![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
তুমি একদিন সূর্যোদয় হয়ো
আমি আকাশ হয়ে সাজব তোমার অভিসারে।
ভোরের পৃথিবীকে জাগাব আমরা দু'জনে।
পাখিদের বলব সুরের লহরীতে জাগিয়ে তুলতে চারপাশ,
পাহাড়-নদী-সাগর-মাঠ
গাছ-গাছালী, শস্যক্ষেত-ফুলতলীর হাট।
বাতাসকে বলব নির্মলতার ছোঁয়া দিয়ে
পবিত্র করে তুলতে সব।
তুমি কাঁচা সোনালী রং ছড়িয়ে দিবে এদের গায়ে।
ওরা মনের আনন্দে হাসবে-খেলবে-নাচবে
আর আমি !
আমার মোহিনী রূপে আলোকিত করে তুলব সব।
তুমি একদিনে সূর্যাস্তের পাটে বসো
তাকিয়ো আমার দিকে।
দেখবে অনুরাগের গভীর রংএ রঙিন হয়ে
আমি কিভাবে এক হয়ে গেছি
গোধূলী বেলার লাল আভার সাথে।
ঘরে ফেরা পাখির দল উড়ে যাবে নীড়ে
ধূলি উড়ানো মেঠোপথে রাখাল ফিরবে ঘরে।
পেঁচার ডাকে কেঁপে কেঁপে উঠা বাঁশঝাড়ে সন্ধ্যা নামবে
প্রত্যাশিত অতিথির মতো।
আর আমি !
নোলক নাকে ঘোমটা টেনে
পুকুর ঘাটে যাব কলসী কাঁখে।
আমার রঙে রাঙাব সন্ধ্যার গন্ধমাখা
দূরান্তের অতিথিকে।
২৩ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩১
সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন সতত।
২| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৫
লেখোয়াড় বলেছেন:
বাহারি কবিতা।
ভাল লাগল আবেগে ভিজতে।
ভাল থাকুন।
২৩ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনিও ভাল থাকবেন।
৩| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ২:৪০
জাফরুল মবীন বলেছেন: +++
২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ মবীন ভাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর +++++++