে করিয়ে দেয়া আর কি !

ধন্যবাদ আপনাকে।

৪| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৭

জাফরুল মবীন বলেছেন: আপা আপনিতো দারুণ সব প্রস্তাবনা পোষ্ট দেন।খুব ভালো লাগল অাপনার আহবান।আপনার এক আহবানের কাজে কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছি।আশা করি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারব ইনশাল্লাহ।

আপনার গল্প দিয়েই পর্ব শুরু করা হবে।লেখা হলেই গল্পটা পাঠিয়ে দিয়েন প্লিজ।

২১ শে জুলাই, ২০১৪ সকাল ৮:০৫

সুফিয়া বলেছেন: আমি তো এজন্য নিজকে সুখী মনে করছি যে আমার আহবানে আপনি সুন্দর একটা কাজ করছেন। লেখা তৈরী হয়ে েগছে। দেখি আজ পাঠিয়ে দিব।

আগাম ধন্যবাদ আপনাকে সংকলনের কাজের জন্য। আমার বিশ্বাস আপনার এই মহৎ প্রচেষ্টা সর্বোতভাবে সফল হবে।

৫| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪

নীল জোসনা বলেছেন: সুন্দর ।
গাছ তো লাগিয়েছি আপা । ভালো থাকবেন ।

২১ শে জুলাই, ২০১৪ সকাল ৮:০৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। দেখি আমার বারান্দার ছিমছাম বাগানটির ছবি তুলে একটি পোস্ট দিতে পারি কি-না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.