![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৯
সুফিয়া বলেছেন: কি ব্যাপার ? শুরুতেই আমার পরীক্ষা নেয়া শুরু করলেন যে ? নিতান্তই শখের বশে এবং আনন্দ পাবার জন্য আমি ব্লগ এ সময় দেই, বন্ধুদের সাথে মত বিনিময় করি। কোন পরীক্ষা দেবার জন্য নয়।
ধন্যবাদ আপনাকে আমার ব্লগ এ সময় দেয়ার জন্য এবং দুঃখিত এজন্য যে আপনার অফার করা পরীক্ষায় আমি অংশ নেয়ার প্রয়োজন বোধ করলাম না।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১১
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১১
সুফিয়া বলেছেন: আসলেই শামুকগুলো দেখতে সুন্দর। তাই অসাধারণ লাগছে। যদিও শামুকের নড়াচড়া দেখলে আমার শরীর রী রী করতে থাকে।
ধন্যবাদ আপনাকে।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৭
নুর ইসলাম রফিক বলেছেন:
ভাই আমায় তো আপনি কনফিউশনে ফেলে দিলেন।
ফুল নাকি শামুক বেশী সুন্দর আপনিই বলে দেন?
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৬
সুফিয়া বলেছেন: কেন প্রশ্নটা করলেন ঠিক বুঝলাম না ? তবু আমার ধারণা ফুলের জগতে ফুল যেমন সুন্দর, শামুকও তার নিজস্ব জগতে তেমনি সুন্দর। তার প্রমাণ আজকের এই পোস্ট। ভিন্নমাত্রিক দুই সুন্দরের জগতকে এক করে না দেখলেই আপনার কনফিউশান দূর হয়ে যাবে।
ধন্যবাদ আপনাকে।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২
মদন বলেছেন: পুরাই মাথা নষ্ট
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৯
সুফিয়া বলেছেন: মাথা নষ্ট কইরেন না ভাই। সুন্দরকে দিখার জন্যই আল্লাহ তায়ালা আমাদেরকে দুটো চোখ দিয়েছেন। সেগুলোকে কাজে লাগান।
ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
কলমের কালি শেষ বলেছেন: কতরকমের শামুকরে !!! শামুক রাজ্য । ভাল লাগলো ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২১
সুফিয়া বলেছেন: শামুকের এই রাজ্যটা আমারও ভাল লেেগছে। তাই তো ভাবলাম আমার ভাল লাগাকে আপনাদের সাথে শেয়ার করি। এখন দেখছি কাজটা ভলই করেছি।
ধন্যবাদ আপনাকে।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার তো শরীর লিক লিক করে উঠলো জোঁকের মতো অংশটা দেখে!
বিচিত্র শামুক।
সুন্দর সংগ্রহ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৪
সুফিয়া বলেছেন: শামুকের ঐ অংশটা দেখলে আপনার মতো অবস্থা আমারও হয়। তারপরও বলব শামুকগুলো রং এর বৈচিত্রে সত্যিই অপরূপ।
ধন্যবাদ।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট । ভাল লাগলো ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই। ভাল থাকবেন।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
সাফকাত আজিজ বলেছেন: চমত্কার !
