![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
মনটা আমার অচেনা সুরের পিছু ধেয়ে চলে গেল
সে রাতে সূর্যমুখীরা
স্নানে নেমেছিল
জ্যোৎস্না ডুবুডুবু সরোবরে।
সে রাতে বাতাসের গায়ে
ভারী বর্ষণে
চাঁদ হারিয়েছিল
তার ঢলোঢলো যৌবনের রূপ।
সে রাতে ফুলেরা সুবাস ছড়িয়েছিল
একজন আগুন্তুকের প্রতীক্ষায়।
সে রাতে জ্যোৎস্নার মরা নদীতে
আমিও স্নান করেছিলাম
সূর্যমুখীদের সাথে।
বৃষ্টিভেজা ফুলের মালা খোঁপায় জড়িয়ে
সুবাস ছড়িয়েছিলাম
বাতায়ন পাশে।
বাতাসকে বলেছিলাম, ধীরে বহ তুমি।
আমার প্রিয়া যেন তোমার বিলোল পরশে
বুকের গভীর কুঠরী থেকে
বের করে আনতে পারে
প্রেমের কবিতাখানি।
সবই ঠিক ছিল।
আমার ভেজা ফুলের সুরভিত অশ্রু
ফোটায় ফোটায় পড়ে
তৈরি করেছিল নতুন একটি কবিতার বাসর।
সেখানে ফুল ছিল,
জ্যোৎস্নামাখা চাঁদ ছিল,
বৃষ্টিভেজা বাতাসের নৃত্য ছিল।
নিমীলিত কবিতার ছন্দ ছিল।
শুধু ছিলেনা তুমি।
তাই মনটা আমার
অজানার পাণে ডেকে যাওয়া
কোন এক অচেনা সুরের পিছু ধেয়ে চলে গেল
আর ফিরে এলনা।
০১-০৪-২০১৫
০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব। ভাল থাকুন।
২| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৯
মেঘের সাথী বলেছেন: 'শুধু ছিলেনা তুমি।
তাই মনটা আমার
অজানার পাণে ডেকে যাওয়া
কোন এক অচেনা সুরের পিছু ধেয়ে চলে গেল
আর ফিরে এলনা।'
শেষ লাইনগুলো বেশী পছন্দ হল।
তাছাড়া পুরোটাই অসম্ভাভব ভালো লেগেছে। প্রিয়তে নিলাম
০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ মেঘের সাথী কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
৩| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪২
ইমতিয়াজ ১৩ বলেছেন: কবিতায় ছন্দ না থাকরেও প্রাণ আছে যথেষ্ট, তাই লাইক দিলাম
০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য। ভাল থাকুন সব সময়।
৪| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৯
সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১১:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতাটা মন ছুঁয়ে গেল। ধন্যবাদ আপু।
০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৬
সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ রাজপুত্র। ভাল থাকুন সব সময়।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৪
অর্বাচীন পথিক বলেছেন: দিন-দুপুরে মাতাল হলাম কবিতা পড়ে আপু
০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪২
সুফিয়া বলেছেন: এমনটা হবার জন্য কিন্তু লিখিনি।
ধন্যবাদ আপনাকে পড়ার জন্য। ভাল থাকুন আপনি।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।