নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

পেছন ফেরা সময়

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭

পেছন ফেরা সময়


আমার সুন্দর একটা মন ছিল
মনের মাঝে গান ছিল
সুরে ভরা প্রাণ ছিল।

সরষে ফুলের ঘ্রাণে আর মটরশুটির বাঁকে
সে মন আমার হারিয়ে গেছে আর পাবনা ফিরে।

ফাঁকা গাঁয়ের বাঁকা পথে
সবুজ মাঠের কোল ঘেঁষে
ফুটত যে নামহারা ফুল
কুড়িয়ে নিতাম তারে।

ফুলের নাম ছিলনা ঘ্রাণ ছিলনা
ছিল শুধু মৌ।
সে ফুল আজ হারিয়ে গেছে
খুঁজে না আর কেউ।

সীমের পাতায়, লাউয়ের ডগায়
শিশির বিন্দুর কানায় কানায়
মনটা আমার জড়িয়ে থাকত
সরল ভালবাসায়।

সে বাঁধন আজ ছিঁড়ে গেছে
ভালবাসায় গুণ ধরেছে
ফিরবেনা আর আগের ঠিকানায়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । :)

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন চমৎকার কিন্তু কোন পাঠক নেই। কেমন যেন ----- তাই না ?

২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:১২

তুষার কাব্য বলেছেন: স্মৃতি রোমন্থন ভালো লেগেছে....

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৮:০৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++ সহজ সরল কোমল স্নিগ্ধ কবিতা ।

ভালো থাকবেন খুব :)

০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছন্দে ছন্দে সুরে সুরে কবিতাটি পাঠ করতে ভালো লেগেছে... যদিও দুয়েক জায়গায় ছন্দ একটু ক্ষুণ্ণ হয়েছে :P

প্রকৃতির ছোঁয়া মাখা প্রেমময় কবিতায় ভালোলাগা। +++

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.