নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

সম্প্রতি লেখা কবিতা

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

ভাগ্যের এক আজব কারিগর
ভাগ্য নিয়ে খেলছে জীবনভর।
তার ইচ্ছেতেই কেউ বা রাজা
কেউ বা প্রজা এই দুনিয়ায়।
তার ইশারাতেই সকাল বেলার আমির যে জন
ফকির সন্ধ্যা বেলায়।

এই করিগরের এমনি ধারা
তার প্রেমে পাগল যারা
কেউ বা তাকে পেয়ে পাগল
কেউ বা তাকে না পেয়ে পাগল।
সব পাগলের একই কথা
এত ডাকেও সে দেয়না সাড়া।
তবে কি সে কারিগর
চিরদিনই থাকবে হয়ে পর ?

আমরা শুধু মিছে আশায়
ডাকব তাকে জীবনভর।

সেই করিগরের এমনি ধরন
কখন যে হয় কার আপন
কখন হয় পর
বুঝার উপায় নাই।
তার দয়াতেই তবু আমরা বেঁচে থাকতে চাই।
মন্দ-ভালোর এই পৃথিবীতে তিনিই মোদের ঠাঁই।

জীবনযুদ্ধে জয়-পরাজয়
তিনিই মোদের কারিগর
আমাদের ভাগ্য নিয়ে খেলছেন জীবনভর।


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯

নুর ইসলাম রফিক বলেছেন: জীবনযুদ্ধে জয়-পরাজয়
তিনিই মোদের কারিগর
আমাদের ভাগ্য নিয়ে খেলছেন জীবনভর।

২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য। ভালো থাকবেন।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

বাউল আলমগী সরকার বলেছেন: বাহ সুন্দর ভাবনা কবিতা
শুভ কামনা

২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

সুফিয়া বলেছেন: আপনার জন্যও রইল অনেক অনেক শুভ কামনা।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

সোজা সাপটা বলেছেন: ভাগ্য বান নাকি বতি
আপনি মহৎ কিংবা সতি
ভাগ্য চলে নিয়ে নিজের গতি

কেই বা ভাবে কর্মেই ভাগ্য
সূপ্রসন্ন যদি হোন যোগ্য

জয় নাকি তারেক
দু:খিত জয় নাকি পরাজয়
ওবামা নাকি বারেক
দু:খিত রাজ্য নাকি জীবন গ্লনিময়

২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুন্দর একটা প্রতিদান দিলেন আমার লেখার। ভালো থাকবেন।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: লেখায় ++

২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ বন্ধু ইমতিয়াজ। ভালো থাকবেন।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

 বলেছেন: চমৎকার লেখা । ++++ :D

২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ রঙিন পাতাওয়ালা বন্ধু। ভালো থকিবেন।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো আপু +

শুভকামনা :)

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ অপূর্ব। সারাটা দিন আপনার খুব ভালো কাটুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.