![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
এই ব্লগেই প্রথম খবরটা জেনেছিলাম যে প্রথম আলো ব্লগ বন্ধ হয়ে যাচ্ছে। পুরো খবরটা পড়ে যতটুকু না বিস্মিত হয়েছিলাম তার চেয়ে বেশী আহত হয়েছিলাম আমি। কারণ আমার মনে একটা আশংকা দেখা দিয়েছিল। আমার মনে প্রশ্ন জেগেছিল যে, প্রথম আলো ব্লগ বন্ধ হয়ে যাওয়া মানে সেটা অন্য বাংলা ব্লগগুলোর জন্য অশনি সংকেত নয় তো ? সাথে সাথে প্রথম আলো ব্লগে যারা নিয়মিত ব্লগিং করছেন তাদের সেই মুহূর্তের মানসিক অবস্থা আমার মনকে নাড়িয়ে দিয়েছিল। সেই থেকে একটা ভয় বা আশংকা আমার মনে চেপে বসে আছে। এই বুঝি সামু ব্লগও বন্ধ হয়ে যাবার নোটিশ জারি করে বসল ! শুধু সামু নয়, অন্যান্য বাংলা ব্লগগুলোকে নিয়েও একই আশংকা মনের ভিতর কাজ করছে। যদি এই সমস্ত ব্লগ কখনও এমন সিদ্ধান্তের আওতায় পড়ে তাহলে কি হবে আমাদের ? অর্থাৎ আমরা যারা আনন্দদায়ক ব্লগিং এর জন্য সব সময় উন্মুখ হয়ে থাকি তারা কি সহজে মেনে নিতে পারব এমন কোন সিদ্ধান্ত ?
আমি অবশ্য সামু ছাড়া অন্য কোন ব্লগে সময় দিতে পারিনা। সামু আর ফেসবুক - এই দুটি গণ যোগাযোগ ফ্ল্যাটফরম যেন আমার অতি প্রিয় অঙ্গন, যেখানে নিজের মতো করে আনন্দে সময় কাটানো যায়। প্রথম আলো ব্লগ কেন বন্ধ হয়ে যাবার মতো পর্যায়ে এসে দাঁড়িয়েছে সে বিষয়ে বেশ কিছু তথ্যপূর্ণ লেখা ছিল ঐ পোস্টে। জানিনা আজ পর্যন্ত এই খবর বাস্তবায়নের কাজ কতদূর এগিয়েছে। আমরা জানি, যে কোন ব্লগে সেই ব্লগের সদস্যদের জন্য অবশ্য পালনীয় কিছু শর্তাবলী থাকে, যেগুলোর ব্যাত্যয় ঘটালে কর্তৃপক্ষ বা মডারেটরগণ সংশ্লিষ্ট ব্লগারকে যেমন শাস্তির মুখোমুখি করতে পারেন, তেমনি আমার মনে হয় তাদের নিজেদরকেও একারণে জবাবদিহিতার সম্মুখীন হতে হয় কারও না কারও কাছে। এটা খুবই স্বাভাবিক যে একটি ব্লগে বিভিন্ন মতাদর্শের ও রুচিবোধের সদস্য থাকবেন। তাদের কেউ উগ্র রাজনৈতিক পন্থী, কেউ বা এমন সব আপত্তিকর পোস্ট দেন যা সাধারণের রুচিবোধকে আঘাত করে, কেউ বা নিজের লেখা বা মন্তব্যের মাধ্যমে সরসারি অন্যকে আক্রমণ করতে মরিয়া হয়ে উঠেন। এমন অবস্থায় কোন কোন ক্ষেত্রে সম্মানিত মডারেটরদের কঠোর না হয়ে উপায় থাকেনা। আমি সামুতে ব্লগিং করছি বিগত চার বছরেরও অধিক সময় ধরে। এই সময়ের মধ্যে অনেক ব্লগারকে ব্লগ ছেড়ে চলে যেতে দেখেছি। চলে যাবার কারণ হিসেবে অনেকে বলেও গেছেন যে এখানে নোংরা রাজনীতি চলে কিংবা সুস্থ পরিবেশ নেই ইত্যাদি, ইত্যাদি।
কিন্তু কেন ? দেশের সর্ববৃহৎ এই বাংলা ব্লগটি কেন হারাবে তার মৌলিক ঐতিহ্য ? কেন এখানে সুস্থ পরিবেশের অভাবে ফ্ল্যাটফরম ছেড়ে চলে যাবেন অভিমানী ব্লগাররা ? এই দায় কি শুধু সামু কর্তৃপক্ষের ? আমি মনে করি, না। সামু কর্তৃপক্ষের একার দায় নয় এটা। আমাদের অতি প্রিয় এই অঙ্গনে সুস্থ ও আনন্দদায়ক ব্লগিং এর পরিবেশ বজায় রাখার দায়িত্ব ব্লগারদের উপরও বর্তায়। চিন্তার খুব একটা গভীরে যাবার দরকার নেই, একটু মনযোগী হলেই