![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
বিধিরে ----
তুই আমার বান্ধব হইলি না
অবান্ধবরে করলি বান্ধব
আমায় চেয়ে দেখলি না।
আমায় ছাড়া খেলা করার কাউকে পেলি না।
বিধিরে -----------
আমি চেয়েছিলাম ভালোবেসে
যারে পেতে আপন করে
মনের মাঝে একলা ঘরে।
তুই তা হতে দিলি না।
তুই স্বপ্ন দিলি মনের মাঝে
স্বপ্ন বোনার জমি দিলি না।
বিধিরে ----------
আমি হাত বাড়িয়ে চাই যারে
সে চলে যায় দূরে সরে
আমায় একা ফেলে।
তাই তো আমি বেঁচে থাকার বান্ধব পেলাম না।
তুই মন দিলি প্রেমিক করে
সেই মনের দোসর দিলি না।
বিধিরে------
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৮
সুফিয়া বলেছেন: বুঝলাম না। এখানে ক্ষমা চাওয়ার কিছু আছে বলে আমি মনে করিনা। আপনার ভাল লাগা না লাগা নিসঙ্কোচে প্রকাশ করতে পারেন।
ধন্যবাদ।
২| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: গানটা কি আপনার লেখা????
বাউলিয়ানা ঘরের টান!!!!!!!!!!!!!!
++++++++++++
আমি হাত বাড়িয়ে চাই যারে
সে চলে যায় দূরে সরে
আমায় একা ফেলে।
তাই তো আমি বেঁচে থাকার বান্ধব পেলাম না।
তুই মন দিলি প্রেমিক করে
সেই মনের দোসর দিলি না।
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৮
সুফিয়া বলেছেন: আজ সকালে লিখলাম। কেমন যেন মনের ভিতর একটা ভাব এসে গিয়েছিল। গান হবে কি না জানিনা। মনের ভাবটা প্রকাশ করলাম এই আর কি !
৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৮
বলেছেন: ++++++
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: +++++++++++++++++্
২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪০
সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন আপনি।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৫
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার । ১ম ভালোলাগা আপু +
ভালো থাকবেন অনেক
২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
সুফিয়া বলেছেন: ধন্যবাদ অপূর্ণ আপনাকে। ভাল থাকবেন আপনি।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৩
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়েছি, কিন্তু কিছু বলার সাহস হল না।
ক্ষমা করবেন।