নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার বাংলা -- কবিতা পোস্ট।

০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:০৩

এখানে সবুজের বনে
মন হারায় ক্ষণে ক্ষণে
যা দেখি চেয়ে থাকি
কবি হয়ে যাই আনমনে।

এখানে রূপের অঞ্জলী হাতে
যে দাঁড়িয়ে আছে আমার অতি কাছে
হাত বাড়িয়ে তাকে পেতে গিয়ে
আমি নিজকে দেখেছি লাল-সবুজের আল্পনাতে।

এখানে পাহাড়ি সবুজের গায়
কে যেন ডাকে আমায়
ঘুম ভাঙানী গানের বেলায়
আয় আয় আয়----।

আমি তাই মন হারাই বারবার
যেখানে রূপের পারাপার
মাটি আর মানুষের গন্ধ শুষে
হয়ে গেছে এই বাংলার।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৬

সরদার হারুন বলেছেন: আপনার কবিমা ভা ল তবে কিছু কথা বারিয়ে ও কমিয়ে লিখলে আমার মতে ভাল হতো । যেমন:-
১.প্যারায়--যদি হতো= কবি হই আনমনে

২.পারায় যদি হতো = যে দাঁড়িয়ে আমার কাছে

হাত বারিয়ে তাকে পেতে

নিজকে পেলাম পেলাম আলপনাতে।

+++++++++++++++++++++++++++++++++++++++++

০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০২

সুফিয়া বলেছেন: আপনার মতামতে অনেক খুশী হয়েছি আমি। আমি ত খুব ভাল কবিতা লিখতে পারিনা। চেষ্টা করি কেবল। তাই কেউ আমার কবিতার অসম্পূর্ণতাগুলো ধরিয়ে দিলে আমার খুব ভাল লাগে, উপকার হয় আমার।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

২| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো লেখা খুব । ++++++++++++++++++++++্

০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ভাল থাকবেন।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা আপু +

ভালো থাকবেন :)

০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

কাফী হাসান বলেছেন: আরও ভালো লিখার শুভকামনা থাকল ।

০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

কলমের কালি শেষ বলেছেন: সেইরাম আমার বাংলার কবিতা !! +++

০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনি ঠিকই বলেছেন। আমার বাংলার কবিতা।

কিন্তু একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। 'সেইরাম' শব্দটার অর্থ কি ? অর্থাৎ শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়? জানালে খুষী হবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.