আমরা বুঝতে পারব যে আমাদের চিন্তা-চেতনা, বৈচিত্রমুখী প্রতিভা ও সাহিত্যিক রচনাগুলো দ্রুত প্রকাশ ও এগুলোর ভাল-মন্দ দিক নিয়ে মত বিনিময়ের জন্য সামু কিংবা অন্যান্য বাংলা ব্লগগুলো একটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাটফরম। আমাদের যে কোন লেখা প্রকাশের জন্য দেশে অনেক প্রিন্ট মিডিয়া রয়েছে সেগুলোকে আমি কোনমতেই গুরুত্বহীন হিসেবে দেখছিনা। কিন্তু এখানে একটা বিষয় ভাবার আছে বলে আমি মনে করছি। যত ভাল লেখাই হোক না কেন, আমাদের অনেককেই সেগুলো যে কোন পত্রিকায় প্রকাশের জন্য পাঠিয়ে দিয়ে অপেক্ষা করতে হয় দিনের পর দিন কিংবা মাসের পর মাস। এক সময় ধৈর্যহারা হয়ে হাল ছেড়ে দিতে হয়। আর ছাপা যদিও হয়, এগুলোর ফিডব্যাক বা ভাল-মন্দ দিক নিয়ে পাঠক প্রতিক্রিয়া জানার সুযোগ তো সুদূর পরাহত বললেই চলে।
এর পাশাপাশি দাঁড় করিয়ে যে কোন বাংলা ব্লগকে তুলনা করা চলে মঞ্চ নাটকের সাথে। আমরা প্রায়ই অভিনেতা-অভিনেত্রীদের মুখে শুনে থাকি যে তাদের প্রিয় ফ্ল্যাটফরম হচ্ছে মঞ্চ। কারণ একটাই। সরাসরি দর্শক প্রতিক্রিয়া জানা যায় মঞ্চে অভিনয়ের মাধ্যমে। ব্লগের অন্য বন্ধুদের কথা জানিনা। আমি কিন্তু ব্লগকে আমার জন্য একটি নাট্যমঞ্চ বলেই মনে করি। কারণ সেই একই। যে কোন একটা পোস্ট দেয়ার কিছুক্ষণের মধ্যেই ব্লগার পাঠকদের প্রতিক্রিয়া জানার সুযোগ হয় এখানে। এবং সাথে সাথে এর বিপরীতে আমার প্রতিক্রিয়াও প্রকাশ করার সুযোগ ঘটে। যারা নিয়মিত সামুতে স্বচ্ছতার সাথে ব্লগিং করছেন তারা এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপভোগ্য দিকটার কথা নিশ্চয়ই স্বীকার করবেন।
শুধু কি তাই ? বাংলা ভাষায় ব্লগিং করার এই যে ফ্ল্যাটফরম সামু বা অন্য যে কোন বাংলা ব্লগ--- এগুলো বিশ্বব্যাপী আমাদের মাতৃভাষা বাংলার প্রচার ও প্রসারে যে ব্যাপক ভূমিকা রাখছে সেদিকটাকে খাটো করে দেখার কোন উপায় নেই। তাই আজ যদি গুটিকতক ব্লগারদের আপত্তিকর ভূমিকার কারণে কোন বাংলা ব্লগ বন্ধ হয়ে যাবার উপক্রম হয়, সেটা হবে অত্যন্ত দুঃখজনক। আমরা যারা ব্লগিং এর শর্তাবলী মনে রেখে এখানে সব সময় স্বচ্ছতা ও রুচিবোধ বজায় রাখার চেষ্টা করি তারা কেন হার মানব গুটিকতক ব্লগারের কাছে, যারা তাদের ভূমিকার মাধ্যমে বাংলা ব্লগকে প্রশ্নবিদ্ধ করছে ? আমরা কেন চেষ্টা করবনা আমাদের মেধা, উদ্যম ও মননশীলতার দ্বারা ব্লগিং এর অপশক্তিকে রুখে বাংলা ব্লগকে টিকিয়ে রাখতে এবং নতুন ব্লগারদের আগমনের পথ প্রশ্বস্ত করতে ও সকলের জন্য ব্লগিং এর সুস্থ বাতায়ন উন্মুক্ত করে দিতে ? এজন্য বাংলা ব্লগকে টিকিয়ে রাখতে হবে যে কোন মূল্যে, সমৃদ্ধ করতে হবে এর ভবিষ্যৎ অগ্রযাত্রার গতিপথ। এর দায়-দায়িত্ব যেমন ব্লগারদের উপর বর্তায়, তেমনি সম্মানিত মডারেটরদেরকেও ব্যাপক ভূমিকা রাখতে হবে একাজে। উভয় পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলা ব্লগসমূহ শুধু বেঁচে থাকবেই না, উত্তরোত্তর এগুলোর উন্নয়ন ঘটবে বিশ্বব্যাপী চলমান অন্যান্য ব্লগের সাথে পাল্লা দিয়ে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬
