![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
মা ডাকে না বলে
শহর ছেড়ে গ্রাম
গ্রামের শেষে বাড়ি
বাড়ির সামনে পুকুর পাড়ে
মা ঘুমিয়ে আছে মাটির ঘরে
আটটি বছর ধরে।
আমি ঘুমাই দালান কোঠার ঘরে
নরম বিছানার পরে।
ভেবে পাই না তাই
আন্ধার ঘরে কঠিন মাটির পরে
মায়ের দিন কাটে কেমন করে
একা নির্জনে, নিঃশব্দ আগ্রাসনে।
গাঁয়ের বাড়ির ঘরে
মা থাকে না আর জেগে
আমার পথ চেয়ে ।
আমার তাই হয়না যাওয়া
গাঁয়ের বাড়ির পাণে
আগের মতো করে
মা ডাকে না বলে।
১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৯
সুফিয়া বলেছেন: আপনার কথার সূত্র ধরেই বলছি। এসব লেখার পাঠক কম সেটার প্রকৃষ্ট উদাহরণও আমার এই কবিতা।
ধন্যবাদ আপনাকে। আপনার রুচিবোধের প্রশংসা না করে পারা যায়না। ভাল থাকবেন।
২| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা ++++++++++
সুন্দর কবিতা আপু ।
ভালো থাকবেন অনেক অনেক
১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৪
সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। সকালে ব্লগে ঢুকতেই মনটা ভাল হয়ে গেল আপনাদের ভাল লাগার ছড়াছড়ি দেখে।
ভাল থাকবেন।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
কলমের কালি শেষ বলেছেন: দুঃখী মায়ের কবিতা । গভীর চিন্তার কবিতা । পড়ে ভাল লাগলো ।
১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ কালি শেষ বন্ধু। কালি যতই শেষ হোক, আপনার মনের লালিমা যেন কোনদিন শেষ না হয়।
ভাল থাকবেন।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মাগো তুমি নেই কাছে, তোমায় মনে পড়ে। কবিতার পরে আজকের এই মা ডাকে না বলে কবিতা বলে দেয় আপনি আপনার মা'কে খুব মিস করেন, তাই না? যদিও সব সন্তানই করে....
একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আপনার কবিতার স্টাইল দাবী করে ছন্দমিল, তাই এদিকে আরেকটু নজর কি দেয়া যায়। (বেয়াদবি মনে করলে নিজগুণে ক্ষমা করে দিয়েন।)
শুভকামনা রইল।
১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৫
সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মাকে ঘিরে আমার লেখা নিয়ে আপনার সুচিন্তিত ব্যবচ্ছেদ আমার অনেক ভাল লেগেছে। আর অবাকও হয়েছি সাথে সাথে। কারণ, আজকাল এসব লেখা তো সহজে কেউ পড়েনা। আর পড়লেও এতটা গভীরে ঢুকার সময় কোথায় ?
মাকে সব সন্তানই মিস করবে এটা স্বাভাবিক। আমার মা মারা গেছেন ছয় বছরেরও বেশী হয়ে গেছে। তবু আমি আমার চারপাশে আজও মায়ের অস্তিত্ব টের পাই। তাই মাকে নিয়ে সময় পেলেই কিছু লিখি। মানে কলমের আছড়ে কাগজের বুকে মনের অভিব্যক্তি প্রকাশ করি। প্রসংগ যেহেতু এসেই গেল তাই আপনার অবগতির সবিনয়ে জানাচ্ছি যে মাকে নিয়ে এভাবে মনের অভিব্যক্তি প্রকাশ করতে করতে অনেকগুলো কবিতা হয়ে যায় এক সময়। সেগুলোকে আমি বই আকারে প্রকাশও করেছি। অর্থাৎ শুধু মাকে নিয়ে লেখা আমার একটা কবিতার বই আছে। বইটির নাম 'আমার মা।'
আপনি আমার কবিতার আরও একটি দিক উন্মোচন করেছেন। সেটা হলো ছন্দমিলের বিষয়টি। বেয়াদবী নেয়ার তো কোন প্রশ্নই উঠেনা। বরং অনেক অনেক খুশী হয়েছি আমি। তবে আমি যতটুকু জানি আধুনিক কবিতা বলতে যা বুঝায় সেটা আমি খুব ভাল লিখিনা। মনের ভাবাবেগ প্রকাশের জন্য যতটুকুই লিখি ছন্দমিলের ব্যাপারটা সেখানে আপনিই এসে যায়। এ প্রসংগে আপনার পরামর্শ আমার মনে থাকবে।
আবারও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। ভাল থাকবেন সতত।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৯
জনাব মাহাবুব বলেছেন: সুন্দর লিখেছেন।
অশ্লীল কবিতা না লিখেও যে সুন্দর কবিতা লিখা যায় তা আপনার এই কবিতাই প্রকৃষ্ট উদাহরণ।
মাকে নিয়ে সুন্দর কবিতার জন্য ++++++++++++++++++++++++++++++++++++++