![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
চলনা, ফুল কুড়োতে যাব।
আমি আজ ফুল কুড়োনি মেয়ে
কে কে তোরা যাবি আয় রাঙাবালি গাঁয়ে।
সেই শিউলী তলার হাসি, আর
বকুল তলার বাঁশী।
সবই আজ তেমনি আছে
হয়নি কিছু বাসি।
তোরা কে কে যাবি চল।
নাকের নোলক, পায়ের নুপুর
সঙ্গে নিয়ে চল।
দাদীর গল্পের সেই ব্যাঙামা ব্যাঙামি
তাদেরও নিয়ে চল।
আমরা হবো চাঁদের কোলে ঘুম পাড়ানি মেয়ে
ভোরের আলোয় জাগব মোরা পাখির সুরে গেয়ে।
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ কুমারীর হাসি
শিশিরভেজা ঘাসের বুকে মুক্তো দানার রাশি।
সবকিছু সেই তেমনি আছে হয়নিকো ভাসি।
চলনা দেখে আসি।
গাঁয়ের কোলে মেঠোপথে চপলা সেই মেয়ে
কে সে ? চলনা দেখি গিয়ে।
সময় না হয় হারিয়ে গেছে
মন হারায়নি আজও।
তাই তো বলি, চলনা
ফুল কুড়োতে যাব।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০০
সুফিয়া বলেছেন: চন্দ্রবিন্দু ব্যবহার না করার একটা কারণ আছে। আমার বাসার ল্যাপটপের ঐ কী'টা এবং গ লেখার কী'টা কাজ করেনা। তাই ওরকম করা ছাড়া উপায় থাকেনা। এমনটা বেশ ক'দিন ধরে হচ্ছে। আমি অফিসে কাজের কোন এক ফাঁকে এডিট করে দেই। আজও তাই করলাম।
ধন্যবাদ আপনাকে। চলুন শেওড়া গাছের ভূতের সন্ধান করে আসি।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭
সরদার হারুন বলেছেন:
আতি ভাল হছে তবে "ভাসি" শব্ধ দ্বারা কি বোঝান হয়েছে ?
ভাসি না বাসি হবে ? বাসি অর্থাৎ পুরাতন।
সবই তেমনি আছে কিছুই পুরান হয়নি। এ কথা বোঝাতে বাসি হতে পারে।
ধন্যবাদ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩
সুফিয়া বলেছেন: আপনার উপলব্ধিটাই ঠিক। এখানে পুরাতন অর্থে শব্দটা ব্যবহার করা হয়েছে। তবে বানানটা ভুল করেছিলাম। ঠিক করে দিয়েছি। ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫১
নুরএমডিচৌধূরী বলেছেন: সব মিলে ভাল হয়েছে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩
কলমের কালি শেষ বলেছেন: চলনা, ফুল কুড়োতে যাব।... চলো যাই । না থাক প্রেম হয়ে যেতে পারে । তোমরাই যাও !!!..
কবিতায় ভালোলাগা রইল ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫১
সুফিয়া বলেছেন: ফুল কুড়োনোর প্রেম তো ঐ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। ক্ষতি কি না হয় --------।
অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬
নুর ইসলাম রফিক বলেছেন: সত্যি আমায় সঙ্গে নেবে...............
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৩
সুফিয়া বলেছেন: আমন্ত্রণ তো সবাইকেই জানিয়েছি।
ধন্যবাদ।
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৪
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপনারা একটু ভাল লাগা জানালে আমি কবিতা লিখতে সাহস পাই। নতুবা আমার কবিতা তো ----।
ধন্যবাদ আপনাকে।
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩
অন্ধবিন্দু বলেছেন:
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ কুমারীর হাসি, ভালো লাগলো।
শুভ কামনা, সুফিয়া।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪২
সুফিয়া বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইল। ভাল থাকবেন।
ধন্যবাদ।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: বাহ ।বেশ বেশ ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ইদানীং খুব একটা পাচ্ছিনা আপনা কেন?
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুব সুন্দর লিখেছো আপুনি !! খুব সুন্দর
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
সুফিয়া বলেছেন: খুব খুশী হলাম তোমার ভাল লাগা দেখে। এরকম ভাল লাগায় সব সময় তোমার মনটা ভরে থাকুক।
ধন্যবাদ।
১০| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪২
লিরিকস বলেছেন: সুন্দর খুব।
০৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা জানবেন। ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩২
ভিটামিন সি বলেছেন: আমিও আপনার সাথে যবো। তবে প্রয়োজনীয় স্থানে চন্দ্রবিন্দু ব্যবহার না করায় আপনাকে শেঁওঁড়াঁ গাছের ভুতে ধরবে।