নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

মাগো তুমি নেই কাছে, তোমায় মনে পড়ে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

মাগো তুমি নেই কাছে, তোমায় মনে পড়ে।





আমার বাগানে ফুটেছে ফুল যে লগনে

সে লগন বয়ে যায় মাগো, তুমি নেই কাছে।



ভোরের ঝিরিঝিরি বাতাসের মধুর ছোঁয়া পেয়ে

হেলেদুলে সৌরভ ছড়িয়ে

ফুলগুলো যেন তোমাকেই কাছে ডাকছে।

মাগো, তোমাকে ঘিরে আমার স্বর্ণালী দিনে

ফুল ফোটার প্রহর আসত প্রতিটি ভোরে।



আমি ছিলাম মাগো, ফুল কুড়ানো মেয়ে

বকুল আর শিউলি তলায় ছুটে যেতাম

রাত ভোর না হতে।



বাবার চোখকে ফাঁকি দিয়ে ফুল কুড়ানোর লোভে

আমার এমনি করে ছুটে যাওয়া হতো

মাগো, শুধু তুমি ছিলে বলে।



কুচ ভরে ফুল নিয়ে ফিরতাম যখন ঘরে

তুমিই ছিলে মাগো, বাবা যেন না বকে।

মাগো, আমার বাগানে আজ ফুটেছে ফুল

লগনও সেই আছে।

শুধু তুমি নেই কাছে।



তোমার সেই ছোট্ট খুকী আজও ফুলকে ভালবাসে

শুধু যায়না ছুটে শিউলি-বকুল তলে

ফুল কুড়ানোর টানে।



আজ তার বাগানে ফুটা ফুলের সৌরভে

মন ভরে যায় ভোরের প্রহরে।

শুধু তুমি নেই কাছে

মাগো, তোমায় মনে পড়ে।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক মায়া আর দরদ নিয়ে লেখা কবিতা । ছুঁয়ে গেলো আপু +

ভালো থাকবেন ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনিও ভাল থাকবেন।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এমন হৃদয়ছোঁয়া কবিতায় পাঠক নেই কেন!!! X(

অনেক ভালোলাগা জানবেন, পিলাচ উইথ লাইক।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৫

সুফিয়া বলেছেন: আপনার মত এই প্রশ্ন আমারও। যাক গে।

আপনি ভাল লাগা জানিয়েছেন দেখে আমারও অনেক ভাল লাগছে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার হৃদয় বিদারিত কবিতা । :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.