![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
ইচ্ছে করে কলমহাতে যোদ্ধা হই।
শব্দের বুলডোজারে গুড়িয়ে দিই
ক্ষমতালিপ্সুদের আস্তানা যত।
ইচ্ছে করে বাক্যের গুলি বর্ষণ করি প্রতিনিয়ত
ওদের বাংকারে, যাতে
ওরা বুঝতে পারে
যুদ্ধ কেবল অস্ত্রহাতে হয়না,
কলমহাতেও শাণিত আক্রমণ হতে পারে
ওদের মতো রক্তপিপাসু নরঘাতকদের উপর।
ওরা বুঝুক, ওদেরকে বুঝতে হবে।
সময়ের কোন পোড়াদহন বৃথা যায়না কখনও।
মানুষের দগ্ধ লাশের গন্ধ,
শাণিত অস্ত্রের কোপানো শরীর,
গুলিতে ঝাঝরা হয়ে যাওয়া তেজোদীপ্ত যুবক,
সন্তানের অকাল মৃত্যুর ছোবলে
স্থবির হয়ে যাওয়া কোন মা।
এরা কখনও নির্বাক চেয়ে দেখবেনা
উদ্যত অস্ত্রহাতে ঘাতকদের অবিরত আস্ফালন।
ওরা প্রতিবাদ করবে,
রুখে দাঁড়াবে,
জবাব চাইবে।
ওদের প্রতিবাদী ভাষা হবে আমার কলম।
আমি তাই কলমহাতে
যোদ্ধা হবো এবার।
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১০
সুফিয়া বলেছেন: ধন্যবাদ জাফরুল ভাই। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
২| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৯
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার টাইটেল, চমৎকার কবিতা ।
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভালো থাকুন।
৩| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৫
আরণ্যক রাখাল বলেছেন: ইচ্ছে করে কলমহাতে যোদ্ধা হই! চমৎকার| শুভ কামনা
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১১
সুফিয়া বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল। ভালো থাকবেন।
৪| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১:২৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: 'মসি অসির চেয়ে শক্তিশালী'। যুদ্ধক্ষেত্রে গিয়ে যারা যুদ্ধ করে, তারা যেমন যোদ্ধা, আবার কলম হাতে যারা যুদ্ধ করে, তারাও তেমনি যোদ্ধা। বরং কখনো কখনো যুদ্ধক্ষেত্রের যোদ্ধার চেয়ে অধিকতর শক্তিশালী হয়। অন্যায়ের প্রতিবাদে কলমযোদ্ধারাই অগ্রণী ভুমিকা পালন করতে পারে। কবিতা খুব ভালো হয়েছে সুফিয়া আপা। বিশেষ করে কবিতার মেসেজটা চমৎকার।
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৬
সুফিয়া বলেছেন: আপনার মন্তব্যে ছোটকালে পড়া একটি কবিতার দুটি লাইন মনে পড়ে গেল। কবিতাটির নাম সম্ভবত 'ভালবাসার জয়।'
লাইন দুটি হলো
ও ভাই ভয়কে মোরা জয় করিব হেসে
গোলাগুলির গুলিতে নয়, গভীর ভালবেসে।
কার লেখা ঠিক মনে নেই। এর মতো করে আমরাও বলতে চাই
অস্ত্র দিয়ে নয়, সন্ত্রাস দিয়ে নয়
কলম দিয়েই হবে এই অবস্থার জয়।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
৫| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৬
সুফিয়া বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
৬| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ! চমৎকার।
এ যুদ্ধতো নতুন নয়। বহু পুরানো। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন এর সময় থেকে বা তার থেকেও আগে। চিরায়ত এ যুদ্ধের পরিণতি নেই বোধ হয়। তাই আজো এই স্বাধীন বাংলায় যুদ্ধ চলছে। নিঃশব্দে। কিন্তু তীব্রভাবে।
+++
১২ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫১
সুফিয়া বলেছেন: চরম সত্য ও বাস্তব কথাটা বলেছেন আপনি। ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
৭| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২৪
জাম্মাম খাঁ বলেছেন: ইচ্ছে করে মম হৃদে
যেতে তব বনে,
সকল ইচ্ছে হয়না পূরণ
জানে সবে মনে।
ইচ্ছে করে সুপ্ত বারি
ঢালি তব দ্বারে,
একবারে সাধ হয়না পূরণ
চলুক বারেবারে
১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৬
সুফিয়া বলেছেন: ভাল বলেছেন। ভাল লাগল কথাগুলো।
ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৫
জাফরুল মবীন বলেছেন: চমৎকার অর্থপূর্ণ কবিতা!
অভিনন্দন ও শুভকামনা জানবেন বোন।