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৬
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
ওয়্যারউলফ বলেছেন: এই প্রথম জানলাম এত সুন্দর শামুক আছে।মাথা খারাপ করার মত।গাঁ-গেরামের মানুষ আমি কিন্তু এই অপরূপ শামুক কোনদিন দেখিনি।অনেক অনেক ভাল লাগলো।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৮
সুফিয়া বলেছেন: আমারও আপনার মতই অবস্থা। ছোটকালে গ্রামে অনেক ধরনের ছোট-বড় শামুক দেখেছি। কিন্তু শামুকের এমন রূপের রাজ্য হতে পারে কোনদিন ভাবিনি। আমিও এই প্রথম দেখলাম।
ধন্যবাদ আপনাকে।
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভেবেছিলাম আপনি জানেন তাই জানতে চেয়েছিলাম। আপনার পোস্ট দেখে আমি খুব আগ্রহী হয়েছিলাম এবং খুঁজাখুঁজি করে লিংক বার করেছিলাম।
আমি আসলে পরীক্ষা নেওয়ার জন্য মন্তব্য করিনি। সত্যি জানতে চেয়েছিলাম।
যাক, আপনাকে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৮
সুফিয়া বলেছেন: আমি জানিনা আপনি সেটাই বা ভাবলেন কেন ? এখানে শামুক নিয়ে একটা পোস্ট দেয়া হয়েছে। শামুকের ইংরেজী snail সেটা ঠিক আছে।
কিন্তু এ প্রসংেগ আপনি slug শব্দের অর্থ জানতে চাচ্ছেন কেন ? অভিধান তো বলে slug মানে Hit বা Strike । এখন কি আপনি বলবেন যে এই দুটো শব্দের অর্থও আমি জানিনা।
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি নিশ্চয় আমাকে ভুল বুঝছেন।
আমি যে লিংক দিয়েছি ওখানে গেলে আপনি দেখতে পারেব দুইটা আলাদা। আমি নাম জানতে চেয়েছিলাম।
ভেবেছিলাম আপনি হয়তো জানেন।
অভিধানে নেই। আমি আসলে ভুল করেছি। আপনাকে বিরক্ত করে থাকলে ক্ষমা করবেন।
আমি শব্দের অর্থ জানার জানতে চাইনি, নাম জানতে চেয়েছিলাম
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৩
সুফিয়া বলেছেন: ওকে। সব ভুল বুঝাবুঝির এখানেই শেষ হোক।
ধন্যবাদ। ভাল থাকবেন।
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৯
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: চমৎকার!!! প্লাস!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৪
সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরে রং য়ের কি বাহার!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আরেকটা জিনিষ ভাবছীলাম দেখতে দেখতে...
প্রকৃতির কি খেয়াল-- অমন নরম দেহটাকে বাঁচাতে কি কঠিন প্রোটেকশনের আয়োজন!!!!!!
জীব বৈচিত্র আসলেই বৈচিত্রময়!!!
দণ্যবাদ অনেক অজানা সৌন্দর্য্য দেখানোয় রিরি করা অংশটা বাদ দিয়ে
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৮
সুফিয়া বলেছেন: আপনার সাথে আমি একমত। আল্লাহ তায়ালা তার সৃষ্ট জীবের মধ্যে কত যে বৈচিত্র দিয়েছেন এবং সেগুলোর সুরক্ষার ব্যবস্থা করেছেন তা তিনিই ভাল জানেন।
আপনার মত ঐ অংশটা দেখলে আমারও শরীর রী রী করে। তারপরও সুন্দরের প্রশংসা না করে পারা যায়না।
ধন্যবাদ আপনাকে।
১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫০
নয়ন জামান বলেছেন: আল্লাহ তায়লা তার সৃষ্টির মধ্যে কি নিপুন কারিগরি করে রেখে দিয়েছেন।আল্লাহু আকবার.....
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২১
সুফিয়া বলেছেন: আল্লাহ তায়ালার বৈচিত্রময় সৃষ্টির এটা আর একটা নমুনা।
ধন্যবাদ আপনাকে।
১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৪
সন্ধ্যা প্রদীপ বলেছেন: আপু দয়া করে ভুল বুঝবেন না।
আমার জানা মতে স্লাগ শামুকের মতই একটা প্রানী যার খোলস নেই।অর্থাত দেখতে খোলস ছাড়ানো শামুকের মত।এই জন্যেই মাঝে মাঝে এটাকে স্নেইল এর সমার্থক হিসাবে ব্যবহার করা হয়।
আপনার শামুকের কালেকশন সত্যিই সুন্দর।ধন্যবাদ শেয়ার করার জন্য।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৬
সুফিয়া বলেছেন: ভুল বুঝার কিছু নেই। আমি উইকিপিডিয়ায় যেখান থেকে এই ছবিগুলো নিয়েছি সেখানে স্নেইল বা শামুক বিষয়ে পড়তে িগয়ে স্লাগ শব্দটা দেখেছি। তারপর কম্পিউটারে এর প্রতিশব্দ হিসেবে পেয়েছি হিট, স্ট্রাইক এরকম আরও একটা শব্দ, এখন মনে নেই।
আপনার ব্যাখ্যাটাও মনে রাখলাম। কিন্তু সমার্থক হিসেবে ব্যবহার করা হয় কি-না এ ব্যাপারে আমি দ্বিধান্বিত।
অনেক ধন্যবাদ আপনাকে।
১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এযে দেখছি শামুকের রাজত্ব -- অসাধারন
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯
সুফিয়া বলেছেন: একেবারে ঠিক বলেছেন। নিজে তো ঢুকলামই শামুকের রাজত্বে আপনাদেরকেও সুযোগ করে দিলাম দেখার। এখন দেখছি এই রাজত্বে এসে সবাই ভাল লাগা জানাচ্ছি। আর তা দেখে আমার কি আর ভাল না লেগে থাকতে পারে ?
