![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
দূর অতীতের গল্প
সে এক দূর অতীতের গল্প।
ছিল এ মন মধুবিহারে
সুখের প্রপাতে
রঙিলা নায়ের মাঝি হয়ে।
তখন সব সুর আমার চেনা ছিল
সব গান আমার প্রাণের ছিল
সব আশায় বাসনা ছিল পাবার
রঙিন ঘুড়ি হয়ে উড়বার।
কিন্তু সেই ঘুড়ির নাটাই হাতে যে মহাজন
মানুষের মন নিয়ে খেলছে সর্বক্ষণ।
তার হাতেই ঘটল আমার মধুবিহারের সমাপণ।
রঙিন নায়ের পাল ছিঁড়ে গেল
দমকা হাওয়ার টানে
বাসনাগুলো সব মরে গেল
বিরুদ্ধ সময়ের করাল গ্রাসে।
সুখ সুখ সময়ে
ভালো লাগার বিমোহনে
যে সময় আপন হয় সবার
সে শুধুই এখন গল্প আমার
দূর অতীতের।
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪২
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন আপু । নতুন সংকলনেও সম্ভবত আপনার দুইটা লেখা আছে ।
শুভেচ্ছা ।
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ অপূর্ব রায়হান। নতুন সংকলনে আমার লেখাটার কথা জানা ছিল না। ইনফরমেশনটা দেয়ার জন্য আর একবার ধন্যবাদ।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: অসাধারণ লেগেছে তাই ++++
কিন্তু সেই ঘুড়ির নাটাই হাতে যে মহাজন
মানুষের মন নিয়ে খেলছে সর্বক্ষণ।
তার হাতেই ঘটল আমার মধুবিহারের সমাপণ।
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০
সুফিয়া বলেছেন: ধন্যবাদ বন্ধু ইমতিয়াজ। ভাল থাকবেন আপনি।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৮
নিলু বলেছেন: লিখে যান
০৩ রা ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৬
শাফি উদ্দীন বলেছেন: অসাধারণ লিখা।