![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
পথে ফোটা ঘাস ফুল
কুড়িয়ে নিতে করনা ভুল।
তোমার-আমার শৈশবের বান্ধব সে
যেথায় স্বর্ণালী দিন হাসে।
সে ফুলের ভালবাসায় হবো আজ ব্যাকুল।
মালায় জড়িয়োনা সে ফুল
শুকিয়ে ঝরে যাবে।
পায়ে দলোনা সে ফুল
শৈশব আহত হবে।
ভালবেসে অন্তরের পাতায় রেখো সে ফুল
মায়ার বাঁধানো বেঁধে খোপায় জড়িয়ো সে ফুল
শৈশব কথা বলবে।
হেলায় ফেলে রেখে পথের পরে
হারিয়ে ফেলোনা সে ফুল।
স্মৃতির শৈশবে সুখের নহরে
লাগবে তাতে দোল।
জীবনের পড়ন্ত বেলায়
স্মৃতি রোমন্থনের খাতায়
ফুটবে তাহলে হুল।
পথে ফোটা ঘুস ফুল
তাই কুড়িয়ে নিতে করনা ভুল।
২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪৪
সুফিয়া বলেছেন: জ্বি, নামটা ঘাস ফুল ই হবে্
ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
২| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৭
হামিদ আহসান বলেছেন: সুন্দর ! ভাল লাগা রইল .........................
২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।
কেমন আছেন আপু ?
২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪৫
সুফিয়া বলেছেন: খুব খুব ভাল আছি। আপনিও ভাল থাকবেন।
ধন্যবাদ আপনাকে।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো লাগলো।
২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪৬
সুফিয়া বলেছেন: আমারও ভাল লাগল আপনাদের ভাল লেগেছে দেখে আমার কবিতাখানি।
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৯
নির্বোধ পাঠক বলেছেন: পথে ফোটা ঘুস ফুল
তাই কুড়িয়ে নিতে করনা ভুল। বেশ লাগল।
আচ্ছা নামটা কি "পথে ফোটা ঘাস ফুল" হবে? হেডিংটা দেখবেন তো!