নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

দেশের কবিতা

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

সকালে সোনা রোদের কাছে
শিশিরভেজা ঘাসের কাছে
মনের কথাটি বলি আমি
একতারার সুরে সুরে।

বিকেলের শ্যামল বনে
মিষ্টি রোদের নাচন দেখে
বাউল মন আমার হারিয়ে যায়
একতারার সুরে সুরে।

এই একতারা আমার দেশের কথা বলে
এই একতারা আমার প্রাণের কথা বলে।
একতারা আর দোতারা মিলে
ভাটিয়ালীর সুর তোলে।

সেই ভাটিয়ালীর সুরে
আমার মন ভেসে যায়
প্রাণ ভেসে যায়
নদীর কূলে কূলে।

এই পদ্মা-মেঘনা-যমুনা-তিস্তার তীরে
আমি স্বপ্ন বুনেছি
দেশকে ভালোবেসে।
যেখানে দোয়েল-শ্যামার শীষে
জীবন জাগে মৃত প্রাণে।
যেখানে ভালোবাসায় মন হারায়
দিগন্তের ওপাড়ে।

সেই সীমাহীন দিগন্তে আমি
লিখে রেখেছি একটি নাম।
বাংলাদেশ তার নাম।

ভোরের শিশিরভেজা ঘাসে
সোনা রোদের নৃত্যের তালে
প্রতিদিন সুর উঠে তাই
বাংলাদেশের নামে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭

এমএম মিন্টু বলেছেন: বেশ হয়েছে কবিতা । ভালো লাগা থাকলো। :) B-) ;)

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন আপু +

অনেক শুভকামনা :)

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ অপূর্ব। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.