![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
গলির শেষ মাথায় দাঁড়িয়ে আছে বাড়িটি
নিস্তব্ধ প্রহরির মতো।
যেন কোন এক কালযুগের সাক্ষী সে।
যে যুগ গত হয়েছে আমাদের পূর্ব পুরুষদের হাত ধরে।
তাদের মস্তিস্কজাত ফসলের ঘ্রাণে
কোন এক উত্তর পুরুষ আজও খুঁজে ফিরে
তার উত্তর পুরুষের পথের দিশা।
গলির শেষ মাথার বাড়িটি তাই
তার কাছে এক আলোকবর্তিকা।
কিন্তু কেউ আসে না আজ আর এই বাড়িতে।
অন্ধকার সরু গলির পথ বেয়ে
কে-ই বা আসতে যাবে এই ভূতূড়ে বাড়িতে ?
যেখানে আলোকোজ্জল এক পৃথিবী
সর্বদাই ডাকছে এই প্রজন্মকে।
কেন তবে তারা হাতড়াতে যাবে
আলোহীন পথ বেয়ে অন্ধকারে ?
যেখানে পড়ে আছে শুধুই তার
পূর্ব পুরুষের পতিত উপাখ্যান।
১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাখানি পড়ার জন্য। ভাল থাকবেন।
২| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২২
অপূর্ণ রায়হান বলেছেন: অতীতকে ভুলে যাওয়া ঠিক না , ভুলে যাওয়া যায় না , ভুলে গেলে সম্মুখে আগানো যায় না ।
ভালো থাকবেন আপু । কবিতায় ভালোলাগা +
১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪০
সুফিয়া বলেছেন: আপনি ঠিকই বলেছেন, অতীতকে ভুলে গেলে সম্মুখে এগোনো যায় না।
ধন্যবাদ আপনাকে।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৭
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা ভাল লাগল । ভাল থাকুন ।
১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন নিরন্তর।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০
তুষার কাব্য বলেছেন: ভালোলাগা কবিতায়।
১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪২
সুফিয়া বলেছেন: আপনাকে ধন্যবাদ। সত্যি আমার খুব ভাল লাগছে আপনাদের ভাল লাগা দেখে।
ভাল থাকবেন আপনি।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫১
কলমের কালি শেষ বলেছেন: বেশ লাগলো কবিতায় । ++
১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৪
সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের নিরন্তর সমর্থন আমাকে কবিতা লেখায় উৎসাহ জোগায়। সেজন্য আপনাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ।
ভাল থাকুন সব সময়।
৬| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০
নীল কথন বলেছেন: সুন্দর।
১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৩
পথেরদাবী বলেছেন: ভালো লাগলো....