![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
তুমি আর আগের মতো গল্প বলনা
আমার তাই সুখ নিদ্রায় রাত্রি কাটেনা।
সেই যে সব গল্পগুলি
ব্যাঙামা আর ব্যাঙামি
রূপকথার রাজকুমারী
রাক্ষস আর খোক্ষসের দেশে
পঙ্খীরাজের ঘোড়ায় চড়ে
রাজকুমার যেত উড়ে।
চাঁদনী রাতে পাটি পেতে
উঠোনকোণে শুয়ে
এসব গল্প শুনতে শুনতে
হারিয়ে যেতাম ঘুমকুমারীর দেশে।
সেই গল্প অর শুনা হয়না
তুমিও বলনা।
আরও কত গল্প ছিল।
সেই যে কবে বর্গী এলো
শস্যদানা সব লুটে নিল
কৃষকের গোলা খালি হলো
রাজার খাজনায় ভাটা পড়ল।
সেই গল্প আজ আর কেউ বলেনা
আগের মতো তুমিও বলনা
তাই তো আমার সুখনিদ্রায় রাত্রি কাটেনা।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১
সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সব সময় আমার সাথে থেকে আমাকে উৎসাহ দচ্ছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ভাল থাকবেন আপনি সব সময়। নতুন বছর আপনার জন্য বয়ে আনুক অনেক অনেক সাফ্য।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর , স্নিগ্ধ কবিতা আপু +++++++
ভালো থাকেবন সবসময়
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ অপূর্ব আমাকে এভাবে উৎসাহ দেয়ার জন্য। অনেক অনেক ভালো থাকুন আপনি। নতুন বচল আপনার সামনে অনেক অনেক সাফল্য ও সম্ভাবনার দ্বার খুলে দিক।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:০২
ডি মুন বলেছেন:
বাহ, ভাল লাগল কবিতা
+++++