![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
ভাবি, এ দেহ আর কতদিন
বইবে
টেনে টেনে চলার গ্লানি ?
ক্ষুরধার সময় এঁকে দিয়েছে
এ শরীরে
তার চূড়ান্ত হিসেবখানি।
আর বুঝি চলেনা
কাটেনা
সময়ের পড়ে থাকা প্রহর ।
নড়বড়ে যন্ত্রের এখানে সেখানে
প্রলেপের আবরণে
বাজে শুধু ভাঙনের খবর।
পুরু লেন্সের চশমা চোখে
তবু অষ্পষ্ট
বইয়ের পাতার সবখানি ।
হাইসুগার, ব্লাডপ্রেসার, আরও কত কি
শরীরের সংগী
যতটুকু বাইরে চোখে দেখা যায়না তারও বেশী।
এই বুঝি সময়ের হিসেব
চলতে চলতে
শরীর থেমে যাবে একদিন ।
জীবনের খাতায় পড়ে রবে
অবহেলায়
বাকী সময়ের ঋণ।
০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন আপনি।
২| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভালো লাগলো । ++
০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভাল থাকবেন।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বেলা শেষের কবিতায় বিষাদমাখা ভালোলাগা। +++
১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৬
সুফিয়া বলেছেন: তবু তো ভাল লাগা ! ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:১১
অপূর্ণ রায়হান বলেছেন: সহজ শব্দে অনেক কিছু বলা হয়ে গেলো +
ভালো থাকবেন আপু