![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
পোড়া মৃত্যুর স্রোত।
এখানে
জীবনের উপত্যকায়
মানুষ ভাসে
পোড়া মৃত্যুর স্রোতে।
এখানে
ক্ষমতার পালাবদলে
অহরহ পিষ্ট হয় মানুষ
প্রতিহিংসার কোপানলে।
এখানে তাই
সাম্য-মৈত্রী-গণতন্ত্র কথা বলেনা
কথা বলে
লোলুপ ক্ষমতার নগ্ন হাত।
এখানে তাই
জীবনের নিরাপত্তা নাই
মানুষের ভাগ্যে প্রতি মুহূর্তে
নেমে আসে বিভীষিকাময় রাত।
এখানে আমি
প্রতি মুহূর্তে
অব্যক্ত বেদনায় কেঁদে মরি
অক্ষমতার প্রবল গ্লানিতে।
নিরব আতংক
চেপে আছে বুকে
কি জানি কখন মিশে যাই
সেই পোড়া মৃত্যুর স্রোতে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১০
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯
আবু শাকিল বলেছেন:
ভাল বলেছেন-
নিরব আতংক
চেপে আছে বুকে
কি জানি কখন মিশে যাই
সেই পোড়া মৃত্যুর স্রোতে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১০
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আবু শাকিল। ভালো থাকবেন।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: সমসাময়িক বিষয়বস্তুর উপর রচিত কবিতায় বাস্তবতা উঠে এসেছে সুন্দর কিছু পঙক্তির সমারোহে। যথার্থই বলেছেন সুফিয়া। ভালো লাগলো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভাই। ভালো থাকবেন।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: যথার্থ বলেছেন।
বাস্তবনির্ভর কবিতায় ভালো লাগল।
পোড়া মৃত্যুরর স্রোতে হারিয়ে যেতে চাই না।
আর যদি হারিয়েও যাই তবে সাহ্মর রেখে যেতে চাই দেশের প্রতি দায়িত্ববোধ এর।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১২
সুফিয়া বলেছেন: আপনার কথাটাও ভালো লাগল।
যদি হারিয়েও যাই তবে সাহ্মর রেখে যেতে চাই দেশের প্রতি দায়িত্ববোধ এর।
ধন্যবাদ আপনাকে।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৪১
জাফরুল মবীন বলেছেন: সমসাময়িক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কবিতায় তুলে ধরেছেন সুন্দরভাবে।
ধন্যবাদ ও শুভকামনা জানবেন বোন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ জাফরুল ভাই। আপনার জন্যও রইল অনেক অনেক শুভ কামনা।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩
সুপ্ত আহমেদ বলেছেন: ভাবছি !!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৬
সুফিয়া বলেছেন: ভাবছেন যেহেতু নিশচয়ই পড়েছেন কবিতাটি। সেজন্য ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫
নিলু বলেছেন: হয় তো তাই , লিখে যান