নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

মোবাইলে প্রতারকদের ব্যাপারে সাবধান !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

মোবাইলে প্রতারকদের ব্যাপারে সাবধান !

আজ সকালে অফিসে এসে চেয়ারে বসার পর পরই সাড়ে দশটায় আমার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। নম্বরটি হচ্ছে ০১৭৮৯৮৫৫৬৯৩। আমি হ্যালো বলে রিসিভ করার সাথে সাথে ঐপ্রান্ত থেকে একটি পুরুষ কন্ঠ বলতে থাকে, আসসালামুয়ালাইকুম আপা। আমি একটি বড় বিপদে পড়ে গেছি। আমি একটা পোস্ট পেইড নাম্বারে সাড়ে পাঁচ হাজার টাকা ফ্লেক্সিলোড করতে গিয়ে টাকাটা আপনার একাউন্টে চলে গেছে। কারণ, ঐ নম্বরটা আপনার নাম্বারের প্রায় কাছাকাছি। আমার টাকাটা ফেরত দেয়ার ব্যবস্থা করেন। নাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, কোন নম্বরে আপনি টাকা পাঠিয়েছেন ?

সে উত্তর দিল, ০১৮১৯২৮৫৫০৩।
আমি সাথে সাথে বললাম, আমি এ ধরনের কোন ম্যাসেজ পাইনি তো ?

বলে লাইনটা কেটে দিলাম। সাথে সাথে একটা ম্যাসেজ আসে আমার মোবাইলে, যেমনটা টাকা রিসার্জ করলে এসে থাকে।

9958: Your Bill Payment successfully. of TK 5500 from 1828246204 is accepted for payment. Transaction id is P140519.1338.410001. Dial *140*4*5#(----)

সাথে সাথে একই নম্বর থেকে আবার আমার মোবাই বেজে উঠে। আমি হ্যালো বলতেই বলে, আপা ম্যাসেজ পেয়েছেন ?
আমি বললাম, হ্যাঁ, পেয়েছি। কিন্তু আমি এখন কি করতে পারি ?

সে বলে, আপা যাকে টাকাটা পাঠিয়েছিলাম সে খুব বিপদে আছে। আপনি এক্ষুণি রিসার্জ করে আমার টাকাটা ফেরত দিয়ে দেন।
আমি বললাম, আমি তো এই সিমটা এখন ব্যবহার করিনা। তাছাড়া আমার নাম্বারের সাথে আপনার ঐ নাম্বারের তো এমন কোন মিল নেই যে ভুলবশত টাকাটা চলে আসতে পারে।

এরপর সে কাঁদো কাঁদো স্বরে বলে, আপা আপনি আমার এই উপকারটুকু করেন। আমার টাকাটা ফেরত দিয়ে দিন।
আমি বললাম, আচ্ছা, ঠিক আছে। দেখি কি করতে পারি। আপনার নাম কি ? কোত্থেকে বলছেন ?
সে উত্তর দিল, আমার নাম সুমন। যশোরের বেনাপোল থেকে বলছি।

আমি আবার ফোনটা কেটে দিয়ে আমার কলিগদেরকে ব্যাপারটা জানালাম। ওরা বলল, এটা একটা ভাঁওতাবাজি। পুরোটা সাজানো নাটক। আমার তখন মনে পড়ে গেল, আমার এক আত্মীয় রবিতে চাকুরী করি। সাথে সাথে ওর সাথে যোগাযোগ করলাম। সেও একই ধরনের মন্তব্য করল। বলল, এটা একটা চক্র আপা। পোস্টপেইড নম্বরগুলো খুঁজে খুঁজে বের করে একটা জালিয়াতি চক্র প্রতারণার আশ্রয় নিয়ে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আমার এক বন্ধুৃর কাছ থেকে সেদিন এভাবে টাকা হাতিয়ে নিয়েছে।
আমার আত্মীয় আমাকে আরও বলে দিল, আবার ফোন করলে বলে দিবেন যে ভুল আপনি করেছেন। কাজেই আপনি রবি অফিস থেকে গিয়ে আপনার টাকা নিয়ে নিন। এব্যাপারে আমি আপনাকে কোন সাহায্য করতে পারবনা। আমাকে এরপর আবার বিরক্ত করলে আমি পুলিশকে জানাতে বাধ্য হব।

এর আধ ঘন্টার মাথায় আবারও সেই লোক ফোন করে বলে, আপা টাকাটা পাঠিয়েছেন ? আমি অপেক্ষায় আছি।
আমি সাথে সাথে আমার আত্মীয়ের বলে দেয়া কথাগুলো ওকে বললাম। শুনে সে বলে, তাহলে আপনি আমার টাকাটা ফেরত দিবেন না ?
আমি রাগতস্বরে বললাম, না। দিবনা। বরং আমাকে এরপর বিরক্ত করলে পুলিশে খবর দিব।

ও তখন বলে, তাহলে আমি কি করব ?
দেখলাম গলায় ওর আগের মতো দৃঢ়তা নেই। আমি আর কোন উত্তর না দিয়ে ফোনটা কেটে দিলাম।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

হেডস্যার বলেছেন:
জিপি'র ফ্লেক্সির টাকা রবি নম্বরে ঢুইকা গ্যাছে :D কি দিনকাল পড়ছে রে বাবা...