ধন্যবাদ আপনাকে।
১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার শামুকীয় পোষ্ট।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০
সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য।
১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫
সোহানী বলেছেন: আরে শামুক যে এতো কালারফুল হয় তাতো জানতাম না।
ছোট বেলায় আব্বুর অফিসে ফরেন ভিজিটর এলে শামুক নিয়ে যেতো ঝুড়ি ভরে। একবার আম্মু কৈাতুহল হয়ে জিঙ্গেস করলো তোমরা কিভাবে শামুক খাও? ওরা উত্তর দিল, ভীতরের অংশটুকু বের করে হালকা স্টিম করে বা না করে দেন সস বা পিপার মিক্স দিয়ে খেয়ে ফেলি। তারপর যা হলো শামুক দেখলেই মনে পড়ে কেউ সস দিয়ে গিলে খাচ্ছে.... হাহাহাহাহা
পোস্টে অবশ্যই প্লাস+++++।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২
সুফিয়া বলেছেন: আপনার মতো এমন অভিজ্ঞতা আমার নেই। তবে বিদেশীরা শামুক খায় সেটা জানি। ছোটকালে ছোটবড় অনেক শামুক আমিও দেখেছি। পুকুরে কিংবা নদীতে জাল দিয়ে ছোট মাছ ধরতে গেলে মাছের সাথে উঠে আসত। কিন্তু তখন ঘুণাক্ষরেও মনে হয়নি যে এমন সুন্দর রং হতে পারে শামুকের।
ধন্যবাদ আপনাকে।
১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১২
বাংলাদেশী দালাল বলেছেন: এসব কি? এত সুন্দর শামুক হয় নাকি?
+++++++++++++++++
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩
সুফিয়া বলেছেন: অবাক হয়েছেন দেখে। যাতে অবিশ্বাস না করেন সেজন্যই তো শামুকের বাহারী রং এর রাজত্বটাই তুলে এনেছি।
ধন্যবাদ আপনাকে।
২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৯
সায়েদা সোহেলী বলেছেন: আমার শামুক দেখে সবসময় মনে হয় ওর সাথে আমার অনেক মিল! ! খুব ধিরে ধিরে মাটির সাথে মিশে এগোনো , হুট করে নিজের অস্তিত্ব কে খোলসের মাঝে লুকিয়ে ফেলা! !
এত সুন্দর সুন্দর রং বেরং এর শামুক দেখে মনে হচ্ছে না দেখায় কোন মিল ই নেই আমাদের !!
শামুক পোস্ট এ ++++
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০০
সুফিয়া বলেছেন: বেশ মজার কথা বললেন তো ! এই প্রথম শুনলাম কোন মানুষ নিজের সাথে শামুকের মিল খুজে পায়। অবশ্য প্রয়াত হুমায়ুন আহমেদ এর সৃষ্ট কোন চরিত্রের বেলায় এমনটা অসম্ভব বলে মনে হতনা। তবে শামুকের সাথে আর একটা জীবের আমি মিল পেয়েছি। সেটা হলো কচ্ছপ। আর মিলটা হলো গতির দিক থেকে।
অনেক ধন্যবাদ সোহেলী। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: Snail
Slug
Slug এর বাংলা কী?