![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
মাগো,
তোমার চোখের জলের বিন্দু বিন্দু প্রসবন দিয়ে
তুমি ধুয়ে দিয়ে গেলে আমার চলার পথ।
তোমার বুক থেকে ছুঁয়ে ছুঁয়ে পড়া রক্ত বিন্দু দিয়ে
লিখে রেখে গেলে আমার জীবনের জয়রথ।
তবু তোমার অশ্রুর করকমলে
জীবনের জ্বলজ্বলে ছবিটা আঁকব আমি
তাও পারিনি।
তোমার রক্তে আাঁকা জয়রথ ধরে
জীবনের উজ্জ্বল পতাকাটা উড়াব আমি
তাও পারিনি।
এমনি অযোগ্য সন্তান আমি তোমার মা।
তোমার শরীরের সবটুকু নির্যাস শুষে নিয়েও
তোমার মতো হতে পারলাম না।
আমার এ ব্যর্থতাকে তুমি ক্ষমা করো মা।
২০ শে মে, ২০১৫ বিকাল ৫:০০
সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ। ভাল থাকুন সব সময়।
২| ২৬ শে মে, ২০১৫ রাত ১:১৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার কবিতা। তবে একটা কথা বলি যদি কিছু মনে না করেন আপনি।
তোমার বুক থেকে ছুঁয়ে ছুঁয়ে পড়া রক্ত বিন্দু দিয়ে
লিখে রেখে গেলে আমার জীবনের জয়রথ।
এই জায়গাটায় বুক থেকে চুইয়ে চুইয়ে পড়া রক্ত বিন্দু হলে ভালো শোনায় না? একটু ভেবে দেখবেন।
ভালো থাকুন অহর্নিশ, শুভকামনা।
৩| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৩:২৭
সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে বোকা মানুষ বলতে চায় পরামর্শের জন্য। ভাল থাকুন আমি।
আর সত্যি কথা বলতে কি, কিছু মনে করা তো দূরের কথা। আমি বরং খুশি হয়েছি। পাঠকের সমালোচনা ও পরামর্শের মাধ্যমেই তো একজন লেখকের লেখার পরিপূর্ণতা আসবে।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৫ দুপুর ১:৪৯
ইমতিয়াজ ১৩ বলেছেন:
এমনি অযোগ্য সন্তান আমি তোমার মা।
তোমার শরীরের সবটুকু নির্যাস শুষে নিয়েও
তোমার মতো হতে পারলাম না।
আমার এ ব্যর্থতাকে তুমি ক্ষমা করো মা।
চমৎকার