নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

তোমার দু'চোখ বেয়ে যখন বৃষ্টিধারা নামলো

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২২

তোমার দু'চোখ বেয়ে যখন বৃষ্টিধারা নামলো







তোমার দু’চোখ বেয়ে বৃষ্টিধারা

নামলো যখন নামলো

আমি অবাক চোখে চেয়ে ভাবলাম

ওরা বুঝি আমার তরে কাঁদলো ।

যখন বৃষ্টিধারা নামলো----

তোমার মনজুড়ে মেঘের আকাশ

হাসল যখন হাসলো।

আমি মনের পায়রা উড়িয়ে ভাবলাম

সে বুঝি আমায় ভালো বাসলো-----



তাই তো আমি খেয়া ভাসালাম অনেক দূরের পাণে

সঙ্গী হবে তুমি আমার চাই না কিছু সাথে।

কিন্তু সে আশা মোর মিছে হলো

তরী আমার ভেসে গেলো

আমায় নিয়ে ভাগ্যদাতা নিঠুর খেলা খেললো।

যখন বৃষ্টিধারা নামলো------



তুমি হবেনা আমার বন্ধু তবে

এমন করে হাসলে কেন

তুমি চলবে না আমার সাথী হয়ে তবে

অমন করে চাইলে কেন ?

আমি সরল মনে তোমায় ভেবে

স্বপ্ন বুনেছি কত করে !

এখন দেখছি ভাগ্য আমায় মিছে জালে জড়ালো।

যখন বৃষ্টিধারা নামলো-----------।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

পাগলাগরু বলেছেন: পকাত্ পকাত্ পকাত্

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

সুফিয়া বলেছেন: কিছুই বুঝলাম না। ধন্যবাদ। কষ্ট করে একটু বুঝিয়ে দিলে খুশী হতাম। ভাল থাকবেন।

২| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল লাগা এক কবিতারন নাম তোমার দু'চোখ বেয়ে যখন বৃষ্টিধারা নামল বাই সুফিয়া

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মনজুড়ে মেঘের আকাশ.................গুড..........শুভকামনা..

২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন আপনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.