সুফিয়া বলেছেন: অাপনার সাথে আমি সম্পূর্ণ একমত। সামুতে সুস্থ সুন্দর ও স্বচ্ছ পরিবেশ বজায় থাকুক এটা অনেকেই চায়না।
এই না চাওয়ার লোকগুলো সামুর ভেতরে বা বাহিরে সবখানেতেই আছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
ধন্যবাদ আপনাকে।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬
অগ্নি সারথি বলেছেন: সামু চিরজীবী হোক।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭
সুফিয়া বলেছেন: আমাদের সবার চাওয়া এটা।
ধন্যবাদ আপনাকে।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: http://blogger.com/ ঢুকে একটা বাংলা ব্লগ খুলুন -- আপনার কোন লেখাই আর হারাব না ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯
সুফিয়া বলেছেন: ধান্যবাদ আপনাকে ভাল একটা পরামর্শ দেয়ার জন্য।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০
জসীম অসীম বলেছেন: আমি চাই সামু সুস্থ সুন্দর ও স্বচ্ছতাকে সাথে নিয়ে দীর্ঘ সময়ের পথ পাড়ি দিক। শুভেচ্ছা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২
সুফিয়া বলেছেন: আমিও এমনটাই চাই। আমাদের সবার চাওয়া যাতে পূরণ হয় সেজন্যে সচেষ্ট থাকতে হবে সবাইকে।
ধন্যবাদ আপনাকে।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তাই আজ যদি গুটিকতক ব্লগারদের আপত্তিকর ভূমিকার কারণে কোন বাংলা ব্লগ বন্ধ হয়ে যাবার উপক্রম হয়, সেটা হবে অত্যন্ত দুঃখজনক !!
অন্য কোন ব্লগে আমার আই ডি নেই তাই বিশেষ করে
সামুর জন্য প্রার্থনা যে, এটা যেন কখনই বন্ধ হয়ে না যায় !
ভালো লাগলো আপনার পোস্ট ! ধন্যবাদ ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪
সুফিয়া বলেছেন: আমারও একই অবস্থা।
অন্য কোন ব্লগে আমার আই ডি নেই তাই বিশেষ করে
সামুর জন্য প্রার্থনা যে, এটা যেন কখনই বন্ধ হয়ে না যায় !
ধান্যবাদ আপনাকে।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭
নাসরিন চৌধুরী বলেছেন: আমি প্রথম আলোর নিয়মিত একজন ব্লগার। কিন্তু যেটা ঘটতে যাচ্ছে সেটা মানতে কষ্ট হচ্ছে। আশা করি সামু তার নিজস্ব উজ্বলতায় জ্বলে উঠবে, আপনাকে ধন্যবাদ সচেতনতামূলক পোষ্টটির জন্য।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৯
সুফিয়া বলেছেন: আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পাচ্ছি। ভবিষ্যতে এমন অবস্থায় আমাদেরকে পড়তে হ্য কি-না সেই ভয় থেকেই এই লেখা।
ধন্যবাদ আপনাকে।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪
নুর ইসলাম রফিক বলেছেন: আমি মাঝে মাঝে ভেবেই পাইনা সামু কি ভাবে কপি পেষ্ট করা লেখা গুলি নির্বাচিত পাতায় প্রকাশ করে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১১
সুফিয়া বলেছেন: অাপনার কি মনে হচ্ছে আমার এই লেখাটা অন্য কারও লেখা থেকে কপি পেস্ট করা?
