নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

আমি ইতিহাস, কালের সাক্ষী

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৩

আমি ইতিহাস, কালের সাক্ষী।







আমি ইতিহাস, কালের সাক্ষী।

মুখ বন্ধ করে থাকি।

আমি মুখ খুললে থেমে যাবে

তোমাদের সব বচন-বিলাসভঙ্গী।



আমি কালের সাক্ষী।

জেগে আছি, জেগে থাকি

তোমাদের সব কীর্তির মশাল হাতে।

আমি মুখ খুললে এক্ষুণি গুড়িয়ে যাবে

তোমাদের অহংবোধের প্রাসাদখানি।



তোমরা পেছনে তাকাতে ভুলে যাও।

আমি তোমাদের পেছনের সাক্ষী।

সর্বদা জেগে থাকি।

তোমাদের বর্তমানের হাসি-কান্নাকে

ভবিষ্যতের জন্যে ধরে থাকি।



আমি ইতিহাস, কালের সাক্ষী।

তোমাদের শেকড় ধরে দাঁড়িয়ে আছি।

তোমরা শেকড়ের টান ভুলে গিয়ে

সামনে এগোবে যতই, আমি ততই

তোমাদেরকে ফিরিয়ে নিব শেকড় থেকে শেকড়ে।



তোমাদের শেকড়কে সামনে টেনে এনে

পৌঁছে দিব তোমাদের পরের প্রজন্মের কাছে।

কারণ,

আমি ইতিহাস, কালের সাক্ষী।

কি করে আমায় এড়িয়ে যাও দেখি ?

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

ঢাকাবাসী বলেছেন: ইতিহাসকে এড়ানো যায় না তবে প‌্যাচানো যায়! ভাল লাগল।

৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:২৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী। ভাল থাকবেন।

২| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লেখনী

৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:২৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৯

মামুন রশিদ বলেছেন: ভালো হয়েছে ।

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৯

অরুদ্ধ সকাল বলেছেন:

সুন্দরম তব কাব্য

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

সুফিয়া বলেছেন: কাব্যিক মন্তব্য। ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০

আহসানের ব্লগ বলেছেন: ভালো লিখেছেন

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৬

সুমন কর বলেছেন: ভালো লাগল, অাপু। +।

ইতিহাসকে বিকৃত করাটাই যেন, এখন অামাদেরর কর্তব্য। X((

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০০

সুফিয়া বলেছেন: অনেকে এটাকে প্রধান কাজ বলেও মনে করে। ইতিহাসবমুখতা সামনে এগোবার পথ রুদ্ধ করে দেয় এটা কেউ মনে রাখতে চায় না।

ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


ভাল লাগলো।

০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৮

তুষার কাব্য বলেছেন: ইতিহাস চাইলেও কেউ এড়াতে পারেনা...ঠিক একদিন সামনে এসে দাড়াবেই...ভালো লাগলো আপু...

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ বন্ধু তুষার কাব্য। ভাল থাকবেন।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১২

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো ।

০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২৩

সুফিয়া বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু। আমার প্রায় সব লেখাই আপনার চোখে পড়ে এবং আপনি মন্তব্য করেন।

ভাল থাকবেন।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩০

নিলু বলেছেন: ভালো লাগলো

০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.