![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
পাগল হাওয়ায় মন ছুটে গেছে
তোর কাছে কি গেছে সে ?
বলনা বন্ধু !
আমি সে মন ফেরত চাইব না।
সে যদি তোর হতে চায়
হোকনা সে
আমি তাতে কষ্ট পাব না।
তার সাথে করেছি বাস
দীর্ঘ বছর মাস
তবু সে যদি আমার না হয়ে
সুখী হয় তোর কাছে গিয়ে
তবে হোকনা তা।
আমি তাতে দুঃখ পাব না।
যতদিন ছিল আমার সে
ভালোবাসায় রেখেছিলাম গেঁথে
তবু সে যদি সে বাঁধন ছিঁড়ে
বাঁচতে চায় তোকে নিয়ে
তবে বাঁচুক না
আমি তাকে কিছুই বলব না।
শুধু বলনা বন্ধু
পাগল হাওয়ায় ছুটে গেছে যে মন
সে কি আছে তোর কাছে এখন ?
তাকে আর কোথাও খুঁজব না।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে সময় দেয়ার জন্য।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০১
বাউল আলমগী সরকার বলেছেন: অনেক শুভেচ্ছা রইল
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯
সুফিয়া বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০১
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম লাইক
সহজ ও সুন্দর ভাষায় অসাধারণ অভিব্যক্তি।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৫
প্রামানিক বলেছেন: ভাল লাগল।