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আস্তে আস্তে সব ব্লগই একদিন বন্ধ হয়ে যাবে। সেদিন খুব বেশি দূরে নয়। তথ্যপ্রযুক্তি যে অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলেছে, তাতে ব্লগের দিন শেষ হয়ে অন্য কিছু আসবে। ফেসবুক, টুইটার, অনলাইন পত্রিকা ইত্যাদি ইতিমধ্যেই ব্লগের জন্য স্পষ্ট হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে এ জন্য দুঃখ করার কিছু নেই। এক সময় বেতার নাটক মানুষের সেরা বিনোদন ছিল। কিন্তু আজ?
যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আমি এটাই বুঝি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৭
সুফিয়া বলেছেন: আপনি সেই দিনটার জন্য নিজকে প্রস্তুত করে ফেলেছেন বেশ বুঝা যাচ্ছে। বাস্তবকে সহজে মেনে নিতে পারাটা অনেক বড় একটা ক্ষমতা। অপ্রিয় হলে উ একদিন সবাইকে তা মেনে নিতে হবে।
আপনার বাস্তব উপলব্ধির জন্য ধন্যবাদ।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২
ডি মুন বলেছেন: " বাংলা ভাষায় ব্লগিং করার এই যে ফ্ল্যাটফরম সামু বা অন্য যে কোন বাংলা ব্লগ--- এগুলো বিশ্বব্যাপী আমাদের মাতৃভাষা বাংলার প্রচার ও প্রসারে যে ব্যাপক ভূমিকা রাখছে সেদিকটাকে খাটো করে দেখার কোন উপায় নেই। তাই আজ যদি গুটিকতক ব্লগারদের আপত্তিকর ভূমিকার কারণে কোন বাংলা ব্লগ বন্ধ হয়ে যাবার উপক্রম হয়, সেটা হবে অত্যন্ত দুঃখজনক। "
------ আমিও আপনার সাথে একমত। বাংলা ব্লগকে সচল রাখতেই হবে। আমাদের নিজেদের প্রয়োজনেই।
ভালো থাকুন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৯
সুফিয়া বলেছেন: একদম আমার মনের কথাটা বলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: প্রথম আলো ব্লগ মূলত সাহিত্য ব্লগ। সেখানে রাজনীতির উপর পোস্টগুলো তেমন আদৃত হতো না। পাঠক যেমন পড়তেন না তেমনি মন্তব্যের ঘরে শুন্য থেকেই যেতো। অধিকাংশ কবিতা, গল্প, প্রবন্ধ, লিমেরিক, স্মৃতিচারণ ইত্যাদি থাকতো। ব্লগারদের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্য। সৃজনশীল লেখনী ছাড়া বিভিন্ন আয়োজন ছিলো। ২০১২,২০১৩ এবং ২০১৪ সালে চিঠি লেখার আয়োজন বেশ জনপ্রিয় হয়েছিলো।রুশানের চিকিৎসায় এবং সাভারে দুর্গতদের সাহায্য করা হয়েছিলো প্রথম আলো ব্লগের ব্লগারদের কাছ থেকে। শীতবস্ত্র বিতরণ সহ ঈদে পথশিশুদের নতুন কাপড়ের দেয়ার আয়োজন সহ মানবিক কাজগুলো ছিলো নিয়মিত। কর্তৃপক্ষ থেকে ব্লগ বন্ধ করার যে কারণ দেখানো হয়েছে তা বিশ্বাসযোগ্য ছিলো না এবং কোন ব্লগারই তা বিশ্বাস করেনি। মডারেটরের বন্ধের ঘোষনা দিয়ে দেয়া পোস্টে ৯২৪ টি মন্তব্য দেখলে তা পরিস্কার হয়ে যায়।
কোন ব্লগই নিশ্চিত করে বলতে পারে না এ ব্লগ স্থায়ী। সময় অনেক কিছুকে পরিবর্তন করে দিতে পারে। মাঝে মাঝে কর্তৃপক্ষ বছরের অন্তত একবার ব্লগ নিয়ে মুক্তআলোচনা করলে ভালো হয়। আশা করি এ ব্লগটি দীর্ঘজীবি হবে।
আপনাকে ধন্যবাদ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৬
সুফিয়া বলেছেন: অনেক তথ্য জানা ছিলনা প্রথম আলো ব্লগ সম্পর্কে। আপনার কাছ থেকে জানতে পারলাম। সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার প্রস্তাবের সাথে আমি একমত। সময় অনেক কিছুকে পরিবর্তন করে দিতে পারে। মাঝে মাঝে কর্তৃপক্ষ বছরের অন্তত একবার ব্লগ নিয়ে মুক্তআলোচনা করলে ভালো হয়। আশা করি এ ব্লগটি দীর্ঘজীবি হবে।
