![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
প্রজাপতি দেখনা চেয়ে
আমার বাগানটি ফুলের ভারে আছে নুয়ে।
তবু তোর রঙিন পাখার দেখা
মিলছেনা আমার বাগানে।
তাই ত ফুলের মন খারাপ
হাসেনা কোন লগনে।
আমি হতাম যদি তোর মত
রঙিন প্রজাপতি।
তবে ফুলের গায়ে রং লাগিয়ে
হতাম রং এর রানী।
তুই আসবি কবে বলনা ওরে
রঙ্গিন প্রজাপতি।
তোর অপেক্ষাতে ফুল দলের মোর
কাটছে না দিন-রাত্রি।
তুই আসবি যখন আনিস তখন
সাথে করে অনেক ফুলের হাসি।
আমরা হাসব-খেলব-নাচব সবে
করবো ভালবাসাবাসি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৪
সুফিয়া বলেছেন: ভাল আছি। আশা করছি আপনি ভাল আছেন।
আপনাকে ধন্যবাদ ছোটদের কবিতা পড়ার জন্য।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৩
যমুনার চোরাবালি বলেছেন: ভালো লাগলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৬
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপু একজন ছোট মানুষ হিসেবে বলছি কবিতা ভালো হয়েছে, কিন্তু ছোটরা ছন্দ খুব পছন্দ করে। সামনে ছন্দে ছন্দে কবিতা চাই...
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪২
সুফিয়া বলেছেন: জানতাম না ত যে আপনি ছোট মানুষ। তা ছোট মানুষ এত রাত জেগে কি করছেন?
আপনার জন্য এই মুহূর্তে কবিতার দুই লাইন উপহার দিলাম।
সকালবেলা জাগে যে
সূর্যি মামার বন্ধু সে।
জেগেছেন ত ?
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: সকাল সকাল ছোটদের শুভ্র কবিতা ভালো লাগলো আপু
কেমন আছেন ?