![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
ঘর সংসার সুন্দর ঝকঝকে করে রাখতে কার না ভাল লাগে। কিন্তু সব সময় কি তা সম্ভব হয় ? নিত্যদিনের ঝাড়পোছের বাইরেও অনেক কাজ করতে হয় যদি কেউ তার সংসারের আসবাবপত্র থেকে শুরু সবকিছু ঝকঝকে রাখতে চায়। এটা একটা কম ঝামেলার কাজ নয়। তবে যদি কিছু সহজ উপায় জানা থাকে তাহলে কাজটা সহজে করা যায় এবং সংসারটাও মনের মতো পরিস্কার-পরিচ্ছন্ন থাকে। আসুন এরকম কয়েকটা টিপস জেনে নেই।
এক - কোন ঘর অনেক দিন অব্যবহৃত অবস্থায় বন্ধ থাকলে তাতে এক ধরনের ভ্যাপসা গন্ধ হয়। এই গন্ধ দূর করার জন্য আমরা সহজে যেটা করতে পারি সেটা হলো ঘরের থভতর দুই/তিনটা ম্যাচের কাঠি জ্বালানো। কয়েক মিনিটের মধ্যেই ভ্যাপসা গন্ধ দূর হয়ে যাবে।
দুই - পোড়ামাটির জিনিসপত্র পরিস্কার রাখার জন্য ওগুলোর গায়ে ন্যাচারাল কালারের নেইল পলিশ লাগিয়ে রাখতে পারি।
তিন - চশমার কাঁচ ঝকঝকে রাখার জন্য এক ফোটা ভিনিগার দিয়ে সেটা পরিস্কার করতে পারি।
চার - চা-পাতা ফুটানোর পর ঐ ঠান্ডা পানি দিয়ে কাঠের আসবাবপত্র পলিশ করলে সেগুলো অনেকদিন ঝকঝকে থাকবে।
পাঁচ -ফ্রিজের গায়ের দাগ দূর করার জন্য একটা স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে তা দিয়ে ঘসলে দাগ উঠে যাবে।
ছয় - জানালার কাঁচ স্বচ্ছ রাখার জন্য ফ্লানেলের টুকরো গ্লিসারিনে ভিজিয়ে সেটা দিয়ে ঘষে পরিস্কার করতে হবে।
সাত - যে কোন কাঁচকে ঝকঝকে করে তোলার জন্য চকের মিহি গুড়ার সাথে পানি বা স্পিরিট কিংবা কেরোসিন মিশিয়ে কিছুক্ষণ কাঁচের উপর মাখিয়ে রাখুন। তারপর খবরের কাগজ দিয়ে ঘষে পরিস্কার করুন।
আট - ডিটারজেন্ট এর সাথে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন। একদম ঝকঝকে হয়ে যাবে।
নয় - যে কোন হাতব্যাগের ধাতব অংশ সহজে বিবর্ণ হয়ে যায়। এটা প্রতিরোধ করার জন্য ন্যাচারাল কালারের নেইল পলিশের প্রলেপ লাগিয়ে রাখুন।
দশ - ছোট্ট এক টুকরো ফ্লানেল বা কম্বলের কাপড়ে পাতি লেবুর রস মাখিয়ে চামড়ার ব্যাগ বা স্যূটকেস ঘষলে চামড়ার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
ধন্যবাদ সবাইকে।
০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৯
সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১:১৩
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল পোষ্ট ,প্রিয়তে নিলাম ।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।
০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪০
সুফিয়া বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৩| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১১
রাবেয়া রব্বানি বলেছেন: প্রিয়তে
২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেকগুলো ছোট ছোট, কিন্তু কাজের টিপস। ধন্যবাদ শেয়ার করার জন্য।