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৭
এ কে এম রেজাউল করিম বলেছেন: আপনার ব্লগ সচেতনা মূলক লেখাটি পড়ে খুব ভালো লাগল। আশা করি এ ব্লগের ব্লগাররা সচেতন হবেন এবং এ ব্লগের কতৃপক্ষ সচেতনতার সাথে উপযুক্ত সময় যথা যথ পদক্ষেপ নিবেন আমাদের প্রিয় সামু ব্লগ টিকিয়ে রাখতে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৪
সুফিয়া বলেছেন: এমনটা আমাদের সবার প্রত্যাশা সামুর কাছে। আশা করছি এ বিষয়ে আমাদের পাশাপাশি সামু কর্তৃপক্ষও সব সময় সচেতন থাকবেন।
ধান্যবাদ আপনাকে।
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৪
কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালো বলেছেন । অসংখ্য ধন্যবাদ । সুন্দর করে সাজিয়ে এই বিষয়গুলো তুলে ধরেছেন ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৬
সুফিয়া বলেছেন: আপনাকেও ধান্যবাদ। ভাল থাকবেন।
১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৬
হঠাৎ ধুমকেতু বলেছেন: পুরা লেখাটা এক কথায় চমৎকার লাগল। আপনার সাথে আমিও একমত। নিজের নিজের জায়গা থেকে সবার দায়িত্ববোধ থাকবে এবং সবার একটা নূন্যতম সহনশীলতা থাকতে হবে। কিন্তু নিজের বক্তব্য স্পষ্ট করে প্রকাশ করতে হবে। সমালোচনার ভয়ে যদি আমি আমার মত প্রকাশ না করি তাইলে আমার লেখা শক্তি হারাবে। শক্তিহীন লেখা সময়ে কোন পরিবর্তন আনতে পারে না। তা সে আপাত দৃষ্টিতে যত সুন্দর ই হোক।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৫
সুফিয়া বলেছেন: নিজের নিজের জায়গা থেকে সবার দায়িত্ববোধ থাকবে এবং সবার একটা নূন্যতম সহনশীলতা থাকতে হবে। কিন্তু নিজের বক্তব্য স্পষ্ট করে প্রকাশ করতে হবে। সমালোচনার ভয়ে যদি আমি আমার মত প্রকাশ না করি তাইলে আমার লেখা শক্তি হারাবে। শক্তিহীন লেখা সময়ে কোন পরিবর্তন আনতে পারে না।
এমন সুন্দর করে বাস্তবসম্মত মত প্রকাশের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৬
সুমন কর বলেছেন: অতি চমৎকার করে গুছিয়ে বলেছেন বলে, অনেক ধন্যবাদ।
আমিও অফিসের কাজ শেষ করে সামু নিয়েই থাকি। সামু ছাড়া একদিনও থাকতে পারা যায় না।
সামু যেন কোনদিন বন্ধ না হয়-এটাই অামার প্রার্থনা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৮
সুফিয়া বলেছেন: আপনার মত আমারও প্রার্থনা সামু যেন কোনদিন বন্ধ না হয়।
ভাল থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে।
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: যে কোন মুল্যে সামু ব্লগ টিকে থাকবে এই আশা রাখি। আর সুফিয়া আপাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দরভাবে এমন একটি লেখা উপহার দেয়ার জন্য যা আমাদের মত সাধারণ ব্লগারদের মনের কথা।
লেখায় +++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৬
সুফিয়া বলেছেন: এটা আমার আপনার সকল ব্লগারের চাওয়া। আমাদের এই আশা যেন বাস্তবায়িত হয় সেজন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে।
ধান্যবাদ আপনাকে।
১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩০