আমি হইলে উলটা আরেকটা ম্যাসেজে ৫৬০০ টাকা পাঠাইয়া বলতামঃ
ভাই, টাকাটা পাইছেন? অনেক কষ্ট করছেন তাই আরো ১০০ টাকা বেশি পাঠাইলাম ;)

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০

নিজাম বলেছেন: সতর্ক কারা জন্য ধন্যবাদ।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫

সোহানী বলেছেন: অারে সেইম ঘটনা অামার কলিগের সাথে ঘটেছে....... সে বোকার মতো অবশ্য দিয়ে দিয়েছে....

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমারে কয়েকদিন আগে ফোন করছিলো আমি নাকি গ্রামীণ ফোন থেকে অনেক টাকার প্রাইজ পাইছি। আমি কইলাম ভাই আমার প্রাইজের দরকার নাই আমার প্রাইজ আমি আপনারে দিয়া দিলাম। বেচারা আমারে গালি দিয়া ফোন রেখে দিল।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৬

কাক পাখি বলেছেন: কি creative!!! কিন্তু আফসোস, মানুষকে ধোকা দেবার জন্য এইসব creativity!
[আপু কিছু মনে করবেন না/ভুল বুজবেন না, পোস্টে আপনার মোবাইল নাম্বার পুরাটা দেয়া কি জরুরী ছিল (০১৮১৯২৮৫*** যদি আপনার নাম্বার হয়)? ব্লগে দুষ্ট ছেলেপেলের অভাব নাই কিন্তু...]
পোস্টের জন্য ধন্যবাদ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৫

সুফিয়া বলেছেন: সবার উত্তর না দিলেও আপনার প্রশ্নের উত্তরটা এই মুহূর্তে না দিয়ে পারছনা। আমার মোবাইল নম্বর এখানে দিয়ে দিব এতটা বনাকে। বোধ হয় আমি নই। একটু মনযোগ দিয়ে লেখাটা পড়ুন। দেখুন এটা কার মোবাইল নম্বর।

ধন্যবাদ আপনাকে।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩১

ঢাকাবাসী বলেছেন: এধরণের প্রতারনা বাংলাদেশেই হয় আর এর সাথে অপারেটর কোম্পানী গুলোর কেউ কেউ জড়িত থাকে। দুনিয়াতে সবচাইতে নিকৃস্ট দুর্নীতিবাজ দেশ!

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৭

নুর ইসলাম রফিক বলেছেন: সবার উত্তর না দিলেও আপনার প্রশ্নের উত্তরটা এই মুহূর্তে না দিয়ে পারছনা। আমার মোবাইল নম্বর এখানে দিয়ে দিব এতটা বনাকে। বোধ হয় আমি নই। একটু মনযোগ দিয়ে লেখাটা পড়ুন। দেখুন এটা কার মোবাইল নম্বর।






]
আমি মন্তব্য করার আগেই আগাম উত্তর পেয়ে গেছি।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার মোবাইল নম্বর এখানে দিয়ে দিব এতটা বনাকে। বোধ হয় আমি নই। একটু মনযোগ দিয়ে লেখাটা পড়ুন। দেখুন এটা কার মোবাইল নম্বর। =p~ =p~ =p~

তো যার নাম্বারই দিলেন, তার কি হপে গো আফা..... :P

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

সুফিয়া বলেছেন: তার কথামত এই নম্বরে সে টাকাটা পাঠিয়েছে। কিন্তু ভুলবশত সেটা আমার নম্বরে চলে এসেছে।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

নুরএমডিচৌধূরী বলেছেন: সতর্ক কারা জন্য ধন্যবাদ।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮

অস্তিত্বহীন বলেছেন: @ঢাকাবাসী: এই ধরনের প্রতারনা "MASKING BULK SMS" এর মাধ্যমে করা হয়।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট আপু +

ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন :)

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: হুমম...আমাদের সবাইকে আরো সচেতন হতে হইবে এই ধরনের প্রতারকদের কাছ থেকে। ধন্যবাদ আপনার সম্ভ্যাব্য প্রতারিত হবার বাস্তব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: আপনার অপারেটরের হেল্পলাইনে ফোন করে একবার জিজ্ঞাসা করে নিলেই অবশ্য জানতে পারেন আদৌ কোনো বিল পে হয়েছে কিনা।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮

সুফিয়া বলেছেন: সবাইকে ধন্যবাদ। ভাল থাকবেন সবাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.