নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

বাড়ি শুধু বাড়ি নয় -------

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩১


এটি কোন জাহাজ নয়। সমুদ্রের ধারে নির্মিত জাহাজ আকৃতির একটি বিলাসবহুল পাঁচ তারকা হোটেল। নাম সান ক্রুজ। দক্ষিণ কোরিয়ার একজন শিল্পপতি এর মালিক।


পাথর বাড়ি। ১৯৭৪ সালে পর্তুগালে এই বাড়িটি তৈয়ার করা হয়। দুটি বিশাল পাথরের উপর বাড়িটি দাঁড়িয়ে আছে।


বিমান বাড়ি। শুধু শখের বসে ২০০০ মা. ড. এর বিনিময়ে বোয়িং ৭২৭ এই বিমানটি কিনে সেটাকে ঘসেমেঝে বাস উপযোগী বাড়ি বানিয়েছেন জোয়ান উসার।ি এতে খরচ হয়েছে আরও ২৮ হাজার মা. ড.। এটি মিসিসিপিতে অবস্থিত।


গাছ বাড়ি। দু' হাজার বছর পুরানো গাছের গুড়িকে বাড়ি বানিয়ে সেটাতে বসবাস করছেন দুই ব্যক্তি। এটি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। বাড়িটিতে একটি বেডরুম, একটি ড্রেসিং রুম ও একটি ডাইনিং রুম রয়েছে।


বহনযোগ্য বাড়ি। ভ্রমণপিপাসু মানুষের কথা ভেবে তৈরী করা হয়েছে এই বাড়িটি। যে কোন সময় এটিকে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাওয়া যায়। একটি পিক আপ ভ্যানের উপর এই বাড়িটি তৈরী করা হয়েছে।

আরও কিছু ছবি দেখুন।






















ছবি নেট থেকে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬

আপেল মাহমুদ বলেছেন: বহুরুপের বাড়ি সম্পর্কে সুন্দর ধারনা দানের জন্য ধন্যবাদ। তবে আমি আমার খুদ্র কুটিরেই সন্তুষ্ট......

২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৭

সুফিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন। আমিও আমার ছোট্ট কুটিরেই ভাল আছি। ওগুলো শখের বাড়ি হতে পারে। কিন্তু প্রশান্তির ছায়া ওখানে খুঁজে পাওয়া যাবে বলে মনে হয়না।

অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

২| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৬

মিজভী বাপ্পা বলেছেন: শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৭

সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৩

তুষার কাব্য বলেছেন: ছবি দেখলেই যাইতে মন চায়... :((

২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৪

সুফিয়া বলেছেন: তাই নাকি ? আপনার যেতে মন চাইছে ? আমার কিন্তু তেমন ইচ্ছে হচ্ছে না। তবে বহনযোগ্য বাড়িটা পেতে ইচ্ছে করছে।

ধন্যবাদ আপনাকে।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৭

ডি মুন বলেছেন: সবগুলোই সুন্দর। অবিশ্বাস্য সব কাজ কারবার মানুষের।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪২

সুফিয়া বলেছেন: মানুসের মনে যে কত ধরনের খেয়াল চাপে তা বলার অপেক্ষা রাখেনা। তারই কিছু নমুনা এই স্থাপনাগুলো।

ধন্যবাদ আপনাকে।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কত অদ্ভুত শখ মানুষের !

৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩০

সুফিয়া বলেছেন: পয়সা থাকলে শখের অভাব হয়না। এগুলো তারই নমুনা।

ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.