![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
তোমার খাঁচায় বন্দী পাখি
তুমি নও তার অধিকারী।
যখন ইচ্ছে উড়ে যাবে সে
তোমায় দিয়ে ফাঁকি।
এমনতর পাখি সে
উড়ে গিয়ে বসে না কোন ডালে।
কোথায় যায় কোন ঠিকানায়
থামিয়ে দিয়ে এ দেহটারে।
এ পাখি এমনি পাখি
তার দয়াতেই দেহতরী।
মহাজনের সূতোর টানে
উড়ে যায় সে তোমায় ছেড়ে।
পাখি সে এমনি পাখি
যতই পরাও লোহার বেড়ি
উড়ে যাবার সময় হলে
কিছুই টিকবে না।
যতই বলো তোমার পাখি
তোমার রবে না।
উড়ে সে যাবেই একদিন
ফিরে তাকাবে না।
তোমার লোহার খাঁচা, লোহার শেকল
পড়ে রবে হয়ে বিকল।
পাখি আর আসবে না ফিরে
তোমার এই দেহ নীড়ে।
এ পাখি এমনি পাখি
তুমি নও তার অধিকারী।
যখন খুশি উড়ে যায় সে
তোমায় দিয়ে ফাঁকি।
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৫
সুফিয়া বলেছেন: সব লেখা সব সময় একই মানের হয়না। তবু পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:০৫
শায়মা বলেছেন: খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়!!!
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ শায়মা। ভালো থাকবেন।
৩| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:১৫
সরদার হারুন বলেছেন: কবিতা বা গান যাই হোকনা কেন তার নিজের কিছু পরিচয় আছে। কবিতা হয় গদ্য কবিতা হবে না হলে ছন্দময় কবিতা হবে। তারও নিজেস্ব পরিচয় থাকবে।
আমি এ কবিতা? পড়ে কোন শ্রেনীতে ফেলতে পারিনি ।হয়তো আমার জানার অভাব । দয়া করে বোঝায়ে বলবেন কি ?
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৬
সুফিয়া বলেছেন: আপনাদের মন্তব্য পাবার পর অপূর্ণতা কিছুটা পূরণের চেষ্টা করেছি। শেষে আরও চারটি লাইন যোগ করে দিয়েছি।
ধন্যবাদ আপনাকে পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য।
৪| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৩
সুপ্ত আহমেদ বলেছেন: এ পাখি এমনি পাখি
তুমি নও তার অধিকারী।
যখন খুশি উড়ে যায় সে
তোমায় দিয়ে ফাঁকি।
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৭
সুফিয়া বলেছেন: ধন্যবাদ সুপ্ত। ভালো থাকুন।
৫| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৩:৪৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতায় ভাব দর্শন ফুটে উঠেছে। আধ্যাত্মিকতার ছোঁয়ায় যথার্থভাবেই লিখেছেন। শুভ কামনা রইলো।
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৮
সুফিয়া বলেছেন: ধন্যবাদ বিদ্রোহ ভাই। ভালো থাকুন।
৬| ০২ রা মার্চ, ২০১৫ ভোর ৪:৩১
রাফা বলেছেন: মনে হয় গান লিখেছেন....কিন্তু সবার কাছে কবিতা মনে হোচ্ছে কেনো !
ভালো লেখার হাত বলতেই হবে।
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ রাফা। ভালো থাকুন।
৭| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:০৩
সেলিম আনোয়ার বলেছেন: তোমার লোহার খাঁচা, লোহার শেকল
পড়ে রবে হয়ে বিকল।
পাখি আর আসবে না ফিরে
তোমার এই দেহ নীড়ে।
বেশ বলেছেন ।
০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:১৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। আপনি আমার কবিতা পড়লে মনে হয় কিছু একটা হয়েছে।
ভালো থাকবেন।
৮| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:৩৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন।
০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৪৬
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠক মনে সন্তুষ্টি বিধানে কমতি রয়ে গেছে। তবে এটি আমার ভ্রান্তি হলেই খুশি হবো। কারন আপনি অনেক ভালো লেখেন এবং আমি আপনার একজন নিয়মিত পাঠক। ভালো থাকবেন।