নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

আজ সকালে লেখা ছোটদের জন্য কবিতা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩১

প্রজাপতি দেখনা চেয়ে

আমার বাগানটি ফুলের ভারে আছে নুয়ে।

তবু তোর রঙিন পাখার দেখা

মিলছেনা আমার বাগানে।

তাই ত ফুলের মন খারাপ

হাসেনা কোন লগনে।



আমি হতাম যদি তোর মত

রঙিন প্রজাপতি।

তবে ফুলের গায়ে রং লাগিয়ে

হতাম রং এর রানী।



তুই আসবি কবে বলনা ওরে

রঙ্গিন প্রজাপতি।

তোর অপেক্ষাতে ফুল দলের মোর

কাটছে না দিন-রাত্রি।



তুই আসবি যখন আনিস তখন

সাথে করে অনেক ফুলের হাসি।

আমরা হাসব-খেলব-নাচব সবে

করবো ভালবাসাবাসি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: সকাল সকাল ছোটদের শুভ্র কবিতা ভালো লাগলো আপু :)


কেমন আছেন ?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৪

সুফিয়া বলেছেন: ভাল আছি। আশা করছি আপনি ভাল আছেন।

আপনাকে ধন্যবাদ ছোটদের কবিতা পড়ার জন্য।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৩

যমুনার চোরাবালি বলেছেন: ভালো লাগলো।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপু একজন ছোট মানুষ হিসেবে বলছি কবিতা ভালো হয়েছে, কিন্তু ছোটরা ছন্দ খুব পছন্দ করে। সামনে ছন্দে ছন্দে কবিতা চাই... :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪২

সুফিয়া বলেছেন: জানতাম না ত যে আপনি ছোট মানুষ। তা ছোট মানুষ এত রাত জেগে কি করছেন?

আপনার জন্য এই মুহূর্তে কবিতার দুই লাইন উপহার দিলাম।

সকালবেলা জাগে যে
সূর্যি মামার বন্ধু সে।

জেগেছেন ত ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.