![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
তুমি এতটা পাষাণ কি করে হলে
আমার নাম কাগজে লিখে
সে কাগজ তুমি আগুনে পুড়ালে।
যদি এতটাই ঘৃণা ছিল তোমার মনে
আমাকে নিয়ে
তবে সেই যে চলে গিয়েছিলে
আবার কেন ফিরে এলে ?
জানি, তুমি আমাকে ঝেড়ে ফেলে দিতে চাও একেবারে
তোমার জীবন থেকে।
কিন্তু মনকে জিজ্ঞেস করে দেখেছো কি কখনও
মন কি বলে ?
মাধবীলতা যে ফুল ফোটায় তার অঙ্গে
সে কি কখনও তাকে ফেলে দিতেপারে ?
তুমিও পারবে না তাই আমাকে ভুলে যেতে।
যতই পাষাণ হতে চাও তুমি
আমাকেই মনে রাখবে।
০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতায় ভাললাগা এবং নতুন বছরের শুভেচ্ছা অনেক ।।
০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬
সুফিয়া বলেছেন: আপনার জন্যও রইল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন নিরন্তর।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩
সরকার কুমার বলেছেন: আপনার লেখাটি পড়ে ভাললাগল।
০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। নতুন বছরের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২২
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা
তুমিও পারবে না তাই আমাকে ভুলে যেতে।
যতই পাষাণ হতে চাও তুমি
আমাকেই মনে রাখবে।
অসাধারণ তিনটি লাইন।