আবু শাকিল বলেছেন: বাংলা ব্লগকে সচল রাখতেই হবে।
সহমত।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৮
সুফিয়া বলেছেন: আমার লেখায় এটাই আমি বলতে চাইছি।
বাংলা ব্লগকে সচল রাখতেই হবে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: বাংলা ব্লগ সচল থাকুক। সামহুয়ার ইন স্বমহিমায় শ্রেষ্ঠত্বের আসনে আসীন থাকুক ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩
সুফিয়া বলেছেন: আমাদের সকলের অন্তরের চাওয়া ব্যর্থ হতে পারেনা। সামু অবশ্যই টিকে থাকবে স্বমহিমায়।
ধন্যবাদ আপনাকে।
১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৪
শাহ আজিজ বলেছেন: প্রথমআলো ব্লগটি আসলে প্রথমআলোর ছিলনা। তিনজন উদ্যোক্তা গাঁটের কড়ি খরচ করে একটি সফটঅয়্যার বানিয়ে প্রথম আলোর ডোমেইনে চালাতেন। প্রথম আলো মাঝে মধ্যে ব্লগারদের আয়োজনে এক কাপ চাও খাওয়াতেন না । ২০১৩ রমজানে একটি ব্লগার আড্ডায় ওরা আমায় জানালেন এই প্রথম প্রথমআলো সবার জন্য ইফতারের খরচ দিয়েছে। আমড়া রাতে নতুন পরিচিতদের সাথে বাইরে চা খেলাম। প্রথম আলোর ব্লগের পাঠক সংখ্যা প্রচুর ছিল । বোধ করি এটাই আলোর উদ্দেশ্য ছিল , সময়মত ঘাড় মটকে দেয়া। উদ্যোক্তারা এখন এতিমের মতো ঘুরছেন । আমি জানিনা নতুন কোন সন্ধি হয়েছে কিনা অথবা প্রঃআঃ কদিন বাদে নিজেরাই কিছু একটা খুলে বসল। কেউ কিন্তু আপত্তি করতে পারবেনা।আবার উদ্যোক্তারা কি নতুন কোন ব্লগ খুলে তাতে জমজমাট ভাব আনতে চাইছেন কিনা সেটা সময় বলে দেবে ।
সামুর বিলুপ্তির সম্ভাবনা নেই কেননা তারা কারো দয়ার ওপর নির্ভর করছে না বরং ইত্তেফাক নিজেই এগিয়ে এসেছে । হ্যাঁ ,সামুর মধ্যেই গোলমেলে লোক আছে সেটা আমি নিত্য কর্ম দেখেই বুঝি , আমি সামুর কাউকেই চিনিনা আর চিনবার ইচ্ছেও নেই ।
ভালো আলাপ টেনেছেন, সুফিয়া !!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১
সুফিয়া বলেছেন: খুব ভাল লাগল আপনার মন্তব্য। আরও অনেক নতুন তথ্য জানলাম প্রথম আলো ব্লগ সম্পর্কে।
আশান্বিত হলাম আপনার কথায় যে, সামুর বিলুপ্তির সম্ভাবনা নেই কেননা তারা কারো দয়ার ওপর নির্ভর করছে না বরং ইত্তেফাক নিজেই এগিয়ে এসেছে ।
একটা ব্যাপারে আপনার সাথে আমার মিল আছে। সেটা হল আমিও সামুর কাউকেই চিনিনা আর চিনবার ইচ্ছেও নেই ।
আলাপটা টেনে মনে হয় ভালই করেছি। এই যে আপনার কাছ থেকে অনেক তথ্য জানতে পারলাম।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সামু বেঁচে থাক আমাদের মাঝে -- আমাদের ভবিষ্যত প্রজন্মের মাঝে ---
লেখকের জন্য আন্তরিক ধন্যবাদ
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩
সুফিয়া বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
সামু বেঁচে থাকুক আমাদের মাঝে -- আমাদের ভবিষ্যত প্রজন্মের মাঝে --- এটা আমাদের সকলের কামনা।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০
যমুনার চোরাবালি বলেছেন: আমার সবসময়ই মনে হয়েছে সেরা সামুতে সুন্দর স্বাভাবিক একটা পরিবেশ সবসময় থাকুক এটা অনেকেই চায় না। এই না চাওয়ার লোকগুলো সামুর ভেতরে বা বাহিরে সবখানেতেই আছে।
আমি চাই সামু সুস্থ সুন্দর ও স্বচ্ছতাকে সাথে নিয়ে দীর্ঘ সময়ের পথ পাড়ি দিক। শুভেচ্ছা।