![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
আর কতকাল কাঁদবি রে তুই
হৃদয়ের কাঙাল ?
যমুনা বয়ে যাবে তবু
রয়ে যাবে মনের আকাল।
তোর বুকের আগুন নিভবেনা কভু
ধিকি ধিকি শুধু জ্বলবে।
তোর মনের কথা বুঝবেনা কেউ
চেয়ে শুধু দেখবে।
তোর আপন আলোয় ভূবন মাতাবে যে
সেও হবে তোর পর।
তোর বিশ্বাসের ঘরে নিঃশ্বাস ফেলবে যে
সেই তুলবে তোর ঘরে ঝড়।
তোর একলার কথা, একলার চলা
জানবি এই শুধু তোর স্বজন।
তোর একলার আশা, একলার বাসা
জানবি এরাই শুধু তোর আপন।
তুই হাত বাড়িয়ে ধরবি যারে
সেও চলে যাবে একদিন দূরে।
তবু, সময় যদি হয় কখনও
দূরের জনই হবে তোর আপন।
মনের চাওয়ায় সব পাওয়া হবে তোর
রাত কেটে হবে ভোর
রবেনা মনের আকাল।
ওরে ও হৃদয়ের কাঙাল।
১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ কবিতাটি পড়ার জন্য। ভালো থাকবেন।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর কবিতায় অনেক অনেক ভাললাগা জানিয়ে গেলাম
১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ লাইলী। ভালো থাকবেন।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১
আরমিন বলেছেন: নাইস!
১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯
বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেকটা ভাব সংগীতের আদলে লেখা কবিতা। সাবলীল ভাষায় ছন্দের দ্যোতনায় ভাবধারা ফুটে উঠেছে। সহজ কথায় গভীর অনুভূতি। ভালো লাগলো সুফিয়া।
১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী। আপনি আমার লেখার একজন সমঝদার পাঠক একথা দ্বিধাহীন চিত্তে বলা যায়।
ভালো থাকবেন।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০
সোহেল মাহমুদ বলেছেন:
সুন্দর কবিতা।++
১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ সোহেল। আপনাদের ভালো লাগা দেখে আমারও খুব ভালো লাগছে।
ভালো থাকবেন।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৯
মাছুম আহ্মেদ বলেছেন: ওরে ও হৃদয়ের কাঙাল।
১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৮
এহসান সাবির বলেছেন: বাহ্! অনেক সুন্দর কবিতা.....
১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ এহসান । ভাল থাকেবন ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা সুন্দর কবিতায় ।